Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সঞ্চিতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-শয়
(p. 31) anu-śaẏa বি. পূর্বে সঞ্জাত বিদ্বেষ, পূর্ববিদ্বেষ, সঞ্চিত বিদ্বেষ; অনুতাপ, অনুশোচনা। [সং. অনু + √ শী + অ]। অনু-শয়িত বিণ. অনুতপ্ত। 19)
অরক্ষিত
(p. 60) arakṣita বিণ. 1 রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); 2 পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); 3 অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]। 26)
আক্রোশ
(p. 82) ākrōśa বি. বিদ্বেষ, ক্রোধ, গায়ের ঝাল (দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ)। [সং. আ + √ ক্রুশ্ + অ]। 11)
আতর2
(p. 85) ātara2 বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি ('আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে': কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]। 118)
আহৃত
(p. 111) āhṛta বিণ. 1 আহরণ করা হয়েছে এমন; 2 সংগৃহীত, সংকলিত; 3 সঞ্চিত; 4 আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]। 30)
উপ-চিত
(p. 131) upa-cita বিণ. 1 সংগৃহীত; সঞ্চিত; 2 পরিপুষ্ট; বর্ধিত; 3 সমৃদ্ধ। [সং উপ + √ চি + ত]। উপ-চিতি বি. সংগ্রহ; সঞ্চয়; পুষ্টি; সমৃদ্ধি; মূল্যবৃদ্ধি; (প্রাণি.) দেহস্হ টিশু বা কলার পুষ্টি বা পোষণ, anabolism (বি. প.)। 23)
উপ-চীয়-মান
(p. 131) upa-cīẏa-māna বিণ. উপচিত হচ্ছে এমন; বর্ধিত সঞ্চিত বা পুষ্ট হচ্ছে এমন। [সং. উপ + √ চি + মান (শানচ্)]। 24)
গাঁজা2
(p. 246) gān̐jā2 ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √গাঁজ + আ]। ̃ নো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো। বি. বিণ. উক্ত অর্থে। 5)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
চিত৩
(p. 288) cita3 বিণ. 1 চয়ন করা হয়েছে এমন; 2 সঞ্চিত; 3 রচিত। [সং. √চি + ত]। উচ্চা. চিতো। 28)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
জমা1
(p. 312) jamā1 ক্রি. 1 সঞ্চিত বা সংগৃহীত হওয়া (টাকা জমছে); 2 স্তূপীকৃত হওয়া (ময়লা জমে); 3 বুদ্ধি পাওয়া (পসার জমছে না, মেঘ জমছে); 4 জমাট বাঁধা, ঘন বা কঠিন হওয়া (বরফ জমছে); 5 সমবেত বা একত্র হওয়া (লোক জমছে); 6 উপভোগ্য হওয়া, সরগরম হওয়া (গানটা বেশ জমেছে, আসর জমেছে); 7 অসাড় বা ঠাণ্ডা হওয়া (হাত-পা জমে যাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র]। 104)
জাত1
(p. 321) jāta1 বিণ. সঞ্চিত, সংগৃহীত, রক্ষিত (গুদামজাত করে রাখা)। [আ. যাদ]। 6)
তহবিল, (কথ্য) তবিল
(p. 372) tahabila, (kathya) tabila বি. 1 সঞ্চিত বা মজুত টাকাকড়ি, নগদ জমা; 2 ভাণ্ডার, কোষ (এখন আমার তহবিল শূন্য)। [আ. তহ্বীল]। ̃ দার বি. কোষাধ্যক্ষ, খাজাঞ্চি। ̃ দারি বি. তহবিলদারের কাজ ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। 15)
থাকা
(p. 392) thākā ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়ি এ যাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। বি. উক্ত সমস্ত অর্থে। অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)। 26)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
পিত্ত,
(p. 521) pitta, (কথ্য) পিত্তি বি. 1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ; 2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-'তেলতামাকে পিত্তিনাশ'); 3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃ কোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে। ̃ ঘ্ন, ̃ নাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী। ̃ জ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর। ̃ বিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ। ̃ রক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ। ̃ পিত্তাতি-সার বি. পিত্তের দোষজনিত উদরাময়। পিত্তাশয় - পিত্তকোষ -এর অনুরূপ। 8)
পুঁজি
(p. 523) pun̐ji বি. 1 সঞ্চিত ধন, যে অর্থ নিয়ে ব্যাবসা আরম্ভ হয়, মূলধন; 2 সম্বল (সততাকে পুঁজি করে কাজে প্রবৃত্ত হল)। [সং. পুঞ্জ]। ̃ পতি বি. প্রচুর পুঁজির মালিক। ̃ পাটা বি. সঞ্চিতধনসম্পত্তি; সঞ্চিত টাকাপয়সা ও অন্যান্য সম্পদ; স্হাবর ও অস্হাবর সম্পত্তি। ̃ বাদ বি. যে আর্থনীতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ বা পুঁজি উত্পাদনে ব্যবহৃত হয়; যে ব্যবস্হায় পুঁজিপতি উত্পাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এবং পুঁজির মালিকের ব্যক্তিগত মুনাফা স্বীকৃত হয়, ধনতন্ত্রবাদ, capitalism. ̃ বাদী (-দিন্) বিণ. পুঁজিবাদসম্বন্ধীয় (পুঁজিবাদী অর্থব্যবস্হা)। বি. পুঁজিবাদের অংশীদার বা সমর্থক। 22)
পুঞ্জ
(p. 523) puñja বি. 1 স্তূপ, রাশি (মেঘপুঞ্জ); 2 সমূহ। [সং. পুম্স্ + √ জি + অ]। ̃ মেঘ বি. স্তূপে স্তূপে বা পুঞ্জ পুঞ্জ হয়ে ভেসে বেড়ায় যে মেঘ। পুঞ্জিত, পুঞ্জীভূত বিণ. জমে উঠেছে এমন, সঞ্চিত (পুঞ্জীভূত অসন্তোষ)। পুঞ্জী-কৃত বিণ. জমানো হয়েছে এমন, রাশীকৃত। 37)
পুণ্য
(p. 523) puṇya বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। ̃ ক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। ̃ কর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। ̃ কাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। ̃ কীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। ̃ কৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। ̃ ক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। ̃ ক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। ̃ তোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। ̃ দর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। ̃ ফল বি. সত্কর্মের সুফল। ̃ বল বি. ধর্মাচরণ ও সুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। ̃ বান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. ̃ বতী। ̃ যোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়। ̃ লোক বি. স্বর্গ। ̃ শীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. ̃ শীলা। ̃ শ্লোক বিণ. যার কীর্তি পুণ্যজনক, যার কীর্তির কথা শুনলে পুণ্য হয়। ̃ সঞ্চয় বি. পুণ্যকর্ম সাধনের দ্বারা ভবিষ্যতে বা পরলোকে শুভফললাভের অধিকার সঞ্চয়। পুণ্যাত্মা (-ত্মন্) বিণ. ধার্মিক, পুণ্যবান। পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান। পুন্যিপুণ্য -র কথ্য রূপ। পুন্যি-পুকুর বি. হিন্দু কুমারীদের ব্রতবিশেষ। 46)
পেট্রল
(p. 532) pēṭrala বি. জ্বালানিরূপে ব্যবহৃত কেরোসিনজাতীয় খনিজ তেলবিশেষ। [ইং. petrol]। পেট্রল-পাম্প বি. যেখানে পেট্রল সঞ্চিত ও বিক্রয় হয়। 15)
প্রচিত
(p. 538) pracita বিণ. 1 চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; 2 সঞ্চিত; 3 বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]। 17)
বাঁচা
(p. 591) bān̐cā ক্রি. বি. 1 প্রাণধারণ করা, জীবিত থাকা (বাঁচি বা মরি অন্যায়ের প্রতিবাদ করবই); 2 জীবন বা পুনর্জীবন লাভ করা (এবার বেঁচেছে, বারবার বাঁচবে না); 3 রক্ষা পাওয়া, নিষ্কৃতি বা শান্তি লাভ করা ('বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি': রবীন্দ্র; পুলিশ ওদেরই ধরল, তোমরা বেঁচে গেছ); 4 বজায় থাকা (মান বাঁচল); 5 ব্যয়িত না হওয়া (খরচ বেঁচেছে); 6 উদ্বৃত্ত হওয়া (এ মাসে কিছু টাকা বেঁচেছে, অনেকটা দই বেঁচে গেল); 7 বাঁচানো। [হি. √ বচ্ সং. বঞ্চ্]। ̃ নো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান); 3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা); 4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো); 5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো); 6 বজায় রাখা (চাকরি বাঁচানো)। বিণ. উক্ত সব অর্থে। 8)
বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
ব্লাড ব্যাংক
(p. 654) blāḍa byāṅka বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে। [ইং. blood bank]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185335
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785388
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026181
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708536
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us