Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গমনীয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-মুখ
(p. 50) abhi-mukha বি. সম্মুখ; দিক, উদ্দেশ (গুরুজনের অভিমুখে, সমুদ্রাভিমুখে)। বিণ. সম্মুখীন (প্রান্তরাভিমুখ গুহা); কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর (গৃহাভিমুখ বালকের দল)। [সং. অভি + মুখ]। অভি-মুখী (-খিন্) বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত (সমুদ্রাভিমুখী নদী)। অভি-মুখীন বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর, অভিমুখী। বি. অভি-মুখীনতা। 112)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কারণ2
(p. 185) kāraṇa2 বি. 1 হেতু, নিমিত্ত (তার আগমনের কারণ কী); 2 প্রয়োজন, উদ্দেশ্য (বিনা কারণেই এই কাজ করেছে?); 3 মূল, বীজ; যা থেকে বা যার সহযোগে কোনো কার্য উত্পন্ন হয়; যা থেকে কোনো বিষয় উদ্ভূত হয় (ধর্ম সুখের কারণ)। অব্য. যেহেতু (সে আজ আসেনি কারণ তার ছেলে অসুস্হ)। [সং. √ কৃ + ণিচ্ + অন]। &tilde ; জল, ̃ বারি বি. শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়। ̃ শরীর বি. বেদান্ত-উক্ত সূক্ষ্ম দেহবিশেষ। কারণিক বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক। কারণী-ভূত বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত। 9)
গন্তব্য
(p. 240) gantabya বিণ. 1 গমনীয়, গম্য, যেখানে যেতে হবে (গন্তব্য স্হান); 2 জ্ঞাতব্য, অধিগম্য। [সং. √গম্ + তব্য]। 15)
গমন
(p. 241) gamana বি. 1 যাওয়া, প্রস্হান; 2 চলন, গতি; 3 স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)। [সং. √গম্ + অন]। গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা। গমনার্হ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য। গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন। গমিত বিণ. 1 অতিবাহিত; 2 জ্ঞাপিত, জানানো হয়েছে এমন ; 3 প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন। 24)
গুটি-গুটি, গুড়ি-গুড়ি
(p. 250) guṭi-guṭi, guḍ়i-guḍ়i ক্রি-বিণ. (গুটিপোকার মতো) আস্তে আস্তে পা ফেলে, ধীরগমনে ('আসে গুটি গুটি বৈয়াকরণ': রবীন্দ্র)। [গুটি2 দ্র]। 56)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
নিকাশ
(p. 459) nikāśa বি. 1 নিষ্কাশন (জলনিকাশ); 2 নির্গমন (জল নিকাশের পথ); 3 শেষ, সমাপন (হিসাবনিকাশ); 4 বিনাশ, ধ্বংস (শত্রু নিকাশ করা); 5 অবসান (দফা নিকাশ)। [সং. নিষ্কাশ]। নিকাশি বিণ. 1 চূড়ান্ত হিসাবসংক্রান্ত (নিকাশি কাগজপত্র); 2 বহির্গমনের উপযোগী বা বহির্গমনসংক্রান্ত (জলনিকাশি ব্যবস্হা)। 11)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীন ও অনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
বধূ
(p. 575) badhū বি. 1 স্ত্রী, পত্নী (পুত্রবধূ); 2 নবপরিণীতা স্ত্রী, কনে ('ওগো বর, ওগো বধূ': রবীন্দ্র); 3 মহিলা (রাক্ষসবধূ); 4 কূলনারী (পুরবধূ); 5 পুত্রবধূস্হানীয়া নারী। [সং. √ বহ্ + ঊ]। ̃ জন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী। ̃ টী বি. বালিকাবধূ। ̃ ত্সব বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান। ̃ বরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ। ̃ মাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ। ̃ হত্যা। বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা। 59)
মুখ
(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে। 6)
মূত্র
(p. 712) mūtra বি. প্রস্রাব। [সং. √ মূত্র্ + অ]। ̃ .কৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়। ̃ .নালি বি. মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গমনের নালি বা পথ, urethra. ̃ .মেহ বি. বহুমূত্র রোগ, diabetes. মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder. 68)
মোহানা
(p. 719) mōhānā বি. 1 নদীর যে প্রশস্ত অংশ অন্য নদীতে বা সমুদ্রে মিলিত হয়েছে; 2 জলাশয়ের জল গমনাগমনের পথ বা মুখ। [হি. মুহানা-তু. সং. মুখ মুহ + আনা]। 42)
যাতব্য
(p. 726) yātabya বিণ. 1 গমনীয়, গমনের যোগ্য 2 আক্রমণের যোগ্য, আক্রমণীয়। [সং. √ যা + তব্য]। 12)
যাত্রিক
(p. 726) yātrika বিণ. 1 যাত্রাসম্বন্ধীয় 2 যাত্রাযোগ্য; 3 গমনযোগ্য, গমনসাধ্য, গমনীয় 4 যাত্রাকারী, গমনকারী। বি. 1 পাথেয়, পথ-খরচ; 2 পথিক; 3 উত্সব 4 তীর্থযাত্রী। [সং. যাত্রা + ইক]। 18)
সন্ধ্যা
(p. 805) sandhyā বি. 1 দিন ও রাত্রির সন্ধিক্ষণ (প্রাতঃসন্ধ্যা, সায়ংসন্ধ্যা); 2 রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা); 3 দিন-রাত্রির সন্ধিক্ষণে ঈশ্বরোপাসনা, আহ্নিক (সন্ধ্যা করা); 4 বেলা, বার (দু-সন্ধ্যা খাওয়া); 5 পুরো এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী উপবাস); 6 যুগসন্ধি, যুগের আরম্ভকাল (কলির সন্ধ্যা); 7 (আল.) অবসান-কাল (জীবনসন্ধ্যা)। [সং.সম্ + √ ধ্যৈ + অ + আ]। ̃ আহ্নিক, ̃ হ্নিক, ̃ বন্দনা বি. 1 সায়ংকালীন ঈশ্বরোপাসনা; 2 ত্রিসন্ধ্যা ঈশ্বরবন্দনা। ̃ তারা বি. সন্ধ্যাবেলায় যে তারা সর্বাগ্রে উদিত হয়; সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে দৃশ্যমান শুক্রগ্রহ, venus. ̃ ভাষা বৌদ্ধ সাধকদের রচিত 'চর্যাপদ'-এ ব্যবহৃত ভাষা, যার মধ্যে ধর্মকথার ভিতর একটা অন্যভাবের কথাও আছে, কিন্তু তা অস্পষ্ট। ̃ মণি বি. রক্তবর্ণ ফুলবিশেষ। ̃ রাগ বি. অস্তগমনোম্মুখ সূর্যের আলোকচ্ছটা। ̃ লোক বি. অস্তগামী সূর্যের ম্লান আলো। 17)
হুড়-মুড়
(p. 871) huḍ়-muḍ় বি. ভিড়ের বা ঠেলাঠেলি করে প্রবেশ বা গমনের ভাবসূচক; অনেকগুলি বড়ো ও ভারী জিনিস পড়ার ভাবসূচক। [ধ্বন্যা]। 17)
হুড়-হুড়
(p. 871) huḍ়-huḍ় বি. সবেগে জল পড়ার শব্দ; ক্রমাগত হুড়মুড় করে প্রবেশের বা নির্গমনের ভাবসূচক; গুড়গুড় (পেট হুড়হুড় করা)। [ধ্বন্যা.]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074543
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768817
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366261
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698163
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545354
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542320

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন