Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেয়ার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কেয়ার এর বাংলা অর্থ হলো -

(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)।
[ইং. care]।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কোঁদন, কোঁদল, কোঁদা
(p. 209) kōn̐dana, kōn̐dala, kōn̐dā যথাক্রমে কুঁদন1, 2, কোন্দলকুঁদা -র চলিত রূপ। 14)
কুটি2
(p. 194) kuṭi2 বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো। [হিং. কুট্টী]। ̃ কুটি বিণ. 1 খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?); 2 (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)। কুটিকুটি করা ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা। 43)
কিরিচ
(p. 190) kirica বি. বাঁকা ছোরা বা তরোয়ালবিশেষ। [মাল. ক্রিস্ পো. cris]। 33)
কেলেঙ্কার
কাট-খোট্টা
কূর্চ, কূর্চা
(p. 202) kūrca, kūrcā বি. 1 তুলিকা, তুলি, painter's brush; 2 ভ্রূদ্বয়ের মধ্যস্হল; 3 ভ্রূমধ্যস্হ লোমসমূহ; 4 শক্ত দাড়ি; 5 তৃণগুচ্ছ। [সং. √ কূচ্ + উর্চ]। 36)
ক্রকচ
(p. 210) krakaca বি. করাত। [সং. ক্র + √ কচ্ ('কচ' শব্দ করা) + অ]। 138)
কাতা
(p. 181) kātā বি. 1 নারকেল-ছোবড়ার দড়ি (কাতা দিয়ে বাঁধা); 2 নাপিতের বাক্স। [প্রাকৃ. কট্টঅ বাং. কাটা কাতা]। 3)
কাঁসর
(p. 177) kām̐sara বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। [বাং. কাঁসা + র]। 7)
কুশপা
(p. 201) kuśapā বিণ. যার পা কুশের মতো সরু ও দুর্বল; যার পা বিকৃত। [সং. কুশ + বাং. পা]। 8)
কার-কুন
কৌমুদী
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কাষ্ঠা
(p. 188) kāṣṭhā বি. 1 সীমা (পরাকাষ্ঠা); 2 অতি সূক্ষ্ম কালপরিমাণবিশেষ। [সং. কাষ্ঠ + আ]। 35)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কষা1
(p. 172) kaṣā1 দ্র কশা1। 60)
কূট-ভাষী
(p. 202) kūṭa-bhāṣī (-ষিন্) বিণ. কপটতা বা ছলনা করে কথা বলে এমন। [সং. কূট + ভাষিন্]। 26)
কালাশুদ্ধি
(p. 186) kālāśuddhi বি. (জ্যোতিষ.) অকাল, অশুভ বা অপ্রশস্ত সময়। [সং. কাল2 + অশুদ্ধি]।
কেল্লা
(p. 207) kēllā বি. দুর্গ, গড়; সেনানিবাস। [আ. কিলাহ্]। ̃ দার বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক। কেল্লা ফতে করা ক্রি. বি. 1 দুর্গ জয় করা; 2 (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা। কেল্লা মাত করা - কেল্লা ফতে করা -র অনুরূপ। কেল্লা মেরে দেওয়া ক্রি. বি. জয়ী হওয়া; সফল হওয়া (কেল্লা মেরে দিয়েছ, আর তোমাকে পায় কে?)। 23)
কায়েম
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856853
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us