Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্টিমার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্যাপ্টেন
(p. 210) kyāpṭēna বি. 1 দলনেতা (ফুটবল দলের ক্যাপ্টেন, মেরু অভিযাত্রীদের ক্যাপ্টেন); 2 জাহাজ স্টিমার প্রভৃতি যানের প্রধান চালক। [ইং. captain]। 124)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
ঘাটা
(p. 266) ghāṭā বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]। 55)
জালি-বোট
(p. 324) jāli-bōṭa বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]। 14)
জাহাজ
(p. 324) jāhāja বি. বিশাল জলযান, বড় স্টিমার; (আল.) বিশাল আধার (বিদ্যের জাহাজ)। [আ. জহাজ]। ̃ ঘাটা বি. নদী বা সমুদ্রের তীরে যেখানে জাহাজ ভিড়ানো হয়। জাহাজি বিণ. জাহাজসম্বন্ধীয়; জাহাজে বাহিত; জাহাজে কাজ করে এমন। 22)
জেটি
(p. 327) jēṭi বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]। 62)
ডেক1
(p. 357) ḍēka1 বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ̃ চেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার। 46)
তর-ঘাট
(p. 367) tara-ghāṭa বি. নৌকা স্টিমার ইত্যাদি থেকে নামার ঘাট, খেয়াঘাট। [সং. তর5 + বাং. ঘাট]। 92)
তরণি, তরণী
(p. 367) taraṇi, taraṇī বি. 1 যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; 2 সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]। 97)
ফ্ল্যাট
(p. 571) phlyāṭa বি. 1 অট্টালিকার এক বা একাধিক কক্ষযুক্ত স্বয়ংসম্পূর্ণ বাসগৃহ (ফ্ল্যাট ভাড়া নেওয়া, ফ্ল্যাটবাড়ি); 2 জাহাজঘাটার ভাসমান প্ল্যাটফর্ম; 3 চ্যাপটা তলযুক্ত নৌকা বা মালবাহী স্টিমারবিশেষ। বিণ. 1 চিত্পাত (বিছানায় ফ্ল্যাট হয়ে পড়লে যে?); 2 অতি ক্লান্ত, বিধ্বস্ত (এক মেয়ের বিয়ে দিয়েই ফ্ল্যাট); 3 হতাশ। [ইং. flat]। 13)
বার্থ, বারথ
(p. 602) bārtha, bāratha বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক।[ইং. berth]। 49)
বাষ্প, বাস্প
(p. 602) bāṣpa, bāspa বি. 1 তরল পদার্থের বায়বীয় অবস্হা; 2 ভাপ; 3 ধোঁয়া ('ঘরদ্বার মোর বাষ্পসমান, মন হল সব মিছে': রবীন্দ্র); 4 অশ্রু (বাষ্পপূর্ণ নয়ন, বাষ্পাকুল নয়ন); 5 (আল.) আভাসমাত্র (ব্যাপারটির বাষ্পও জানতাম না)। [সং. √ বাধ্ + প (নি.)]। ̃ পোত বি. বাষ্পচালিত জাহাজ বা স্টিমার। ̃ যান, ̃ রথ, ̃ শকট বি. বাষ্পচালিত গাড়ি; রেলগাড়ি। ̃ স্নান বি. (প্রধানত রোগপ্রতিকারের জন্য) সর্বাঙ্গে গরম ধোঁয়া বা ভাপ প্রয়োগ, vapour bath. বাষ্পাকুল বিণ. অশ্রুপূর্ণ (বাষ্পাকুল নয়ন)। বাষ্পায়ন বি. বাষ্পে পরিণত বা রূপান্তরিত করা। বাষ্পী-ভবন বি. বাষ্পে রূপান্তরিত বা পরিণত হওয়া। বাষ্পীয় বিণ. 1 বাষ্পসংক্রান্ত; 2 বাষ্পচালিত (বাষ্পীয় পোত)। 91)
বয়া
(p. 580) baẏā বি. 1 নদী বা সমুদ্রে চড়ার অবস্হাননির্দেশক অথবা তীরের কাছে জাহাজ স্টিমার প্রভৃতির পক্ষে নোঙরযোগ্য স্হাননির্দেশক ভাসন্ত পিপাবিশেষ; 2 জলে পতিত ব্যক্তির ভাসবার সহায়ক উপকরণবিশেষ, লাইফবয়। [ইং. buoy]। 16)
ভোঁ
(p. 670) bhō অব্য. বি. 1 দ্রুত দৌড় বা ধেয়ে যাওয়ার ভাবসূচক (ভোঁ-দৌড়); 2 স্টিমার কারখানা ট্রেন প্রভৃতির বাঁশি (ভোঁ শুনে ঘুম ভাঙ্গে); 3 ঘূর্ণনের শব্দ (মাথাটা ভোঁ করে ঘুরে গেল) [ধ্বন্যা.]। 59)
লঞ্চ
(p. 755) lañca বি. বাষ্পচালিত ছোটো স্টিমারজাতীয় জলযানবিশেষ। [ইং. launch]। 11)
সারেং1
(p. 831) sārē1 বি. 1 নদীগামী স্টিমার বা জাহাজের প্রধান মাঝি বা পরিচালক; 2 সমুদ্রগামী জাহাজের প্রধান মাল্লা। [ফা. সরহঙ্গ্]। 6)
স্টিমার
(p. 846) sṭimāra বি. বাষ্পচালিত জলযান। [ইং. steamer]। 60)
স্টেশন
(p. 846) sṭēśana বি. রেল স্টিমার জাহাজ প্রভৃতি ভিড়াবার নির্দিষ্ট স্হান বা তার বাড়ি। [ইং. station]। ̃ মাস্টার বি. স্টেশনের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক। [ইং. station master]। 65)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us