Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংঘটক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সংঘটক এর বাংলা অর্থ হলো -

(p. 792) saṅghaṭaka বিণ. বি. সংঘটনকারী; যোজক; ঘটনা যে ঘটায়।
[সং. সম্ + ঘটক]।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সন্ধি
(p. 805) sandhi বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য ('নারীর মায়ার সন্ধি': কৃত্তি); 8 কৌশল ('কহিয়া দিব যত আছে সন্ধি' : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 1 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। ̃ কাল, ̃ ক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। ̃ পত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty. ̃ পূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা। ̃ বদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ। ̃ বাত বি. গেঁটে বাত। ̃ বিগ্রহ বি. রাজনৈতিক সন্ধিযুদ্ধ। ̃ ভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। 12)
স্বকীয়
(p. 849) sbakīẏa বিণ. নিজের, স্বীয় (স্বকীয় বিশিষ্টতা)। [সং. স্ব + (ক-আগম) + ঈয়]। বি. ̃ তা। 57)
সংসদ
সহসা
(p. 820) sahasā অব্য. ক্রি-বিণ. হঠাত্, অকস্মাত্ (সহসা আক্রান্ত)। [সং. সহ + √ সো + আ]। 44)
সংরক্ত
(p. 795) saṃrakta বিণ. 1 অনুরাগরঞ্জিত; 2 কামার্ত ('সমাপ্ত সংরক্ত রাত্রি': সু. দ.)। [সং. সম্ + √ রন্জ্ + ত]। বি. সংরোগ। 23)
সর-পরদা, সর-ফরদা
(p. 817) sara-paradā, sara-pharadā বি. সংগীতের রাগবিশেষ। [তু. ফা. সরপর্দা]। 22)
সবিশেষ
সরো-বর
(p. 818) sarō-bara বি. 1 বড়ো পুকুর, দিঘি; 2 হ্রদ; 3 (সং.) পদ্মাদিযুক্ত পুষ্করিণী। [সং. সরস্ + বর]। 19)
সাধ্য
(p. 823) sādhya বিণ. 1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা); 2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য); 3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য); 5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ); 6 প্রতিপাদ্য; 7 যা প্রমাণ করতে হয়। বি. 1 সাধনার বস্তু ('প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়': চৈ. চ.); 2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়; 3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?); 4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)। [সং. সাধ্ + য]। ̃ তা বি. সাধনযোগ্যতা। ̃ পক্ষে, ̃ মতো, সাধ্যানুযায়ী, সাধ্যানু-রূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে। ̃ বহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন। ̃ সাধনা বি. সাধাসাধি। 83)
সারল্য
(p. 830) sāralya বি. সরলতা (শিশুর সারল্য)। [সং. সরল + য]। 17)
সমাচ্ছন্ন
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সিদ্ধান্ন
(p. 833) siddhānna বি. 1 ভাত; 2 সিদ্ধ চাল। [সং. সিদ্ধ + অন্ন]। 26)
সংশ্রয়
(p. 796) saṃśraẏa বি. 1 আশ্রয়; 2 অবলম্বন, সহায়। [সং. সম্ + √ শ্রি + অ]। সংশ্রিত বিণ. আশ্রিত। 14)
সপুষ্পক
(p. 806) sapuṣpaka বিণ. পুষ্প আছে এমন, পুষ্পের সঙ্গে বর্তমান (সপুষ্পক উদ্ভিদ)। [সং. সহ + পুষ্প + ক]। 30)
সিংহ, (কথ্য) সিংগি, সিঙ্গি
সবিস্তার, (বিরল) সবিস্তর
সরিত্
(p. 818) sarit বি. (স্ত্রী.) নদী। [সং. √ সৃ + ইত্]। 10)
সাট1
(p. 823) sāṭa1 বি. সড়, গোপন পরামর্শ বা যোগাযোগ (দুজনের মধ্যে সাট আছে)। [দেশি]। 44)
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2426763
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2037376
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1612674
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 838644
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 812668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 802721
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 669844
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 587869

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us