Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শালিকা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঋদ্ধ
(p. 141) ṛddha বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী ('ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্': বুদ্ধ)। [সং. √ ঋধ্ + ত]। ঋদ্ধি বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য। ঋদ্ধি-মান বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত। 15)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
ক্ষমতা
(p. 217) kṣamatā বি. 1 শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা); 2 যোগ্যতা; 3 পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য; 4 প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)। [সং. ক্ষম + তা]। ̃ চ্যুত বিণ. ক্ষমতা চলে গেছে এমন। ̃ বান (-বান্) বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে। স্ত্রী. ̃ বতী। ̃ শালী (-লিন্) বিণ. ক্ষমতা আছে এমন। স্ত্রী. ̃ শালিনী। ̃ সীন বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন। 21)
গাং, গাঙ
(p. 245) gā, ṅgāṅa বি. বড় নদী। [সং. গঙ্গা]। ̃ চিল বি. নদীর উপর উড়ে বেড়ায় এমন চিলবিশেষ। ̃ দাড়া বি. বকঠুঁটো মাছ। ̃ শালিক বি. নদীর তীরে বিচরণকারী ও বসবাসকারী শালিকবিশেষ, bank myna. 12)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
দৌলত
(p. 426) daulata বি. 1 সম্পদ, ঐশ্বর্য (ধনদৌলত); 2 সাহায্য, অনুগ্রহ, প্রভাব (শ্বশুরের দৌলতে)। [আ. দওলত্]। ̃ খানা বি. ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ। ̃ দার বিণ. ঐশ্বর্যশালী। ̃ দারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা। 7)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
পরা-ক্রম
(p. 495) parā-krama বি. বল, বিক্রম, বীরত্ব, দাপট [সং. পরা2 + √ক্রম্ + অ]। ̃ শালী (-লিন্) বিণ. বলশালী, তেজী, বীরত্বপূর্ণ (পরাক্রমশালী রাজা) বি. ̃ শালিতা। 14)
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বীর্য
(p. 630) bīrya বি. 1 বীরত্ব, শৌর্য; 2 তেজ, পরাক্রম; 3 শুক্র, রেতঃ (বীর্যপাত)। [সং. বীর + য]। ̃ বত্তা বি. বীরত্ব। ̃ বন্ত বিণ. বীর্যবান। [সং. বীর্য + বাং. বন্ত]। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। 81)
রাম
(p. 743) rāma বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। 7)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শারি, শারিকা
(p. 773) śāri, śārikā বি. 1 স্ত্রী-শালিক; 2 (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); 3 পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]। 90)
শালি2
(p. 776) śāli2 বি. হৈমন্তিক ধান (শালিধানের চিঁড়ে)। [সং. √ শাল্ + ই]। 12)
শালিক, (অপ্র.) শালিখ
(p. 776) śālika, (apra.) śālikha বি. ময়নাশ্রেণির সুপরিচিত পাখিবিশেষ। [ সং. শারিকা]। 13)
শালিধান
(p. 776) śālidhāna দ্র শালি2। 14)
শালিনী
(p. 776) śālinī দ্র শালী। 15)
শালী
(p. 776) śālī (-লিন্) বিণ. যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন (অর্থশালী, সম্পদশালী)। [সং. √ শাল্ + ইন্]। স্ত্রী. শালিনী (গৌরবশালিনী)। 17)
শৌর্য
(p. 786) śaurya বি. 1 বীরত্ব, বীর্য; 2 শক্তি ও সাহস। [সং. শূর + য]। ̃ শালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; শৌর্যযুক্ত। ̃ শালিনী। বি. ̃ শালিতা। 22)
সু
(p. 834) su অব্য. শুভ সুন্দর মধুর উত্কৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। বিণ. ভালো (সুমতি, সুরুপা)। বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কুর দ্বন্দ্ব)। [সং.]। ̃ কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ̃ কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ̃ কবি বি. উত্কৃষ্ট কবি। ̃ কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ̃ কর্ম বি. 1 সত্কাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ̃ কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ̃ কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ̃ কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ̃ কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ̃ কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। বি. নবমল্লিকা। ̃ কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সত্কর্মের অনুষ্ঠাতা। বি. সুকৃতি। ̃ কৃত্ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সত্কর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ̃ কৃতি বি. 1 সত্কর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ̃ কৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ। ̃ কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ̃ কেশা, (বাং.) &tilde কেশিনী। ˜ কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ̃ কৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা। ̃ ক্রিয়া বি. সত্কর্ম, পুণ্য। ̃ খ্যাতি বি. প্রশংসা; যশ। ̃ গঠন বিণ. সুগঠিত। বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ̃ গঠনা। ̃ গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ̃ গত বিণ. সুন্দর গতিযুক্ত। বি. বুদ্ধদেব। ̃ গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ̃ গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধ-বহ বি. বায়ু। ̃ গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ̃ গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ̃ গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ̃ গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ̃ গম, ̃ গম্য বিণ. 1 (পথাদিসম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ̃ গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ̃ গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ̃ গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ̃ গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ̃ গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ̃ গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ̃ গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ̃ চন্দন বি. উত্কৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। বি. উত্তম চরিত্র; সত্ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ̃ চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ̃ চরিতাসু। ̃ চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ̃ চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ̃ চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ̃ চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ̃ চির বিণ. অতি দীর্ঘস্হায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। বি. সুদীর্ঘ কাল। ̃ চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ̃ ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। বি. সুন্দর ছাঁদ বা গঠন। ̃ জন বি. সত্ লোক; সজ্জন। ̃ জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ̃ জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়। স্ত্রী. ̃ জাতা। ̃ জেয় বিণ. সহজে জয়সাধ্য। ̃ ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ̃ ডোল, ̃ ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ̃ তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ̃ তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ̃ তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ̃ তার বিণ. সুস্বাদু। বি. উত্তম স্বাদ। ̃ তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ̃ তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ̃ তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ̃ দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ̃ দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ̃ দক্ষিণা। ̃ দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ̃ দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। বি. সুন্দর দাঁত। ̃ দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। বি. বিষ্ণুর চক্র। ̃ দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ̃ দুশ্চর বিণ. অতি দুর্গম। ̃ দূর, ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ̃ দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ̃ দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ̃ দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ̃ দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ̃ দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ̃ ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ̃ নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ̃ নয়না, (বাং.) ̃ নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ̃ নয়ন। ̃ নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। বি. মৈনাক পর্বত। ̃ নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ̃ নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ̃ নিপুণা। ̃ নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্হা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ̃ নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ̃ নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্হিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ̃ নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। বিণ. (বাং.) সুনিশ্চিত। ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ̃ নীতি বি. উত্কৃষ্ট নীতি। বিণ. (বিরল) উত্কৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ̃ নীল বি. বিণ. চমত্কার বা গাঢ় নীল। ̃ নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ̃ পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ̃ পথ বি. উত্তম বা সত্ পথ। ̃ পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ̃ পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ̃ পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ̃ পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ̃ প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ̃ পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ̃ পাত্রী। ̃ পুত্র বি. গুণবান ছেলে। ̃ পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ̃ প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ̃ প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তানপ্রসবকারিণী। ̃ প্রতিষ্ঠ, ̃ প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত। ̃ প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ̃ প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ̃ প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ̃ প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ̃ প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ̃ প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ̃ প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ̃ প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ̃ প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ̃ প্রসিদ্ধা। ̃ প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ̃ প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ̃ প্রিয়া। ̃ ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ̃ ফল-দায়ক, ̃ ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ̃ ফলা উত্তম ফলপ্রসবিনী। বি. কলা। ̃ বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ̃ বদনা, (বাং.) ̃ বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ̃ বদন। ̃ বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্হা। ̃ বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ̃ বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ̃ বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ̃ বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। বি. তেমন ব্যক্তি বা বিচারক। ̃ বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ̃ বিধান, ̃ বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ বিনয় বি. যথোচিত বিনয়। ̃ বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ̃ বিনীতা। ̃ বিন্যস্ত বিণ. যথাস্হানে সুন্দরভাবে স্হাপিত বা সজ্জিত। ̃ বিন্যাস বি. যথাস্হানে সুন্দরভাবে স্হাপন করা বা সাজানো। ̃ বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ̃ বিপুলা। ̃ বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ̃ বিশাল বিণ. অতি বিশাল। ̃ বিস্তীর্ণ, ̃ বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ̃ বিহিত বিণ. সঠিক ব্যবস্হার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। বি. উত্তম