Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাটক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফাটক এর বাংলা অর্থ হলো -

(p. 564) phāṭaka বি. 1 সিংহদ্বার, ফটক; 2 হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল); 3 কারাদণ্ড (তার ফাটক হয়েছে)।
[হি. ফাটক]।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফাঁকিতে পড়া
(p. 563) phān̐kitē paḍ়ā বি. ক্রি. প্রতারিত হওয়া। 10)
ফুট2
(p. 565) phuṭa2 বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + অ]। 54)
ফতে
(p. 560) phatē বি. 1 জয়; 2 সিদ্ধি। বিণ. 1 সিদ্ধ, হাসিল (কাম ফতে হওয়া); 2 বিজিত (যুদ্ধ ফতে হয়েছে, লড়াই ফতে হয়েছে)। [আ. ফতহ্]। 29)
ফাইট
ফুচকা
ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ফেন
(p. 567) phēna বি. 1 ফেনা, গাঁজ; 2 মাড় (ভাতের ফেন)। [সং. √ স্ফায়্ + ন]। ̃ দুগ্ধা বি. দুধফেনি পিঠে। ̃ নিভ বিণ. ফেনার মতো কোমল ও শুভ্র (দুগ্ধফেননিভ শয্যা)।
ফেরত
(p. 569) phērata বি. 1 প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত); 2 পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল); 3 প্রত্যাবর্তন, ফিরে আসা। বিণ. 1 প্রত্যর্পিত (ফেরত টাকা); 2 উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে); 3 প্রত্যাগত (বিলেতফেরত); 4 অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)। [হি. ফির্ + বাং. অত]। 8)
ফেটি
(p. 567) phēṭi বি. 1 ছোটো পটি, ব্যাণ্ডেজ বা কাপড়ের ফালি (পায়ে ফেটি বাঁধা); 2 পাগড়ি; 3 একত্রবদ্ধ কয়েক গোছা সুতো বা লাছি (পশমের ফেটি)। [বাং. ফেটা1 + ই (ক্ষুদ্রার্থে)]। 45)
ফক্ক়ড়
ফুলকা, (কথ্য) ফুলকো
ফাঁপ
(p. 563) phām̐pa বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)। [ফাঁপা দ্র]। 18)
ফুকা2, (কথ্য) ফুকো
(p. 565) phukā2, (kathya) phukō বি. অতিরিক্ত দুধ পাওয়ার জন্য গোরুর যোনিমুখে ফুঁ দেওয়া (ফুকো দেওয়া)। বিণ. ফাঁপাহালকা (ফুকো নল)। [হি. ফুঁক + বাং. আ]। 49)
ফাঁসা
(p. 563) phām̐sā ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া ('পেটটি যাবে ফেঁসে': রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ̃ নো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। বিণ. উক্ত সব অর্থে।
ফাঁট
(p. 563) phān̐ṭa (অশোভন) বি. ঠাট, জাঁক (পয়সাকড়ি হওয়ায় সে আজকাল খুব ফাঁটে চলে)। [দেশি]। 11)
ফুটানি, (কথ্য) ফুটুনি
(p. 567) phuṭāni, (kathya) phuṭuni বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + আনি]। ̃ রাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক। 8)
ফুটানো
(p. 567) phuṭānō দ্র ফুটা2। 9)
ফুঁপা, ফোঁপা
(p. 565) phum̐pā, phōm̐pā ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ̃ নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ̃ নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা। 42)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফেরু
(p. 569) phēru বি. শিয়াল। [সং. ফে + রু]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629384
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243032
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860132
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129772
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922718
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860368
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724053
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661279

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us