Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(দ্বার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উদ্-ঘাটন, উদ্ঘাটন
(p. 126) ud-ghāṭana, udghāṭana বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন[। উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)। 21)
কুমুদ, (কাব্যে) কুমুদী
(p. 198) kumuda, (kābyē) kumudī বি. 1 লালপদ্ম; 2 শ্বেতপদ্ম; 3 শালুক, সুঁদি; 4 দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]। কুমুদ-নাথ, কুমুদ-বান্ধব বি. চাঁদ। কুমুদ-বতী, কুমুদ্বতী বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)। কুমুদিনী বি. 1 কুমুদের ঝাড়; 2 কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী। কুমুদ্বান (দ্বত্) বিণ. কুমুদশোভিত (স্হান)। 10)
চতুষ্পথ
(p. 277) catuṣpatha বি. চারটি রাস্তার সংযোগস্হল, চৌরাস্তা, চৌমাথা। [সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]। 30)
টর-টর
(p. 341) ṭara-ṭara ক্রি-বিণ. 1 (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); 2 (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টর-টরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে। 45)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
দ্বাচত্বারিংশ
(p. 426) dbācatbāriṃśa বিণ. 42 সংখ্যক (দ্বাচত্বারিংশ অধ্যায়)। [সং. দ্বিচত্বারিংশত্ + অ]। ̃ ত্ বি. বিণ. 42 সংখ্যা বা সংখ্যক, বিয়াল্লিশ। ̃ ত্তম বিণ. 42 সংখ্যক। ̃ ত্তমী বিণ. (স্ত্রী.) 42 সংখ্যক। 11)
দ্বাত্রিংশ
(p. 426) dbātriṃśa বিণ. 32 সংখ্যক। [সং. দ্বি (দ্বা) ত্রিংশত্ + অ]। ̃ ত্ বি. বিণ. 32 সংখ্যা বা সংখ্যক, বত্রিশ। ̃ ত্তম বিণ. 32 সংখ্যক। ̃ ত্তমী বিণ. (স্ত্রী.) 32 সংখ্যক। 12)
দ্বার
(p. 426) dbāra বি. 1 প্রবেশ করার বা বাইরে বেরোবার পথ; 2 দরজা। [সং. √ দ্বারি + অ]। ̃ দেশ, ̃ প্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ। ̃ পাল, ̃ রক্ষক, ̃ রক্ষী (-ক্ষিন্), দ্বারী (-রিন্) বি. দারোয়ান। ̃ রোধ বি. দরজা বন্ধ করা; পথ আগলে দাঁড়ানো (দ্বাররোধ করা)। ̃ স্হ বিণ. 1 দ্বারদেশে উপনীত; 2 (আল.) সাহায্যপ্রার্থী (অবশেষে তাঁর দ্বারস্হ হলাম)। দ্বারাধ্যক্ষ বি. দ্বাররক্ষী, দারোয়ান। দ্বারিক বি. দাররক্ষী, দারোয়ান। 16)
দ্বাষষ্টি
(p. 426) dbāṣaṣṭi বি. বিণ. 62 সংখ্যা বা সংখ্যক; বাষট্টি। [সং. দ্বা (দ্বি) + ষষ্ + তি]। ̃ তম বিণ. 62 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 24)
দ্বাসপ্ততি
(p. 426) dbāsaptati বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। [সং. দ্বা (দ্বি) + সপ্ততি (সপ্ত + দশতি)]। ̃ তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 25)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
পত্রী2
(p. 488) patrī2 (-ত্রিন্) বিণ. পত্রযুক্ত (দ্বিবীজপত্র)। বি. 1 (পত্র বা ডানা আছে বলে) পাখি; 2 গাছ; 3 বাণ। [সং. পত্র + ইন্]। 26)
বদরিকাশ্রম
(p. 575) badarikāśrama বি. হিমালয়ের কোলে গা়ড়োয়াল অঞ্চলে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ। [সং. বদরিকা (দ্বারা সমাবৃত) + আশ্রম]। 50)
মোচন
(p. 718) mōcana বি. 1 মুক্তিদান; 2 উন্মুক্ত করা, উদ্ঘাটন (দ্বার মোচন); 3 অপনোদন, দূরীকরণ (দুঃখমোচন, অভাবমোচন); 4 ত্যাগ, নিক্ষেপ (অশ্রুমোচন, শরমোচন)। [সং. &tick মুঢ়্ + ণিচ্ + অন]। মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত। মোচিত বিণ. মোচন করা হয়েছে এমন। ˜ -মোচী বিণ. মোচন করে বা খসায় এমন (পর্ণমোচী)। 12)
রক্ষণ
(p. 731) rakṣaṇa বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ̃ .শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি. ̃ .শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য। 16)
রক্ষা
(p. 731) rakṣā বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ̃ .কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. ̃ .কর্তা বি. বিণ. রক্ষাকারী। ̃ .কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ̃ .বন্ধন বি. রাখিবন্ধন। ̃ .মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। বিণ. রক্ষাকারী। 17)
রক্ষী
(p. 731) rakṣī (-ক্ষিন্) বিণ. বি. 1 রক্ষক (দেহরক্ষী); 2 প্রহরী (দ্বাররক্ষী)। [সং. রক্ষ্ + ইন্]। স্ত্রী. রক্ষিণী। 18)
রেফ
(p. 749) rēpha বি. অক্ষরের মাথায় যুক্ত র্ (র্র ) চিহ্ন; র-বর্ণ (দ্বিরেফ)। [সং. √ রিফ্ + অ]। 11)
শ্রেণি, শ্রেণী
(p. 789) śrēṇi, śrēṇī বি. 1 পঙ্ক্তি, সারি (শ্রেণিবদ্ধ); 2 সম্প্রদায় (বিভিন্ন শ্রেণির লোক); 3 সমধর্মী বা সমকর্মী ব্যক্তিরা (ব্যবসায়ীশ্রেণী); 3 দল, পাল (মৃগশ্রেণি); 4 বিভাগ, ক্লাস (দ্বিতীয় শ্রেণি)। [সং. √ শ্রি + নি, + ঈ]। ̃ বদ্ধ বিণ. সারিবাঁধা। ̃ বিন্যাস বি. বিভিন্ন শ্রেণিতে সাজিয়ে রাখা। ̃ ভুক্ত বিণ. শ্রেণির অন্তর্ভুক্ত, দলভুক্ত। ̃ সংগ্রাম, ̃ সংঘাত বি. (রাজ.) প্রতিষ্ঠা বা প্রাধান্য লাভের জন্য বিভিন্ন শ্রেণিভুক্ত মানবসম্প্রদায়ের মধ্যে বিরোধ বা লড়াই, class struggle. ̃ হীন বিণ. যেখানে শ্রেণি বা শ্রেণিতে শ্রেণিতে পার্থক্য নেই (শ্রেণিহীন সমাজ)। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074482
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366218
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন