Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভোজ-পুরি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভোজ-পুরি এর বাংলা অর্থ হলো -

(p. 670) bhōja-puri বিণ. 1 ভোজপুরে তৈরী বা উত্পন্ন; 2 ভোজপুর দেশের (ভোজপুরি দারোয়ান)।
বি. ভোজপুরের অধিবাসী।
[ভোজপুর + বাং. ই]।
77)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভর্তব্য
(p. 658) bhartabya দ্র ভরণ। 34)
ভুশণ্ডি
(p. 668) bhuśaṇḍi দ্র ভূশণ্ডি। 18)
ভৌ, ভৌ ভৌ
(p. 670) bhau, bhau bhau বি. অব্য. কুকুরে ডাক। [ধ্বন্যা.]। 95)
ভনা
(p. 655) bhanā ক্রি. (কাব্য) বলা (কাশীরাম দাস ভনে)। [সং. √ ভণ্ + বাং. আ]। 51)
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়িঅন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভরত2
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবীভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হবিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভূম
(p. 668) bhūma বি. (কাব্যে) ভূমি ('শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে': রবীন্দ্র)। [ সং. ভূমি]। 32)
ভেটকি
ভালো-মানুষ
(p. 664) bhālō-mānuṣa বি. 1 সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?); 2 গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)। [বাং. ভালো + মানুষ]। ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা। ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা। 25)
ভ্যাদা
(p. 670) bhyādā বি. ন্যাদস মাছ। [দেশি]। 105)
ভারোত্তোলন
ভয়দ
(p. 655) bhaẏada বিণ. ভীতিজনক, ভয়ংকর। [সং. ভয় + √ দা + অ]। 71)
ভরসা
(p. 658) bharasā বি. 1 আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); 2 অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); 3 আশ্বাস ('কূলে একা বসে আছি নাহি ভরসা': রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]। 28)
ভাগফল, ভাগবাটোয়ারা, ভাগশেষ, ভাগহর
(p. 660) bhāgaphala, bhāgabāṭōẏārā, bhāgaśēṣa, bhāgahara দ্র ভাগ2। 11)
ভাঙা-ভাঙা
(p. 661) bhāṅā-bhāṅā দ্র ভাঙা। 6)
ভৃত
(p. 670) bhṛta বিণ. 1 পালিত (পরভৃত); 2 পূর্ণ। [সং. √ ভৃ + ত]। ̃ ক বিণ. বেতনগ্রহণকারী। বি. বেতন। ভৃতি বি. 1 বেতন; 2 পালন, ভরণপোষণ; 3 পূরণ। ভৃতি-ভুক (-ভুজ্) বিণ. বেতনগ্রহণকারী, বেতনভোগী। 10)
ভাপ
(p. 661) bhāpa বি. 1 গরম বাষ্প (ফুটন্ত জলের ভাপ লেগেছে); 2 তাপ, উত্তাপ (রোদের ভাপ); 3 গরম সেক (চোখে ভাপ দাও); 4 (আল.) মনের আবেগ, হৃদয়াবেগ। [ সং. বাষ্প]। 50)
ভাড়া
ভট ভট
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577881
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185659
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785748
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026903
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708617
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us