Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বল৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বল৩ এর বাংলা অর্থ হলো -

(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)।
[সং. √ বল্ + অ]।
কর,কারক
বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।
গর্বিত,দৃপ্ত
বিণ. শক্তিমত্ত।
দ বিণ. বলকারক।
পূর্বক
ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)।
প্রয়োগ
বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)।
বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)।
বত্তা
বি. শক্তিশালিতা, শক্তিমত্তা।
বন্ত
বিণ. 1 বলবান; 2 বলবত্।
[সং. বল + বাং. বন্ত]।
বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান।
স্ত্রী.বতী।
বর্ধক
বিণ. শক্তিবৃদ্ধিকারী।
বর্ধন
বি. শক্তির বৃদ্ধি।
বিণ. শক্তিবৃদ্ধিকারী।
বিদ্যা
বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics.বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা।
ভরসা
বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)।
শালী
(-লিন্) বিণ. শক্তিমান, বলবান।
স্ত্রী.শালিনী।
বি.শালিতা।
হীন বিণ. দুর্বল।
বি.হীনতা।
153)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিক্রমাব্দ
বট
(p. 575) baṭa বি. সুবৃহত্দীর্ঘজীবী গাছবিশেষ, ন্যগ্রোধ। [সং. √ বট্ + অ]। 7)
ব্যাদত্ত
(p. 651) byādatta দ্র ব্যাদান। 3)
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
বিভিন্ন
বরখান্তি
বরন
(p. 580) barana বি. বর্ণ -র কোমল ও আঞ্চ রূপ। 47)
বার৭
(p. 600) bāra7 বি. নিবারণ, বারণ, নিষেধ। [সং. √ বৃ + ণিচ্ + ক্বিপ্]। 50)
বাই-নো-কুলার
(p. 590) bāi-nō-kulāra বি. দুই চোখে লাগিয়ে দেখার দূরবিনবিশেষ। [ইং. binocular]। 13)
বাঁশরি
(p. 591) bām̐śari বি. (প্রধানত কাব্যে) বাঁশি ('বাঁশরি বাজাতে চাহি': রবীন্দ্র)। [বাং. বাঁশ + র + ই]। 30)
বৈরস্য
(p. 644) bairasya বি. 1 বিরসতা, বিরসভাব; 2 অনিচ্ছা, অনাসক্তি। [সং. বিরস + য]। 61)
বল্য
(p. 580) balya বিণ. বলকারক, যাতে শক্তি হয়। [সং. বল3 + য]। 194)
বাহ্য1
(p. 605) bāhya1 বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]। 56)
বুলে-টিন
বিদার
বিহারা
(p. 630) bihārā ক্রি. (কাব্যে) বিহার করা, ভ্রমণ করা ('বিশ্বসাথে যোগে যেথায় বিহারো': রবীন্দ্র)। [সং. বি + √ হৃ + বাং. আ]। 46)
বগয়রহ, গয়রহ
বেবন্দেজ
বারি1, বারী
(p. 602) bāri1, bārī বি. 1 হাতি বাঁধার দড়ি বা স্হান ('বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি': মধু); 2 জলপাত্র, কলসি। [সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]। 28)
বৈতাল1, বৈতালিক1
(p. 644) baitāla1, baitālika1 বি. 1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক ('বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী': সু. দ.); 2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান। [সং. বি + তাল + অ, ইক]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069575
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767092
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364230
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720380
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593960
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543096
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541915

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন