Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংঘটন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আপতন
(p. 95) āpatana বি. 1 পতন, পড়ে যাওয়া; 2 সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident; 3 অবতরণ, নামা। [সং. আ + √ পত + অন]। আপতিক বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental. আপতিত বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ। 43)
আপাত
(p. 95) āpāta বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন। 60)
কুটনি
(p. 194) kuṭani বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা। 39)
ঘটক
(p. 265) ghaṭaka বি. 1 সংঘটনকর্তা, যে ঘটায়; 2 বিবাহের সম্বন্ধ স্হাপনকারী পুরুষ ; 3 ব্রাহ্মণদের পদবিবিশেষ। [সং. √ঘট্ + অক]। ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক। ঘটকালি বি. ঘটকের কাজ; বিবাহের সম্বন্ধ করা। 5)
ঘটন
(p. 265) ghaṭana বি. সংঘটন, ঘটা, হওয়া; 2 যোজন (অঘটন-ঘটন); 3 বিধির নির্বন্ধ। [সং. √ঘট্ + অন]। 8)
ঘটনীয়
(p. 265) ghaṭanīẏa বিণ. 1 সংঘটনযোগ্য; 2 ঘটবে এমন; 3 সম্ভাব্য। [সং. √ঘট্ + অনীয়]। 10)
ঘটা2
(p. 265) ghaṭā2 ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। 14)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
বল-শেভিক
(p. 580) bala-śēbhika বি. রুশ নেতা লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটনকারী দলবিশেষ বা ওই দলভুক্ত ব্যক্তি। বিণ. বলশেভিক দলসম্বন্ধীয় (বলশেভিক বিপ্লব)। [ইং. Bolshevik]। বল-শেভিজম বি. বলশেভিক দলের নীতি ও মত। 169)
বিধায়ক, বিধায়ী
(p. 616) bidhāẏaka, bidhāẏī (-য়িন্) বিণ. বি. 1 বিধানকর্তা, ব্যবস্থাপক; 2 সম্পাদনকারী, সংঘটনকারী ('জনগণঐক্যবিধায়ক; রবীন্দ্র); 3 বিধানসভার সদস্য, এম এল এ (স্থানীয় বিধায়কের উপস্থিতিতে চুক্তি সম্পাদিত হল)। [সং. বি + √ ধা + অক, ইন্]। স্ত্রী. বিধায়িকা, বিধায়িনী। 19)
যোজন
(p. 728) yōjana বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ̃ .গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন। 47)
সংগঠন
(p. 792) saṅgaṭhana বি. 1 সম্যকভাবে গঠন (চরিত্রসংগঠন); 2 বিভিন্ন অঙ্গের সংযোগসাধন (দলের সংগঠন); 3 সংঘবদ্ধ করা; 4 গড়ে তোলা; 5 সংঘ (এই সংগঠনটি নতুন নয়)। [তু. সং. সংঘটন]। সংগঠিত বিণ. সংগঠন করা হয়েছে এমন (সংগঠিত দল)। 41)
সংঘটক
(p. 792) saṅghaṭaka বিণ. বি. সংঘটনকারী; যোজক; ঘটনা যে ঘটায়। [সং. সম্ + ঘটক]। 52)
সংঘটন
(p. 792) saṅghaṭana বি. 1 যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); 2 ঘটানোর কাজ (মিলনসংঘটন); 3 ঘটনা। [সং. সম্ + ঘটন]। সংঘটিত বিণ. 1 ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; 2 যোজিত। 53)
সংঘট্ট
(p. 792) saṅghaṭṭa বি. 1 পরস্পর ঘর্ষণ, সংঘর্ষ; 2 সংঘটন, মেলন (লোকসংঘট্ট)। [সং. সম্ + √ ঘট্ট্ + অ]। 54)
সংবিধা
(p. 795) sambidhā বি. 1 রচনা; 2 সংঘটন; 3 ব্যবস্হা বা আয়োজন; 4 চুক্তি। [সং. সম্ + বি + √ ধা + অ]। 4)
সংবিধান
(p. 795) sambidhāna বি. 1 সংঘটন; 2 রচনা; 3 প্রণয়ন; 4 ব্যবস্হাপনা, আয়োজন; 5 উপচার, সেবাসামগ্রী; 6 নিয়মবিধি; 7 রাষ্ট্রসংগঠনের ও পরিচালনার নিয়মাবলি, শাসনতন্ত্র, constitution. [সং. সম্ + বিধান]। ̃ বহির্ভূত বিণ. সংবিধানে উল্লিখিত নয় এমন। ̃ বিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক। 5)
সঙঘটন, সঙঘট্ট, সঙঘর্ষ, সঙঘাত, সঙঘারাম, সঙঘৃষ্ট
(p. 796) saṅaghaṭana, saṅaghaṭṭa, saṅagharṣa, saṅaghāta, saṅaghārāma, saṅaghṛṣṭa যথাক্রমে সংঘটন, সংঘট্ট, সংঘর্ষ, সংঘাত, সংঘারাম ও সংঘৃষ্ট -র বানানভেদ। 96)
সন্ধান
(p. 805) sandhāna বি. 1 অন্বেষণ (সত্যসন্ধান, সন্ধান থেকে বিরত); 2 খোঁজ (চোরের সন্ধান, পথের সন্ধান); 3 ঠিকানা, পাত্তা (লোকটির সন্ধান জানা নেই); 4 গোপন তথ্য, রহস্য (সৃষ্টির সন্ধান); 5 গোপন প্রবেশপথ ('সন্ধান লব বুঝিয়া': রবীন্দ্র); 6 (ধনুকাদিতে শর) যোজনা (শরসন্ধান); 7 (মদ্যাদি) গাঁজানোর কাজ, fermen tation; 8 সন্ধি, মিলন, বন্ধন; 9 মিশ্রণ; 1 সংঘটন। [সং. সম্ + √ ধা + অন]। সন্ধানী (-নিন্), সন্ধায়ী (য়িন্) বিণ. সন্ধানকারী; গোপন তথ্য জানতে পটু বা উত্সুক (সন্ধানী দৃষ্টি বা মন); খোঁজ-খবর রাখে এমন। 10)
সমা-পতন
(p. 808) samā-patana বি. আকস্মিকভাবে একাধিক ঘটনার যুগপত্ সংঘটন, coincidence. [সং. সম্ + আ + √ পত্ + অন]। 99)
হওন
(p. 858) hōna বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883655
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us