Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জেন্দ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জেন্দ এর বাংলা অর্থ হলো -

(p. 327) jēnda বি. প্রাচীন পারস্যের ভাষা, Zend; জোরোয়াস্টারকৃত ধর্মশাস্ত্র 'আবেস্তা'ভাষা।
[ফা. জেন্দ্]।
74)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জনয়িতা
(p. 312) janaẏitā (-তৃ) বি. জন্মদাতা, জনক, পিতা। [সং. √ জন্ + ণিচ্ + তৃ]। জনয়িত্রী বি. (স্ত্রী., ) জন্মদাত্রী, জননী, মাতা। 51)
জগদীশ, জগদীশ্বর
(p. 311) jagadīśa, jagadīśbara বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]। 27)
জুস1
(p. 327) jusa1 বি. রস, নির্যাস (আপেলের জুস)। [ইং. juice]। 56)
জ্যোতি
(p. 331) jyōti (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র - জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতিসঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল। 58)
জমানত
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জুড়া2, জোড়া
(p. 327) juḍ়ā2, jōḍ়ā ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় সং. √ যোজি]। ̃ নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]। 31)
জাউ
(p. 312) jāu বি. 1 মণ্ড; খুদ বা চাল বা খুব নরম করে সিদ্ধ করে প্রস্তুত খাবার; 2 মাড়; 3 ফেনভাত। [সং. যবাগূ]। 191)
জনমজুর, জনমত, জনমানব
(p. 312) janamajura, janamata, janamānaba দ্র জন। 50)
জবা
(p. 312) jabā বি. (সচ.) লাল রঙের পাঁচটি পাপড়িযুক্ত গন্ধহীন ফুলবিশেষ। [সং. জপা প্রাকৃ. জবা]। 93)
জপিত
(p. 312) japita বিণ. জপ করা হয়েছে এমন (জপিত নাম)। [সং. √ জপ্ + ত]। 88)
জিন2
(p. 325) jina2 বি. দৈত্য, দানো। [আ. জীন্]। 13)
জিনিস
জড়া
(p. 312) jaḍ়ā ক্রি. জড়ানো। বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]। 27)
জেনারেল
(p. 327) jēnārēla বি. সেনাপতি। [ইং. general]। 71)
জ্বলানো
(p. 331) jbalānō ক্রি. বি. (আঞ্চ.) 1 প্রজ্বলিত করা; 2 অগ্নি সংযোগ করা; 3 পোড়ানো; 4 উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]। 31)
জুয়েলার
জঙ্গম
(p. 312) jaṅgama বিণ. 1 গতিশীল; অস্হাবর; 2 প্রাণবিশিষ্ট। [সং. √ গম্ + যঙ্লুক্+ অ]। 10)
জ্যামিতি
(p. 331) jyāmiti বি. রেখা ক্ষেত্র ঘন প্রভৃতিসম্বন্ধীয় গণিত, geometry. [সং. জ্যা (=পৃথিবী) + মিতি (পরিমাণ)]। ̃ ক বিণ. জ্যামিতিশাস্ত্রসম্বন্ধীয়। 52)
জত্রু
(p. 312) jatru বি. কণ্ঠের দুই পাশের হাড়, কণ্ঠাস্হি, collar-bone. [সং. √ জন্ + রু]। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186152
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027596
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901312
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848276
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708730
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620543

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us