ব্যবস্হা বা প্রতিকার। ̃ বুদ্ধি বি. সত্ বুদ্ধি, সুমতি। বিণ. সত্ বুদ্ধিযুক্ত। ̃ বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাত্, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ̃ বৃহত্ বিণ. অতি বৃহত্, মস্ত বড়ো, প্রকাণ্ড। ̃ বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ̃ বেশা। ̃ বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গোবেচারা। বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ̃ বোধ্য বিণ. সহজে বোধগম্য। ̃ ব্যবস্হা বি. উত্কৃষ্ট ব্যবস্হা। ̃ ব্যবস্হিত বিণ. উত্কৃষ্ট ব্যবস্হাযুক্ত। ̃ ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ̃ ব্রতা। ̃ ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ̃ ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সত্ ব্রাহ্মণ। ̃ ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ̃ ভগা - সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ̃ ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ̃ ভদ্র। ̃ ভাষ বি. সুবচন। ̃ ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ̃ ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ ভিক্ষ বিণ. (স্হানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাত্ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ̃ মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ̃ মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ̃ মধুর বিণ. অতি মধুর। ̃ মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ̃ মন বি. ফুল। ̃ মনা বিণ. জ্ঞানবান; মহত্, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ̃ মন্ত্রণা বি. উত্তম বা সত্পরামর্শ। ̃ মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ̃ মহত্, ̃ মহান বিণ. অতি মহত্। স্ত্রী. ̃ মহতী। ̃ মিষ্ট বিণ. অতিমিষ্ট। ̃ মেধা (-ধস্) বিণ. উত্কৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ̃ যুক্তি বি. উত্তম পরামর্শ। ̃ যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ̃ যোগ্যা। ̃ রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ̃ রক্ষিতা। ̃ রঙ্গী বিণ. চমত্কার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ̃ রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ̃ রঞ্জিতা। ̃ রব বি. মধুর ধ্বনি। ̃ রম্য বিণ. অতি রমণীয়। ̃ রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। বি. মিষ্টি রস বা স্বাদ। ̃ রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ̃ রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ̃ রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ̃ রসিকা। ̃ রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। বিণ. সুরুচুসম্পন্ন। ̃ রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ̃ রূপা। ̃ লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ̃ লক্ষণা। ̃ লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ̃ লোচন। ̃ লোহিত বিণ. গাঢ় লাল। ̃ শাসক বিণ. বি. সুশাসনকারী। ̃ শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ̃ শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ̃ শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ̃ শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ̃ শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ̃ শিক্ষিতা। ̃ শীতল বিণ. অতিশয় শীতল; যেরকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ̃ শীল বিণ. সত্স্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ̃ শীলা। ̃ শৃঙ্খল বিণ. সুব্যবস্হাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ̃ শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্হা বা নিয়ম। ̃ শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ̃ শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ̃ শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ̃ শোভিতা। ̃ শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ̃ শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ̃ সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ̃ সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ̃ সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ̃ সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ̃ সংবৃতা। ̃ সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ̃ সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ̃ সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ̃ সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ̃ সজ্জিতা। ̃ সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ̃ সভ্যা। ̃ সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ̃ সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ̃ সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ̃ সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ̃ সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ̃ সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ̃ সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ̃ সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ̃ স্হিত বিণ. 1 সুস্হ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্হিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্হা সুস্হিত নয়)। ̃ স্হির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্হ; 3 স্হিরীভূত (সুস্হির পরিবেশ)। ̃ স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ̃ স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ̃ স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ̃ স্মিতা। ̃ স্বন বি. মধুর ধ্বনি। ̃ স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ̃ স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ̃ স্বাদ বি. উত্তম স্বাদ। বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ̃ স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ̃ হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ̃ হাসিনী। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535174
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943151
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us