Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ন্যায় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ন্যায় এর বাংলা অর্থ হলো -

(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)।
(বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)।
[সং. নি + √ ই + অ]।
কর্তা
(-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা।
ত,তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে।
নিষ্ঠ,পর,পরায়ণ,বান
(-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক।
নিষ্ঠা,পরতা,পরায়ণতা,বত্তা
বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা।
পথ,মার্গ
বি. সত্য বা ধর্মসংগত পথ।
বুদ্ধি
বি. বিচারবুদ্ধি; বিবেক।
শাস্ত্র
বি. তর্কশাস্ত্র।
সংগত,সম্মত
বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।
ন্যায়াধীশ বি. বিচারপতি।
ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত।
ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাজেহাল
নিচয়
(p. 460) nicaẏa বি. 1 সমূহ (গ্রন্হনিচয়, নক্ষত্রনিচয়); 2 বৃদ্ধি, উপচয়। [সং. নি + √ চি + অ]। 20)
নিরাপত্সু
(p. 467) nirāpatsu দ্র নিরাপদ। 25)
নালা
(p. 454) nālā বি. জলনিকাশের খাত, বড় নর্দমা, ড্রেন। [সং. নালক]। 81)
নিহিংসন
(p. 475) nihiṃsana বি. হত্যা, বধ (নির্বিচার নিহিংসন)। [সং. নি + √ হিন্স্ + অন]। 71)
নিস্পন্দ
নিষ্ঠেব, নিষ্ঠেবন
(p. 475) niṣṭhēba, niṣṭhēbana যথাক্রমে নিষ্ঠীবনিষ্ঠীবন -এর বিরল রূপ। 21)
নাজিম
নৃত্য
নাঙ, নাঙ্গ
(p. 452) nāṅa, nāṅga বি. উপপতি। [সং. নগ্ন নঙ্গ]। 37)
নীলোত্-পল
(p. 475) nīlōt-pala বি. নীল রঙের পদ্মফুল। [সং. নীল + উত্পল]। 105)
নিরন্ত
(p. 461) niranta বিণ. যার অন্ত নেই, অন্তহীন ('নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মুঢ় গর্জন': শ. ঘো.)। [সং. নির্ + অন্ত]। 133)
নড়ে-ভোলা
(p. 444) naḍ়ē-bhōlā বি. বিণ. হাবাগোবা বা বোকা লোক। [তু. নেলাভোলা]। 43)
নশ্বর
(p. 447) naśbara বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। ̃ তা বি. বিনাশশীলতা; অনিত্যতা। 91)
নজরানা
(p. 444) najarānā বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)। [আ. নজর্ + ফা. আনা]। 22)
নিরুত্তেজ
নয়ন1
(p. 447) naẏana1 বি. 1 নিয়ে যাওয়া (আনয়ন); 2 পাইয়ে দেওয়া; 3 যাপন, ক্ষেপণ (কালনয়ন)। [সং. √ নী + অন]। 53)
নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলাসুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
নিশিত
(p. 473) niśita বিণ. শাণিত, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629304
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242943
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860038
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129632
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922681
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860334
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724034
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661221

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us