Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(শরীরী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরাত্মা
(p. 32) antarātmā (-ত্মন্) বি. 1 (শরীরমধ্যস্হ) জীবাত্মা; 2 মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]। 35)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কষা৪
(p. 172) kaṣā4 ক্রি. 1 (মাংসাদি) সাঁতলানো; 2 আঁট করে বাঁধা; 3 শক্ত করা (কষে বাঁধো); 4 শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে); 5 জটিল কৌশল করা (প্যাঁচ কষা)। বিণ. 1 আঁট, শক্ত, কড়া; 2 কৃপণ; 3 বদ্ধকোষ্ঠ (কষা ঘাত); 4 সাঁতলানো হয়েছে এমন, সাঁতলে রাঁধা হয়েছে এমন (কষা মাংস)। কষে ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)। [বাং. √ কষ্]। 63)
কাহিল
(p. 188) kāhila বিণ. রোগা, দুর্বল; নিস্তেজ (শরীর কাহিল)। [আ. কাহিল্]। 52)
কেমন
(p. 207) kēmana ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ̃ তর, ̃ তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)। 2)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
ক্লেদ
(p. 217) klēda বি. 1 তরল ময়লা; ঘাম লালা পুঁজ প্রভৃতি তরল ময়লা (শরীরের ক্লেদ, ক্লেদাক্ত শরীর); 2 কাদাজল, পঙ্ক; 3 আর্দ্রতা। [সং. √ ক্লিদ্ + অ]। ক্লেদাক্ত বিণ. ক্লেদযুক্ত; ভিজে ও নোংরা। 2)
ক্লেশ
(p. 217) klēśa বি. কষ্ট; দুঃখ; যন্ত্রণা (শরীর ও মনের নানারকম ক্লেশ)। [সং. √ ক্লেশ্ + অ]। ক্লেশাবহ বিণ. ক্লেশকর, কষ্টদায়ক। ক্লেশিত বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)। 3)
ক্ষতি
(p. 217) kṣati বি. 1 হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি); 2 ক্ষয়, অবক্ষয়; 3 লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল); 4 ন্যূনতা (মধুর অভাবে গুড় কিনে দিলেও ক্ষতি নেই)। [সং. ক্ষণ্ + তি]। ̃ গ্রস্ত বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন। ̃ পূরণ বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া। ̃ বৃদ্ধি বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)। ̃ সাধন বি. অনিষ্ট। 10)
খাটা
(p. 226) khāṭā ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ̃ নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্হাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে। 11)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
খুঁত
(p. 230) khun̐ta বি. 1 ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে); 2 স্বল্প ত্রুটি বা দোষ ; 3 কলঙ্ক। [ সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর কাজ)। ̃ খুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া। ̃ খুঁতানি, ̃ খুঁতুনি বি. খুঁতখুঁত করা। ̃ খুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই অসন্তুষ্ট। 21)
গতিক
(p. 239) gatika বি. 1 অবস্হা, দশা, হাল (শরীরের গতিক ভালো নয়); 2 উপায় (বেগতিক); 3 কৌশল (কোনো গতিকে পালাব)। [সং. গতি + ক; আঞ্চলিক ভাষায় অর্থান্তরিত]। 15)
জোত্র, (কথ্য) জোত্তর
(p. 330) jōtra, (kathya) jōttara বি. 1 জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); 2 সংস্হান। [সং. যোত্র]। 13)
ঝরঝর
(p. 334) jharajhara বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। 36)
টসকা, টসকানো
(p. 341) ṭasakā, ṭasakānō ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]। 56)
তনিমা
(p. 367) tanimā (-মন্) বি. (শরীরের) সূক্ষ্মতা বা মনোরম কৃশতা ('জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা': রবীন্দ্র)। [সং. তনু + ইমন্]। 13)
দুমড়ানো, দোমড়ানো
(p. 411) dumaḍ়ānō, dōmaḍ়ānō ক্রি. 1 মোচড়ানো; 2 বাঁকানো (শরীর দুমড়ানো); 3 কোঁচকানো (কাগজটাকে এভাবে দুমড়াল কে?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। 35)
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
পীড়া
(p. 523) pīḍ়ā বি. 1 যন্ত্রণা, কষ্ট, বেদনা (পীড়াদায়ক, মনঃপীড়া); 2 রোগ, ব্যাধি (শরীরের নানাবিধ পীড়া, পীড়াগ্রস্ত)। [সং. √ পীড়্ + অ + আ]। 6)
পোষণ
(p. 534) pōṣaṇa বি. 1 পালন; 2 পুষ্টকরণ (শরীরপোষণ); 3 মনে ধারণ (মত পোষণ, বিদ্বেষ পোষণ); 4 পুষ্টি। [সং. √ পুষ্ + অন]। পোষণীয়, পোষ্য বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য। 34)
বহা1, (চলিত) বওয়া
(p. 580) bahā1, (calita) bōẏā ক্রি. বি. 1 বহন করা(ভার বইতে পারে); 2 সহ্য করা ('বহিব শতেক দুঃখ'); 3 ধারণ করা; 4 প্রবাহিত হওয়া ('বাতাস বহে বেগে': রবীন্দ্র); 5 অতিবাহিত হওয়া ('সখী বহে গেল বেলা': রবীন্দ্র, সময় বয়ে যায়); 6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না); 7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)। [সং. √ বহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা। বিণ. উক্ত উভয় অর্থে। 235)
বিকল
(p. 605) bikala বিণ. 1 বিকৃতিগ্রস্ত, কোনো এক বা একাধিক অংশ নেই এমন (বিকলাঙ্গ); 2 অক্ষম, অসমর্থ (শরীর বিকল হওয়া); 3 অচল (বিকল ঘড়ি, বিকল যন্ত্র); 4 অস্হির, বিহ্বল (বিস্ময়বিকল প্রাণ)। [সং. বি + কলা (অংশ)]। বি. ̃ তা, বৈকল্য। বিকলাঙ্গ, বিকলেন্দ্রিয় বিণ. অঙ্গহীন বা প্রতিবন্ধ, বিকৃতাঙ্গ, অন্ধ বধির বা খঞ্জের মতো দেহের কোনো অঙ্গ নেই বা অঙ্গে ত্রুটি আছে এমন। 86)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079244
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770475
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368151
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721945
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547652
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542704

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন