Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্মোচন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্মোচন এর বাংলা অর্থ হলো -

(p. 468) nirmōcana বি. 1 নিঃশেষে মোচন, সম্পূর্ণ ত্যাগ করা; 2 পালক খোলস ইত্যাদি ছাড়া, moulting (বি. প.)।
[সং. নির্ + √ মুচ্ + অন]।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নব্য-ন্যায়, নব্য ন্যায়
নোলা
(p. 481) nōlā বি. 1 জিহ্বা; 2 আহারের লোভ (এই বয়সে নোলা বাড়া ভালো নয়)। [সং. লোলা]। 19)
নিস্পন্দিত
(p. 475) nispandita বিণ. অকম্পিত, স্হির ('চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে': রবীন্দ্র)। [সং. নি + √ স্পন্দ্ + ত]। 63)
নভো-মণ্ডল
(p. 447) nabhō-maṇḍala বি. নভস্তল, আকাশ, সমগ্র আকাশ বা আকাশপট। [সং. নভঃ + মণ্ডল]। 33)
নিকা2
(p. 459) nikā2 ক্রি. নিকানো। [দেশি]। ̃ নো ক্রি. গোবর-গোলা বা মাটি-গোলা জলে ভিজানো ন্যাকড়া দিয়ে মেঝে দেওয়াল প্রভৃতি মাজা বা লেপন করা (গোবর নিকানো, দাওয়া নিকানো)। বি. বিণ. উক্ত অর্থে। 6)
নেয়া, নেয়ানো
(p. 480) nēẏā, nēẏānō যথাক্রমে নেওয়ানেওয়ানো -র কথ্য রূপ। 4)
নির্দ্বিধ
(p. 468) nirdbidha বিণ. 1 দ্বিধা নেই এমন, সংকোচ নেই এমন; 2 সংশয় নেই এমন (নির্দ্বিধ উক্তি, নির্দ্বিধ ঘোষণা)। [সং. নির্ + দ্বিধা]। নির্দ্বিধা বি. (বাং.) নিঃসংশয়তা, দ্বিধাহীনতা (একথা নির্দ্বিধায় বলতে পারি)। 67)
নিস্তন্দ্র
নেত্র
(p. 479) nētra বি. চক্ষু, চোখ। [সং. √ নী + ত্র]। ̃ গোচর বিণ. দৃষ্টিগোচর, দৃষ্টির পথে এসেছে বা নজরে এসেছে এমন। ̃ চ্ছদ, ̃ পল্লব বি. চোখের পাতা। ̃ পাত বি. দৃষ্টিক্ষেপ, অবলোকন, দৃষ্টিপাত; দেখা। ̃ মল বি. পিচুটি। 27)
নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
ন1
নিগদ
(p. 460) nigada বি. উক্তি, কথন; ভাষণ। [সং. নি + √ গদ্ + অ]। নিগদিত বিণ. উক্ত, কথিত; উল্লিখিত। 6)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্নউত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নিতল
(p. 461) nitala বি. 1 সপ্ত পাতালের অন্যতম; 2 (আল.) অতি গভীর স্হান, যে জায়গায় তল পাওয়া যায় না। [সং. নি + তল]। 9)
নিরব-শেষ
(p. 461) niraba-śēṣa বিণ. সম্পূর্ণ, নিঃশেষ, যার অবশেষ বা অবশিষ্ট কিছু নেই। [সং. নির্ + অবশেষ]। 147)
নিষ্কর্ম
(p. 473) niṣkarma বিণ. কর্মহীন। বি. (বাং.) কর্মহীনতা; অবসর। [সং. নিষ্কর্মন্]। 61)
নিরা-করণ
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
নিষাদী2
(p. 473) niṣādī2 (-দিন্) বি. 1 মাহুত, হাতির চালক; 2 হাতির সওয়ার, গজারোহী। [সং. নি + √ সদ্ + ইন্]। 49)
নিয়তি
(p. 461) niẏati বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]। 112)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140375
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730588
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942786
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696633
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us