Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রচার]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকীর্তি
(p. 3) akīrti বি. অখ্যাতি, দুর্নাম, বদনাম। [সং. ন+কীর্তি]। ̃ কর বিণ. অখ্যাতিজনক। অকীর্তিত বিণ. অপ্রচারিত, অঘোষিত। 12)
অপ-প্রচার
(p. 34) apa-pracāra বি. 1 অন্যায় বা অসত্য প্রচার; 2 হীন উপায়ে কোনো কিছু অন্যের কাছে প্রচার বা জ্ঞাপন। [সং. অপ + প্রচার]। 104)
অপ্রচার
(p. 40) apracāra বি. প্রচারের অভাব; লোকসমক্ষে প্রকাশের অভাব। [সং. ন + প্রচার]। অপ্রচারিত বিণ. প্রচার করা হয়নি এমন। 58)
অহ-রহ, অহ-রহঃ
(p. 75) aha-raha, aha-rahḥ ক্রি-বিণ. নিত্য, সর্বদা; প্রতিদিন, প্রতিনিয়ত ('অহরহ তব আহ্বান প্রচারিত': রবীন্দ্র)। [সং. অহঃ + অহঃ]। 20)
আখ্যা
(p. 82) ākhyā বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ ন বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। 33)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
আয়মা
(p. 103) āẏamā বি. ধর্মপ্রচারের বা পাণ্ডিত্যের পুরস্কারস্বরূপ মৌলবিরা মুসলমান শাসকদের কাছ থেকে যে নিষ্কর জমি পেতেন। [আ. আএমা]। ̃ দার বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে। 4)
ইস্তাহার
(p. 116) istāhāra বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]। 43)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উড়তি
(p. 119) uḍ়ti বিণ. 1 উড়ন্ত, উড়ছে এমন (উড়তি পাখি); 2 অস্হির; 3 লোকের মুখে মুখে প্রচারিত (উড়তি খবর)। [বাং. √ উড়্ + তি]। 90)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উত্-কীর্তন
(p. 123) ut-kīrtana বি. 1 ঘোষণা; 2 প্রচার; 3 অতি প্রশংসা। [সং. উত্ + কীর্তন]। উত্-কীর্তিত বিণ. ঘোষণা বা প্রচার বা উচ্চ প্রশংসা করা হয়েছে এমন। 4)
উদ্-গাতা, উদ্গাতা
(p. 126) ud-gātā, udgātā বি. সামবেদগায়ক। বিণ. 1 উচ্চকণ্ঠে যে গান গায়; 2 (গৌণ অর্থে) কোনো উচ্চ আদর্শের প্রচারক (মুক্তিমন্ত্রের উদ্গাতা)। [সং. উত্ + √ গৈ + তৃ]। স্ত্রী. উত্-গাত্রী, উদ্গাত্রী। 13)
কবির-পন্হী
(p. 164) kabira-panhī বিণ. বি. কবিরের প্রচারিত ধর্মীয় মতের সমর্থক ও অনুসরণকারী। [কবির + বাং. পন্হী (পন্হি)]। 25)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কাশী
(p. 188) kāśī বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। ̃ নাথ, ̃ শ, ̃ শ্বর বি. 1 কাশীর অধিদেবতা, শিব; 2 কাশীরাজ। ̃ প্রাপ্তি, ̃ লাভ বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। ̃ য়াল, কেশেল বি. 1 কাশীর অধিবাসী; 2 স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; 3 কলঙ্কযুক্ত ব্যক্তি। 30)
কীর্তন
(p. 192) kīrtana বি. 1 গুণবর্ণনা (মহিমা কীর্তন), যশঃপ্রচার; 2 নামগান; 3 রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গান; 4 রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গানের ভঙ্গি (কীর্তনাঙ্গ গান)। [সং. √ কৃত্ + অন]। কীর্তক বিণ. কীর্তনকারী। কীর্তনাঙ্গ বিণ. কীর্তনগানের সুরযুক্ত। কীর্তনীয়া, (কথ্য) কীর্তনে, কীর্তুনে বিণ. বি. কীর্তনগায়ক। কীর্তনীয় বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য। বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া। কীর্তিত বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত। 3)
ক্যান-ভাস2
(p. 210) kyāna-bhāsa2 বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]। 118)
খবর
(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। 85)
খ্যাত
(p. 235) khyāta বিণ. 1 বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); 2 উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। ̃ নামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. 1 প্রসিদ্ধি, যশ; 2 আখ্যা; 3 প্রচার। 16)
খ্যাপক
(p. 235) khyāpaka বিণ. ঘোষণাকারী, প্রচারক। [সং. √খ্যা + ণিচ্ + অক]। খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)। 18)
গাওয়া৩
(p. 245) gāōẏā3 ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। বি. বিণ. উক্ত অর্থে। 11)
গাবা৩
(p. 246) gābā3 ক্রি. 1 গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; 2 বিনা কাজে গল্পগুজব করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)। [ সং. গর্ব + বাং. আ]। ̃ নো2 ক্রি. গাবা। বি. উক্ত অর্থে। 66)
গুজব
(p. 250) gujaba বি. 1 জনরব, মুখে মুখে রটে-যাওয়া কথা; 2 ভিত্তিহীন প্রচার, মিথ্যা রটনা (ওসব গুজবে কান দিয়ো না)। [আ. গওয, হি. গুজফ্]। গুজব ওঠা ক্রি. বি. গুজবের সৃষ্টি হওয়া। গুজব ছড়ানো, গুজব রটা ক্রি. বি. 1 গুজব প্রচারিত হওয়া ; 2 গুজব প্রচার করা। 39)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073932
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768638
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366020
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698024
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594627
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545130
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন