Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্কুভ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ককুভ
(p. 156) kakubha বি. 1 মার্গসংগীতের রাগিণীবিশেষ; 2 অর্জুন গাছ; 3 দিক। [সং. ক + √ স্কুভ্ + অ]। 20)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কলেজ
(p. 172) kalēja বি. (স্কুলের শিক্ষা সমাপনান্তে) উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়। [ইং. college]। কলেজীয় বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)। 20)
ক্যান-টিন
(p. 210) kyāna-ṭina বি. স্কুল কলেজ অফিস কারখানা প্রভৃতি স্হানের রেস্তোঁরা বা খাবারের দোকান (দুপুরে ক্যানটিনে খেয়ে নেয়)।[ইং. canteen]। 121)
খাস্তা2
(p. 229) khāstā2 বিণ. 1 প্রচুর ঘিয়ের ময়ান-দেওয়া, মুচমুচে (খাস্তা কচুরি, খাস্তা বিস্কুট) ; 2 উত্কৃষ্ট। [ফা. খস্ত]। 16)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
গড়া2
(p. 236) gaḍ়ā2 ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্হাপন করা (স্কুল গড়া)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ বাং. √গঠ্ √গড়্ + আ]। ̃ নো ক্রি. অপরের দ্বারা গড়া। বিণ. বি. উক্ত অর্থে। 38)
গ্রীষ্ম
(p. 261) grīṣma বি. 1 গরমের কাল, নিদাঘ; 2 উত্তাপ। বিণ. গরম। [সং. গ্রস্ + ম]। ̃ কাল বি. গ্রীষ্মঋতু, গরমের কাল। ̃ পীড়িত বিণ. গরমে ক্লান্ত, তাপক্লান্ত, তাপক্লিষ্ট। ̃ মণ্ডল বি. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির অন্তর্বর্তী তীব্র তাপযুক্ত ভূভাগ, torrid zone, উষ্ণমণ্ডল। গ্রীষ্মাতিশয্য বি. উত্তাপের আধিক্য। গ্রীষ্মাবকাশ বি. (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মকালীন ছুটি। 73)
ছুটি
(p. 304) chuṭi বি. 1 অবসর, অবকাশ, ফুরসত (সকাল থেকে একটুও ছুটি মেলেনি); 2 দৈনিক কাজের অবসান (কারখানা কখন ছুটি হবে?); 3 কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দৈনিক কর্মে বিরতি (আজ স্কুলের ছুটি); 4 কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (বড়বাবু এক মাসের ছুটি নিয়েছেন); 5 কর্ম থেকে স্হায়ী অবসর বা বিদায়, retirement; 6 নিষ্কৃতি, মুক্তি, খালাস (কয়েদি ছুটি পেল)। [হি. ছুটী]। 106)
টিফিন
(p. 343) ṭiphina বি. 1 (প্রধানত) অপরাহ্নের জলযোগ; 2 অপরাহ্নের জলযোগের জন্য স্কুল, অফিস ইত্যাদিতে বিরতি। [ইং. tiffin]। 72)
টেস্ট2
(p. 347) ṭēsṭa2 বি. যোগ্যতার বা উপযুক্ততার বিচার বা পরীক্ষা। [ইং. test]। টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা। টেস্ট পরীক্ষা বি. স্কুল, কলেজ ইত্যাদিতে শেষ পরীক্ষার জন্য যোগ্যতা বিচারের পরীক্ষা। 41)
ডাস্টার
(p. 355) ḍāsṭāra বি. ঝাড়ন; স্কুল কলেজের ব্ল্যাকবোর়্ড মোছার ঝাড়ন। [ইং. duster]। 55)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
পড়া2
(p. 486) paḍ়ā2 বি. 1 অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?); 2 আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)। ক্রি. 1 পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে); 2 আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)। বিণ. 1 পঠিত (এ তো পড়া বই); 2 যে পড়েছে (কলেজে-পড়া মেয়ে)। [প্রাকৃ. পঢ় > বাং. পড় + আ]। পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা। পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা। ˜ নো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ শুনা, ̃ শোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা। 42)
পণ্ডিত
(p. 488) paṇḍita বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ। বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। [সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]। ̃ মূর্খ বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য। ̃ মানী (-নিন্), ̃ ম্মন্য, পণ্ডিতাভি-মানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে। পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)। বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)। 5)
ফ্রি
(p. 571) phri বিণ. 1 অবৈতনিক (ফ্রি স্কুল); 2 মূল্য দিতে হয় না এমন, মাগনা। [ইং. free]। 6)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বার্ষিক1
(p. 602) bārṣika1 বিণ. 1 বাত্সরিক, বত্সরসংক্রান্ত (বার্ষিক আয়); 2 প্রতি বত্সরে অনুষ্ঠেয় বা দেয় (বার্ষিক উত্সব, বার্ষিক চাঁদা)। [সং. বর্ষ + ইক]। বার্ষিক পরীক্ষা বি. স্কুল ও কলেজের বত্সরান্তে গৃহীত পরীক্ষা; উচ্চতর শ্রেণিতে উত্তরণের জন্য গৃহীত পরীক্ষা। বার্ষিকী বি. (স্ত্রী.) বছর-বছর যা অনুষ্ঠিত হয়; বছরের পূজা। বিণ. (স্ত্রী.) প্রতি বছর অনুষ্ঠিত বা প্রকাশিত হয় এমন (বার্ষিকী পূজা, বার্ষিকী পত্রিকা)। 57)
বি এড
(p. 605) bi ēḍa বি. শিক্ষণে অর্থাত্ স্কুলে শিক্ষাদান বিষয়ে ডিগ্রি। [ইং. B.Ed.]। 67)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বিস্কুট
(p. 630) biskuṭa বি. ময়দা চিনি ইত্যাদি দিয়ে পাশ্চাত্যরীতিতে ছাঁচে তৈরি খাস্তা খাবারবিশেষ। [ইং. biscuit]। 18)
ব্রণ
(p. 652) braṇa বি. 1 ফোড়া, ফুস্কুড়ি; 2 (সচ.) কৈশোরে বা যৌবনারম্ভে মুখমণ্ডলে যে ফোড়া হয়; 3 ঘা। [সং. √ ব্রণ্ + অ]। 19)
ব্ল্যাক-বোর্ড
(p. 654) blyāka-bōrḍa বি. স্কুল কলেজে খড়ি দিয়ে লেখার কাজে ব্যবহৃত চৌকো কালো তক্তাবিশেষ। [ইং. blackboard]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535005
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730798
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696698
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us