Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধ্বংস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধ্বংস এর বাংলা অর্থ হলো -

(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতনবিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)।
[সং. √ ধ্বন্স্ + অ]।
ক বিণ. ধ্বংসকারী।
ন,সাধন
বি. ধ্বংস করা।
নীয় বিণ. ধ্বংসের যোগ্য।
প্রাপ্ত
বিণ. ধ্বংস হয়ে গেছে এমন।
মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ।
লীলা
বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস।
ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া।
ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)।
বি. উক্ত অর্থে।
ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন।
ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে।
ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত।
ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর।
ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধার1
ধম্মিল্ল
(p. 430) dhammilla বি. 1 খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; 2 ঝুঁটি; 3 চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।
ধীরোদাত্ত
ধট, ধটক
(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]। 5)
ধুলট
(p. 439) dhulaṭa বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]। 29)
ধুচনি, ধুচুনি
ধুক-পুক
ধ্বনন
(p. 442) dhbanana বি. 1 অব্যক্ত শব্দ করা; 2 গূঢ় অর্থের ইঙ্গিত দান; 3 কোনো ধ্বনির অনুকরণ; 4 (অল.) ব্যঞ্জিত হওয়ার ক্রিয়া, ব্যঞ্জনা। [সং. √ ধ্বন্ + অন]। 2)
ধুম্বা, ধুম্বি
(p. 439) dhumbā, dhumbi দ্র ধুম্ব। 22)
ধাঙড়
ধাম-গুজারি
ধুত, ধূত
(p. 433) dhuta, dhūta বিণ. 1 কম্পিত, জোরে নাড়ানো বা ঝাঁকানো হয়েছে এমন; 2 বিদূরিত; 3 ভর্ত্সিত, তিরস্কৃত। [সং. √ ধু + ত, √ ধূ + ত]। 115)
ধন্দ, ধন্ধ
ধুপি
(p. 439) dhupi বি. 1 ক্ষুদ্র স্তূপ, ঢিবি; 2 গুচ্ছ, থোলো, থুপি) এক ধুপি গোবর)। [তু. সং. স্তূপ]। 13)
ধসকা
(p. 433) dhasakā বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
ধু ধু, ধু-ধু
ধূলি
(p. 439) dhūli বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ। 39)
ধোঁকা2
ধেয়া, ধেয়ানো
(p. 439) dhēẏā, dhēẏānō ক্রি. 1 ধ্যান করা ('বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়': ভা. চ.); 2 স্মরণ করা; চিন্তা করা। [ সং. ধ্যান]। 55)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতাপ্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2358734
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1978948
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1558351
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 811137
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 790474
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 747112
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 653497
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 578391

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us