Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পণ্ডিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পণ্ডিত এর বাংলা অর্থ হলো -

(p. 488) paṇḍita বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ।
বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ।
[সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]।
মূর্খ
বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য।
মানী
(-নিন্),ম্মন্য, পণ্ডিতাভি-মানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে।
পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)।
বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রিয়
(p. 554) priẏa বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ ('শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়': রবীন্দ্র); 3 স্বামী। বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। ̃ ংকর, ̃ কারক, ̃ কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। ̃ ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ ংবদা। ̃ ঙ্গু বি. শ্যামলতা। ̃ চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। ̃ জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। ̃ তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. ̃ তমা। ̃ দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। বি. সম্রাট অশোক। বিণ. স্ত্রী. ̃ দর্শিনী। ̃ পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. ̃ পাত্রী। ̃ বচন ̃ বাক্য বি. মধুর বাক্য, মনোরম বা প্রীতিকর কথা। ̃ বাদী (-দিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বিয়োগ বি. প্রিয়ভাজনের মৃত্যু। ̃ ভাষী (-ষিন্) বিণ. মিষ্টভাষী। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ সখ, (বাং. প্রয়োগ) ̃ সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. ̃ সখী। ̃ সমাগম বি. 1 প্রিয়জনের সঙ্গে মিলন; 2 প্রিয়জনের আগমন। 94)
প্রকোষ্ঠ
(p. 537) prakōṣṭha বি. 1 কনুই থেকে মণিবদ্ধ বা কবজি পর্যন্ত দেহাংশ, করতল বাদে পুরোবাহূ; 2 কক্ষ, ঘর (ক্ষুদ্র প্রকোষ্ঠ); 3 দরজার পাশের ঘর; 4 মহল। [সং. প্র + √ কুষ্ + থ]। 14)
পিক2, পিচ
(p. 519) pika2, pica বি. 1 চিবানো পানের রস; 2 থুতু। [ধ্বন্যা.]। ̃ দান, ̃ দানি বি. পিক ফেলার পাত্র। 24)
প্রতিজ্ঞ
(p. 538) pratijña দ্র প্রতিজ্ঞা। 86)
পরি-বৃত্ত
(p. 499) pari-bṛtta বি. কোনো ক্ষেত্র বেষ্টন করে অঙ্কিত বৃত্ত, circumcircle (বি. প.)। [সং. পরি + বৃত্ত]। 25)
প্রতি-সর্গ
পৌলোমী
(p. 534) paulōmī বি. পুলোমা দৈত্যের কন্যা, ইন্দ্রপত্নী শচী। [সং. পুলোমন্ + অ + ঈ]। 70)
পরন
(p. 488) parana বি. পরিধান (পরনের কাপড়) [পরা4 দ্র]। 137)
পরি-কীর্ণ
পয়স্বিনী
(p. 488) paẏasbinī বি. 1 দুগ্ধবতী গাভী; 2 নদী। বিণ. 1 দুগ্ধবতী (পয়স্বিনী গাভী); 2 জলপূর্ণা (পয়স্বিনী গঙ্গা)। [সং. পয়স্ + বিন্ + ঈ]। 93)
পালঙ্ক, (কথ্য) পালং, পালঙ
(p. 513) pālaṅka, (kathya) pāla, mpālaṅa বি. মূল্যবান খাট, পর্যঙ্ক। [সং. পল্যঙ্ক, পর্যঙ্ক]। 163)
পরি-ণেতা
(p. 498) pari-ṇētā (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]। 6)
প্রভা
(p. 548) prabhā বি. 1 দীপ্তি, কিরণ; 2 তেজ; 3 ঔজ্জ্বল্য; 4 প্রকাশ। [সং. প্র + √ ভা + অ + আ]। ̃ কর বি. সূর্য। ̃ কীট বি. জোনাকি পোকা। ̃ বান (-বত্) বিণ. দীপ্তিময়, প্রভাবযুক্ত; উজ্জ্বল। স্ত্রী ̃ বতী। ̃ ময় বিণ. দীপ্তিযুক্ত; উজ্জ্বল। 27)
পঞ্চায়েত
প্রণয়
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষবিপক্ষ; শত্রুমিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পরি-মার্জনা
প্রাণী
পিয়াজ, পিঁয়াজ
প্রাগৈতি-হাসিক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534649
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140142
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730296
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883480
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838423
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us