Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রোয়াক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
ওয়ারেণ্ট, ওআরেণ্ট
(p. 153) ōẏārēṇṭa, ōārēṇṭa বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]। 35)
কিরিচ
(p. 190) kirica বি. বাঁকা ছোরা বা তরোয়ালবিশেষ। [মাল. ক্রিস্ পো. cris]। 33)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
খাপ
(p. 226) khāpa বি. 1 অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); 2 কোষ, আধার (চশমার খাপ); 3 মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); 4 ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [ ফা. খাম্]। ̃ ছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. 1 খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; 2 ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)। 55)
গদি
(p. 240) gadi বি. 1 তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); 2 ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); 3 রাজাসন (গদিতে আরোহণ করা); 4 উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। ̃ য়ান বিণ. 1 সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); 2 সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। ̃ য়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। বিণ. গদিয়ানসুলভ। 4)
গুমটি
(p. 253) gumaṭi বি. প্রহরী বা দারোয়ানের থাকার জন্য তিন দিক বন্ধ ও অপ্রশস্ত ছোট কুঠুরি। [হি. গুমটী]। 15)
গ্রেপ্তার, গ্রেফ্তার
(p. 261) grēptāra, grēphtāra বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)। বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, ধৃত (অবশেষে সেই কুখ্যাত চোরাচালানকারী গ্রেপ্তার হল)। [ফা. গিরিফ্তার]। গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)।
চাতাল
(p. 281) cātāla বি. 1 চত্বর; পাথর বা সিমেণ্টে বাঁধানো খোলা জায়গা; 2 উঠান বা রোয়াক। [সং. চত্বর]। 96)
জেন্দ
(p. 327) jēnda বি. প্রাচীন পারস্যের ভাষা, Zend; জোরোয়াস্টারকৃত ধর্মশাস্ত্র 'আবেস্তা' র ভাষা। [ফা. জেন্দ্]। 74)
তরোয়াল
(p. 371) tarōẏāla বি. তরবারি, তলোয়ার। [সং. তরবারি]। 3)
দরোয়ান, দরওয়ান
(p. 400) darōẏāna, darōẏāna বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)। 3)
দাওয়া2
(p. 402) dāōẏā2 বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]। 23)
দৌবারিক
(p. 426) daubārika বি. দারোয়ান, দ্বাররক্ষক। [সং. দ্বার + ইক]। 2)
দ্বার
(p. 426) dbāra বি. 1 প্রবেশ করার বা বাইরে বেরোবার পথ; 2 দরজা। [সং. √ দ্বারি + অ]। ̃ দেশ, ̃ প্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ। ̃ পাল, ̃ রক্ষক, ̃ রক্ষী (-ক্ষিন্), দ্বারী (-রিন্) বি. দারোয়ান। ̃ রোধ বি. দরজা বন্ধ করা; পথ আগলে দাঁড়ানো (দ্বাররোধ করা)। ̃ স্হ বিণ. 1 দ্বারদেশে উপনীত; 2 (আল.) সাহায্যপ্রার্থী (অবশেষে তাঁর দ্বারস্হ হলাম)। দ্বারাধ্যক্ষ বি. দ্বাররক্ষী, দারোয়ান। দ্বারিক বি. দাররক্ষী, দারোয়ান। 16)
দ্বারবান
(p. 426) dbārabāna বি. দারোয়ান, দ্বারী। [তু. সং. দ্বার; ফা. দর্ওয়ান্]। 18)
পরওয়ানা, পরোয়ানা
(p. 488) parōẏānā, parōẏānā বি. 1 লিখিত আদেশ; 2 আদেশপত্র। [ফা. পর্বানা]। 103)
পিণ্ডি2, পিণ্ডিকা, পিণ্ডী
(p. 521) piṇḍi2, piṇḍikā, piṇḍī বি. 1 বেদি; 2 চক্রের কেন্দ্রস্থল; 3 রোয়াক; 4 পায়ের গুলি। [সং. √ পিণ্ড্ + ই, + কা, + ঈ]। 2)
বাঁট1
(p. 591) bān̐ṭa1 বি. ছুরি তরোয়াল প্রভৃতির হাতল। [প্রাকৃ. বণ্ট]। 11)
বারো-য়ারি, (বিরল) বারো-ইয়ারি
(p. 602) bārō-ẏāri, (birala) bārō-iẏāri বি. বিণ. সমস্ত পল্লিবাসীর সমবেতভাবে কৃত উত্সব বা অনুষ্ঠান (বারোয়ারি পূজা)। [সং. বার (=সমূহ, জনসাধারণ)+ ফা. ওয়ারী]। 43)
বারোয়াঁ, বারোঁয়া
(p. 602) bārōẏā, m̐bārōm̐ẏā বি. সংগীতের রাগিণীবিশেষ। [হি. বর্ওয়া]। 42)
ভোজ-পুরি
(p. 670) bhōja-puri বিণ. 1 ভোজপুরে তৈরী বা উত্পন্ন; 2 ভোজপুর দেশের (ভোজপুরি দারোয়ান)। বি. ভোজপুরের অধিবাসী। [ভোজপুর + বাং. ই]। 77)
মুষ্টি
(p. 712) muṣṭi বি. 1 মুঠি বা মুঠি দিয়ে আঘাত (মুষ্টিপ্রহার); 2 হাতল (তরোয়ালের মুষ্টি)। বিণ. মুষ্টিপরিমিত, মুঠোভরা (মুষ্টিভিক্ষা)। [সং. মুষ + তি]। ̃ .বদ্ধ বিণ. আঙ্গুল মুড়ে বা মুঠো করে রাখা হয়েছে এমন। ̃ .ভিক্ষা বি. এক-মুঠো পরিমাণ (সচ. চাল) ভিক্ষা। ̃ .মেয় বিণ. 1 মুষ্টি-পরিমাণ; 2 অল্প-পরিমাণ; 3 অল্পসংখ্যক (মুষ্টিমেয় লোক)। তু. অঙ্গুলিমেয়। ̃ .যুদ্ধ বি. ঘুসোঘুসি লড়াই, boxing. ̃ .যোগ বি. টোটকা ওষুধ। ̃ .যোদ্ধা (-দ্ধৃ) বি. মুষ্টিযুদ্ধে পারদর্শী ব্যক্তি বা মুষ্টি যুদ্ধ করে এমন ব্যক্তি, boxer. মুষ্ট্যাঘাত বি. মুষ্টির আঘাত, কিল বা ঘুসি। 45)
মেস
(p. 717) mēsa বি. 1 বিভিন্ন লোক যে-ভাড়াবাড়িতে একত্র বাস করে ও আহারাদি করে; 2 আহার ও বাসের বারোয়ারি স্হান। [ইং. mess]। 16)
শাণিত
(p. 773) śāṇita বিণ. 1 তীক্ষ্ণীকৃত, তীক্ষ্ণ করা হয়েছে এমন (শাণিত তরোয়াল); 2 ধারালো, তীক্ষ্ণ (শাণিত ব্যঙ্গ)। [সং. শাণ + ইত]। 51)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140437
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730664
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942853
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us