Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যায়নি)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নি1
(p. 458) -ni1 ক্রি. 1 নাই-এর কথ্য রূপ (চাইনি, হয়নি, যায়নি); 2 না-এর কথ্য রূপ (আর বলিসনি, ওখানে যাসনি)। 8)
অকল্পিত
(p. 2) akalpita বিণ. 1 কল্পিত বা মনগড়া নয় এমন, কল্পনাসৃষ্ট নয় এমন, প্রকৃত, সত্য; 2 যা কল্পনাও করা যায়নি এমন। [সং. ন+কল্পিত]। 24)
অজিত
(p. 8) ajita বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। বি. 1 বিষ্ণু; 2 শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]। 117)
অজ্ঞাত
(p. 8) ajñāta বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। 131)
অতর্কিত
(p. 14) atarkita বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]। অতর্কিতে ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্। 19)
অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অনধি-গত
(p. 21) anadhi-gata বিণ. অধিগত বা আয়ত্ত হয়নি এমন; পাওয়া যায়নি বা জানা যায়নি বা পড়া হয়নি এমন। [সং. ন+অধিগত]। 29)
অননু-মোদন
(p. 22) ananu-mōdana বি. অনুমতি বা সম্মতির অভাব, অনুমোদনের অভাব। [সং. ন+অনুমোদন]। অননু-মোদিত বিণ. (যে বিষয়ে) অনুমোদন বা সম্মতি পাওয়া যায়নি এমন। 10)
অনপেক্ষ
(p. 22) anapēkṣa বিণ. অন্যের উপর নির্ভরশীল নয় এমন, কারও মুখাপেক্ষী নয় এমন; স্বাধীন; নিরপেক্ষ। [সং. ন+অপেক্ষা]। ̃ তা বি. স্বাধীনভাবে কাজ করতে পারার অবস্হা; কারও উপর নির্ভরশীল না হওয়া, অনির্ভরশীলতা। অনপেক্ষিত বিণ. 1 যা ঘটবে বলে আশা করা যায়নি; যার জন্য কেউ অপেক্ষা করেনি; 2 যাকে কেউ প্রত্যাশা করেনি; অপ্রত্যাশিত। 24)
অনাদায়
(p. 24) anādāẏa বি. আদায়ের অভাব; অপ্রাপ্তি। [সং. ন + বাং. আদায়]। অনাদায়ী (য়ি) বিণ. আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)। 18)
অনায়ত্ত
(p. 25) anāẏatta বিণ. 1 আয়ত্ত হয়নি বা বশে আনা যায়নি এমন; 2 অধিকারের বাইরে; 3 অবাধ্য। [সং. ন + আয়ত্ত]। 6)
অনুপেত
(p. 29) anupēta বিণ. 1 পাওয়া যায়নি এমন, অপ্রাপ্ত; 2 অনুপস্হিত। [সং. ন + উপেত]। 8)
অপরা-ভূত
(p. 34) aparā-bhūta বিণ. যাকে পরাজিত করা বা হারিয়ে দেওয়া যায়নি। [সং. ন + পরাভূত]। 129)
অপরি-পূর্ণ
(p. 34) apari-pūrṇa বিণ. 1 পূর্ণ হয়নি বা পুরোপুরি ভরে যায়নি এমন (অপরিপূর্ণ পাত্র); 2 সফল হয়নি এমন, অপূর্ণ (অপরিপূর্ণ আশা)। [সং. ন + পরিপূর্ণ]। বি. ̃ তা। 146)
অপুর্ব
(p. 40) apurba বিণ. 1 আগে হয়নি বা ঘটেনি বা ছিল না এমন; অভিনব, অভূতপূর্ব; 2 আশ্চর্য; অতি উত্কৃষ্ট। [সং. ন+ পূর্ব]। ̃ তা বি. অভিনবত্ব; চমত্কারিত্ব। ̃ দৃষ্টি বিণ. আগে তার দেখা যায়নি এমন, অদৃষ্টপূর্ব। 40)
অপ্রত্যাশিত
(p. 42) apratyāśita বিণ. 1 আশা করা হয়নি বা করা যায়নি এমন, অভাবিত (অপ্রত্যাশিত সৌভাগ্য); 2 অতর্কিত, আকস্মিক (অপ্রত্যাশিত উক্তি, অপ্রত্যাশিত উত্তর)। [সং. ন + প্রত্যাশিত]। 10)
অপ্রাপ্ত
(p. 43) aprāpta বিণ. পাওয়া যায়নি এমন, অলব্ধ। [সং. ন + প্রাপ্ত]। ̃ বয়স্ক বিণ. নাবালক, পূর্ণবয়স্ক নয় এমন। ̃ যৌবন বিণ. এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. ̃ যৌবনা। অপ্রাপ্তি বি. না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ। অপ্রাপ্য বিণ. পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য। 6)
অবশী-ভূত
(p. 46) abaśī-bhūta বিণ. বশ করা বা বশীভূত করা হয়নি এমন, বশ মানানো যায়নি এমন। [সং. ন + বশীভূত]। 21)
অবারিত
(p. 48) abārita বিণ. বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। [সং. ন + বারিত]। 4)
অবিজ্ঞাত
(p. 48) abijñāta বিণ. জানা যায়নি এমন; জানে না এমন। [সং. ন + বি + জ্ঞাত]। 21)
অবিপ্লুত
(p. 49) abipluta বিণ. 1 ধ্বংস বা নষ্ট হয়নি এমন; বিপর্যস্ত হয়নি এমন; অক্ষত; 2 প্লাবনে নিমজ্জিত হয়নি এমন; ডুবে যায়নি এমন। [সং. ন + বি + √ প্লু + ত]। 2)
অভাবনীয়, অভাব্য
(p. 50) abhābanīẏa, abhābya বি. ভাবা যায় না এমন, অচিন্তনীয় (অভাবনীয় আচরণ); অপ্রত্যাশিত (অভাবনীয় সৌভাগ্য)। [সং. ন + ভাবনীয়, ভাব্য]। অভাবিত বিণ. ভাবা যায়নি এমন; আশা করা যায়নি এমন (অভাবিত সৌভাগ্য)। 63)
অভি-নব
(p. 50) abhi-naba বিণ. 1 নূতন, নতুন, আগে কখনো হয়নি বা দেখা যায়নি এমন; 2 চমত্কার, অপূর্ব। [সং. অভি + নব]। 90)
অলব্ধ
(p. 64) alabdha বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত। [সং. ন + লব্ধ]। ̃ .প্রবেশ বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)। 14)
অশ্রুত
(p. 67) aśruta বিণ. 1 শোনা যায়নি এমন, শোনা হয়নি এমন; 2 (বিরল) বেদবিরুদ্ধ, শ্রুতিবিরুদ্ধ। [সং. ন + শ্রুত]। ̃ পূর্ব বিণ. আগে কখনো শোনা যায়নি এমন। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730953
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us