Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রদ্ধা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাদর
(p. 24) anādara বি. 1 আদরযত্ন শ্রদ্ধা বা মনোযোগের অভাব; 2 উপেক্ষা; 3 অপমান, অসম্মান। [সং. ন + আদর]। ̃ ণীয় বিণ. অনাদরের যোগ্য। অনাদৃত বিণ. অবহেলিত, উপেক্ষিত; অসম্মানিত। 17)
অভক্তি
(p. 50) abhakti বি. 1 ভক্তির অভাব, ভক্তিহীনতা; অশ্রদ্ধা; 2 ঘৃণা (অভক্তি নিয়ে খাওয়া)। [সং. ন + ভক্তি] অভক্ত বিণ. 1 ভক্ত বা অনুরাগী নয় এমন; 2 ভক্তিহীন, শ্রদ্ধাহীন; 3 বিভক্ত নয় এমন; 4 খাওয়া হয়নি এমন, অভুক্ত। 46)
অভি-বাদন
(p. 50) abhi-bādana বি. শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, নমস্কার জ্ঞাপন, বন্দনা। [সং. অভি + √ বদ্ + ণিচ্ + অন]। অভি-বাদক বিণ. বি. অভিবাদনকারী, নমস্কার করে বা সম্মান প্রদর্শন করে এমন (লোক)। স্ত্রী. অভি-বাদিকা। অভি-বাদ্য বিণ. অভিবাদনের উপযুক্ত, অভিবাদনের যোগ্য। 100)
অর্হ
(p. 62) arha বিণ. যোগ্য (শ্রদ্ধার্হ, পূজার্হ); পূজ্য, পূজার যোগ্য। বি. মূল্য (মহার্হ)। [সং. √ অর্হ্ + অ]। ̃ ণ, ̃ ণা বি. পূজা; যোগ্যতা। ̃ ণীয় বিণ. পূজনীয়, পূজ্য। 32)
অশ্রদ্ধ
(p. 67) aśraddha দ্র অশ্রদ্ধা। 6)
অশ্রদ্ধা
(p. 67) aśraddhā বি. 1 অভক্তি (অশ্রদ্ধার দান); 2 অনুরাগ, প্রীতি বা প্রেমের অভাব; 3 অরুচি, ঘৃণা (আহারে অশ্রদ্ধা); অবজ্ঞা; অপ্রবৃত্তি; 4 অবিশ্বাস। [সং. ন + শ্রদ্ধা]। অশ্রদ্ধ বিণ. শ্রদ্ধাহীন; আস্হাহীন। অশ্রদ্ধেয় বিণ. 1 শ্রদ্ধার অযোগ্য; 2 অবিশ্বাস্য (একথা সম্পূর্ণ অশ্রদ্ধেয়)। 7)
আচার2
(p. 85) ācāra2 বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ̃ .নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ̃ .নিষ্ঠ। ̃ .বান, ̃ .বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ̃ .ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ। 9)
আত্মাদর
(p. 89) ātmādara বি. নিজের প্রতি শ্রদ্ধা, self-esteem. [সং. আত্মন্ + আদর]। 22)
আদর
(p. 89) ādara বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি। 54)
আস্পদ
(p. 111) āspada বি. আধার, পাত্র (প্রেমাস্পদ, শ্রদ্ধাস্পদ)। [সং. আ + (স্) + √ পদ্ + অ]। 5)
আস্হা
(p. 110) āshā বি. 1 ভরসা (তার উপর আস্হা রেখো); 2 শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি (ধর্মে আস্হা); 3 বিশ্বাস (হোমিয়োপ্যাথিতে আস্হা নেই)। [সং. আ + √ স্হা + অ]। ̃ বান (-বত্), ̃ শীল বিণ. আস্হা আছে এমন। ̃ হীন বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।
ক্ষুণ্ণ
(p. 217) kṣuṇṇa বিণ. 1 দুঃখিত, ব্যথিত, ক্ষুব্ধ (ক্ষুণ্ণ মনে); 2 খর্ব (অধিকার ক্ষুণ্ণ করা, বিশ্বাস বা শ্রদ্ধা ক্ষুণ্ণ করা) ; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (অগ্রগতি অক্ষুণ্ণ রইল); 4 (বিরল), চূর্ণীকৃত। [সং. √ ক্ষুদ্ + (চূর্ণ করা) + ত]। 43)
ঘৃণা
(p. 270) ghṛṇā বি. 1 (নোংরামির কারণে) বিরাগ; বিদ্বেষ; বিতৃষ্ণা; অবজ্ঞা ও অশ্রদ্ধা; 2 লজ্জাবোধ বা অপমানবোধ (গালাগালিতে তার ঘৃণা হয় না); 3 দয়া, করুণা। [সং. √ঘৃণ্ + অ + আ]। ̃ র্হ, ঘৃণ্য বিণ. ঘৃণার যোগ্য। ̃ স্পদ বিণ. ঘৃণার পাত্র। ঘৃণিত বিণ. 1 ঘৃণা করা হয়েছে এমন; 2 ঘৃণার বিষয়ীভূত; 3 কদর্য, গর্হিত (ঘৃণিত কাজ)। ঘৃণী (-ণিন্) বিণ. 1 ঘৃণাকারী; 2 দয়ালু। 24)
তামস
(p. 375) tāmasa বিণ. 1 ঘোর অন্ধকারময়; 2 তামসিক, তমোগুণের প্রভাবে অনুষ্ঠিত বা কৃত (তামস দান, তামস যজ্ঞ)। [সং. তমস্ + অ]। তামসী বিণ. তামস -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) অন্ধকার রজনী। তামস-যজ্ঞ বি. শ্রদ্ধাহীন ও অহংকারপূর্ণ মনে যে-যজ্ঞ করা হয়। 43)
নিষ্ঠা
(p. 475) niṣṭhā বি. 1 দৃঢ় আস্হা, ভক্তি বা মনোযোগ (কর্মে নিষ্ঠা); 2 ধর্মানুষ্ঠানে শ্রদ্ধা বা অনুরাগ (নিষ্ঠাবান ব্রাহ্মণ)। [সং. নি + √ স্হা + অ + আ]। ̃ বান, (বর্জি.) ̃ বান্ (-বত্) বিণ. নিষ্ঠা আছে এমন। নিষ্ঠিত বিণ. নিষ্ঠা আছে এমন, নিষ্ঠাবান। 18)
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
পূজা
(p. 529) pūjā বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ̃ পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। ̃ ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। ̃ রি বিণ. বি. পূজাকারী, উপাসক। বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ̃ রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ̃ র্হ বিণ. পূজার যোগ্য, পূজা। ̃ হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। 3)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বিদুর
(p. 614) bidura বি. ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ বিদ্ + উর]। বিদুরের খুদ বি. (আল.) (দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন বলে) দীনজনের শ্রদ্ধার সঙ্গে দেওয়া উপহার। 21)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বিশ্বাস
(p. 627) biśbāsa বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. ̃ ঘাতিকা, ̃ ঘাতিনী, ̃ হন্ত্রী। বি. ̃ ঘাতকতা। ̃ ভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। ̃ ভাজন বিণ. বিশ্বাসের পাত্র। ̃ যোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য। 25)
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
ভদন্ত
(p. 655) bhadanta বি. বৌদ্ধ সন্ন্যাসী সম্পর্কে প্রযোজ্য শ্রদ্ধাপূর্ণ বিশেষণ। বিণ. সম্মানিত; অভিজাত। [সং.]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534934
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730690
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us