Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাগানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
আগার
(p. 82) āgāra বি. 1 থাকবার জায়গা; 2 গৃহ; আলয়; 3 ভান্ডার (ধনাগার, রত্নাগার, অস্ত্রাগার); আধার। [সং. (অগার অগ + আ + √ রা + অ) + অ]। 60)
ইঁদারা
(p. 113) in̐dārā বি. বড় পাকা কুয়ো, বাঁধানো বড় ও গভীর পাতকুয়ো। [ সং. ইন্দ্রাগার]। 14)
কারা2
(p. 185) kārā2 বি. জেলখানা, কয়েদ (কারারুদ্ধ)। [সং. √ কৃ + অ + আ]। ̃ গার বি. জেলখানা, কয়েদখানা। ̃ পাল বি. জেলখানার অধ্যক্ষ, jailor (স.প.)। ̃ বাস বি. বন্দিত্ব; বন্দি হিসাবে কারাগারে বাস। ̃ রক্ষী বি. কারাগারের প্রহরী। 23)
ক্রুদ্ধ
(p. 215) kruddha বিণ. রুষ্ট, রাগান্বিত। [সং. √ ক্রুধ্ + ত]। স্ত্রী. ক্রুদ্ধা। ̃ দৃষ্টি বি. চোখ রাঙানো; রাগি চাউনি। 18)
গারদ
(p. 246) gārada বি. কয়েদ; জেলখানা, কারাগার। [ইং. guard]। 84)
চটা2
(p. 275) caṭā2 ক্রি, রুষ্ট হওয়া, রাগ করা (আহা, চটছ কেন)। বি. বিণ. উক্ত অর্থে। [ চটা3]। ̃ চটি বি. 1 রাগারাগি; 2 বিবাদ। ̃ নো ক্রি. রাগানো (আমাকে চটিয়ো না, তাকে চটাচ্ছ কেন?)। বি. বিণ. উক্ত অর্থে। 27)
চারা৩
(p. 281) cārā3 বি. 1 কচি গাছ (আমের চারা); 2 মাছের বাচ্চা (চারাপোনা)। বিণ. নবজাত; নবোদ্ভিন্ন (চারাগাছ)। [দেশি]। 151)
চেতা
(p. 294) cētā ক্রি. 1 চেতনা লাভ করা, সংজ্ঞা লাভ করা, জাগা; 2 উদ্বুদ্ধ হওয়া ('চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ': ভা. চ.); 3 সতর্ক হওয়া। [সং. √চিত্ + বাং. + আ]। ̃ নো ক্রি. 1 চৈতন্য জাগানো; 2 উত্তেজিত বা উদ্বুদ্ধ করা; 3 খেপানো, রাগানো (ওকে চেতিয়ো না); 4 আলস্য দূর করা; 5 সতর্ক করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 64)
জুড়ি
(p. 327) juḍ়i বি. 1 সমান সমান দুটি বা সমান সমান দুটির একটি, জুটি (জুড়ি বাঁধা); 2 সমকক্ষ ব্যক্তি (তার জুড়ি মেলা ভার); 3 দুই ঘোড়ায় টানা গাড়ি (জুড়ি হাঁকিয়ে চলেন); 4 যাত্রাগানে একযোগে গানকারী গায়কেরা (জুড়ির গান); 5 একই পরদায় বাঁধা সেতার এসরাজ ইত্যাদির দুটি বিশেষ তার। বিণ. 1 দুই ঘোড়ায় টানে এমন (জুড়িগাড়ি); 2 সমকক্ষ, সমান সমান। [হি. জোড়ী]। ̃ গাড়ি বি. দুই ঘোড়ায় টানে এমন গাড়ি। ̃ দার বি. সহযোগী বা সমকক্ষ ব্যক্তি। 33)
জেল
(p. 327) jēla বি. 1 কারাগার, জেলখানা (জেলে যাওয়া); 2 কারাদণ্ড (জেল খাটা, জেল হওয়া)। [ইং. jail]। 81)
জোড়
(p. 330) jōḍ় বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া। 5)
তেউড়, তেড়
(p. 375) tēuḍ়, tēḍ় বি. 1 কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; 2 চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]। 256)
পুঁতা, পোঁতা
(p. 523) pun̐tā, pōn̐tā ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। বিণ. উক্ত দুই অর্থে। 27)
প্রকুপিত
(p. 537) prakupita বিণ. 1 অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত; 2 অত্যন্ত দূষিত (বায়ু বা পিত্ত প্রকুপিত হওয়া)। [সং. প্র + কুপিত]। স্ত্রী. প্রকুপিতা। 9)
ফাটক
(p. 564) phāṭaka বি. 1 সিংহদ্বার, ফটক; 2 হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল); 3 কারাদণ্ড (তার ফাটক হয়েছে)। [হি. ফাটক]। 10)
বন্দি, বন্দী
(p. 575) bandi, bandī বি. 1 অবরুদ্ধ ব্যক্তি ('বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী মোর ভগবান কাঁদে': প্রেমেন্দ্র); 2 কয়েদি (জেলের বন্দিরা)। বিণ. আটক, অবরুদ্ধ (জলবন্দি, বাক্সবন্দি)। [ফা. বন্দী তু. সং. বন্দিন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনি। ̃ দশা বি. বন্দি অবস্হা। ̃ পাল বি. কারাধ্যক্ষ, jail superintendent (স. প.)। ̃ শালা বি. কারাগার, জেলখানা। 87)
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
বলা1
(p. 580) balā1 ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 171)
রাগ
(p. 738) rāga বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন। 38)
রাগা-রাগি
(p. 738) rāgā-rāgi বি. 1 পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); 2 ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]। 44)
রাগাত্মক, রাগাশ্রয়ী
(p. 738) rāgātmaka, rāgāśraẏī বিণ. 1 সংগীতের রাগসম্বন্ধীয়; 2 রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]। 41)
রাগান্ধ
(p. 738) rāgāndha বিণ. ক্রোধে জ্ঞানশূন্য। [বাং. রাগ + অন্ধ]। 42)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185764
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785868
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848156
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708642
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620359

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us