Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুজনে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইতর
(p. 114) itara বিণ. 1 (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); 2 নীচ, অধম (ইতর লোক); 3 নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই + তর]। বি. ̃ তা। ̃ বিশেষ বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)। ইতর ভাষা বি. অপভাষা, অশিষ্ট ভাষা। ইতরামি, ইতরাম বি. নীচ বা অশিষ্ট আচরণ। ইতরেতর বিণ. পরস্পর, অন্যোন্য। 10)
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
কেওট, কেবট, কেঅট
(p. 205) kēōṭa, kēbaṭa, kēaṭa বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]। ̃. নি, ̃. নী বি. (স্ত্রী.) কেওটরমণী। 18)
গর-মিল
(p. 242) gara-mila বি. 1 অমিল (দুজনের স্বভাবের গরমিল নজরে পড়বেই); 2 হিসাবে গোলযোগ; 3 মনান্তর। [বাং. গর ( আ. গয়র্) + মিল]। 24)
গুজ-গুজ
(p. 250) guja-guja অব্য. 1 নিচু কণ্ঠে পরস্পর আলাপ; 2 গোপন পরামর্শ (তখন থেকে দুজনে কী এত গুজগুজ করছ?)। [দেশি.-তু. সং. √গুজ্ (শব্দ করা)]। গুজ-গুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)। গুজ-গুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা। 38)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
চাতুর্বর্ণ্য
(p. 281) cāturbarṇya বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম। বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়। [সং. চতুর্বর্ণ + য]। 99)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
তুমুল
(p. 375) tumula বিণ. ঘোরতর, প্রবল (তুমুল যুদ্ধ, তুমুল ঝড়, তুমুল কাণ্ড)। বি. ভীষণ ঝগড়াঝাঁটি (দুজনে সেদিন তুমুল হয়ে গেছে)। [সং. √ তু (গতি বা বৃদ্ধি অর্থে) + মুল, মতান্তরে, √ তম্ + উল (উলচ্)]। 198)
তুলনা
(p. 375) tulanā বি. 1 উপমা, সাদৃশ্য (তুলনা নেই); 2 সদৃশ ব্যক্তি বা বিষয় ('তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে': রা. গু.); 3 সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)।[সং. √ তুল্ + অন + আ]। তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য। তুল্য বিণ. 1 তুলনার যোগ্য, তুলনীয়; 2 সদৃশ, অনুরূপ, সমান। [সং. তুলা + য]। 221)
তুল্য
(p. 375) tulya বিণ. সদৃশ, অনুরূপ, সমান (তার তুল্য বীর কে আছে?)। [সং. তুলা + য]। ̃ মূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)। ̃ যোগিতা বি. সাদৃশ্যমূলক কাব্যালংকারবিশেষ। ̃ রূপ বিণ. একই রকম। তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট। 230)
দুজন, দুজনা
(p. 411) dujana, dujanā বি. বিণ. দুই ব্যক্তি (দুজনে সেখানে গেল, দুজন লোক)। [বাং. দু + সং. জন]। 14)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দোঁহা2
(p. 421) dōm̐hā2 সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। ̃ র, ̃ কার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। 71)
দোজখ
(p. 421) dōjakha বি. (মুস.) নরক। [ফা. দুজখ্]। 77)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
দ্বৈত
(p. 426) dbaita বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। ̃ বাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। ̃ শাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। ̃ সংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ। 32)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
নাপিত
(p. 454) nāpita বি. চুলদাড়ি কাটা বা ক্ষৌরকর্ম করা যার পেশা, ক্ষৌরকার; হিন্দুজাতিবিশেষ। [অর্বাচীন সং. স্নাপয়িতৃ প্রাকৃ. ণহাপিত]। স্ত্রী. নাপিতানি, নাপতিনি। 32)
নিরিবিলি
(p. 468) niribili বিণ. নিভৃত, নির্জন (নিরিবিলি জায়গায় বসেছে)। বি. নিভৃত স্হান, নির্জন জায়গা (নিরিবিলিতে বসে গল্প করা)। ক্রি-বিণ. নিভৃত স্হানে, একান্তে (দুজনে নিরিবিলি পরামর্শ করছে)। [সং. নিরাবিল]। 7)
প্রভেদ
(p. 548) prabhēda বি. পার্থক্য, বিভিন্নতা (দুজনের চরিত্রে প্রভেদ অল্পই)। [সং. প্র + √ ভিদ্ + অ]। 37)
বক্তা
(p. 573) baktā (-ক্তৃ) বিণ. বি. 1 বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); 2 উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); 3 বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]। 25)
বৈদ্য
(p. 644) baidya বি. 1 চিকিত্সক, কবিরাজ; 2 বাঙালি হিন্দুজাতিবিশেষ। বিণ. পণ্ডিত, বিদ্বান। [সং. বিদ্যা + অ]। ̃ ক, ̃ শাস্ত্র বি. আয়ুর্বেদ। ̃ নাথ বি. শিব; দেওঘরের শিব। ̃ শালা বি. চিকিত্সালয়। ̃ সংকট বি. (যুগপত্) বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে রোগীর বিপদ। 35)
ভাব
(p. 661) bhāba বি. 1 মানসিক অবস্হা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উত্পত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083477
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772011
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369804
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722684
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595828
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549301
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543064

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন