Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রভাত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-প্রভ
(p. 548) -prabha বিণ. প্রভাযুক্ত (স্বর্ণপ্রভ, হিরণ্যপ্রভ)। [সং. প্র + √ ভা + অ সমাসান্ত]। 24)
অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
অনু-বল
(p. 29) anu-bala বি. 1 সহায় ('কেবা মোর হবে অনুবল': ক. ক.); 2 ক্ষমতা, প্রভাব ('ব্যাসের তপের অনুবলে': ভা. চ.); 3 প্রসাদ, অনুগ্রহ ('ধর্ম অনুবলে তাহা হইল পূরণ': কাশী.); 4 সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সং. অনু (অনুগত) + বল]। 19)
অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
অপ্রতি-হত
(p. 42) aprati-hata বিণ. ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। [সং. ন + প্রতিহত]। 5)
অপ্রবল
(p. 42) aprabala বিণ. সবল বা শক্তিশালী নয় এমন; প্রভাবহীন। [সং. ন + প্রবল]। বি. ̃ তা। 13)
অলক্ষ্য
(p. 64) alakṣya বিণ. দেখা যায় না এমন, অদৃশ্য, দৃষ্টির অগোচর (অলক্ষ্য প্রভাব, অলক্ষ্য শক্তি)। 1 (বিশেষ বাংলা প্রয়োগ) আড়াল, অন্তরাল, অদৃশ্য স্হান (সকলের অলক্ষ্যে দেবতা হেসেছেন); 2 স্বর্গ; শূন্য ('অলক্ষ্যের পানে': রবীন্দ্র)। [সং. ন + √ লক্ষ্ + য]। 4)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আওতা
(p. 77) āōtā বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া। 31)
আওরত
(p. 77) āōrata (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]। 36)
আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
আদমি,
(p. 89) ādami, (বর্জি.) আদমী বি. 1 মানুষ, ব্যক্তি, লোক; 2 (হিন্দির প্রভাবে) পতি, স্বামী; 3 মরদ, মানুষের মতো মানুষ। [আ. আদম্]। 53)
আভা
(p. 99) ābhā বি 1 দীপ্ত, প্রভা (চাঁদের আভা); 2 শোভা; 3 বর্ণ (কৃষ্ণাভা) [সং. আ + √ ভা + অ + আ]। 38)
আভি-জাত্য
(p. 99) ābhi-jātya বি. বংশমর্যাদা (আভিজাত্যের গৌরব); উঁচু বংশের প্রভাব-প্রতিপত্তি। [সং. আভিজাত + য] 45)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
উষসী1, ঊষসী1
(p. 139) uṣasī1, ūṣasī1 বি. 1 উষা, প্রভাতকাল ('স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী': রবীন্দ্র); 2 (বিরল) সন্ধ্যাকাল। [সং. উষস্ + √ সো + ঈ]। 9)
উষসী2, ঊষসী2
(p. 139) uṣasī2, ūṣasī2 বি. প্রভাত, প্রভাতকাল। বিণ. 1 প্রভাতি; 2 রূপবতী, সুন্দরী। [সং. উষস্ + ঈ]। 10)
কনক
(p. 160) kanaka বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ̃ চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ̃ চূড় বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ̃ চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ̃ পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ̃ প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ̃ ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ̃ মুকুট বি. সোনার মুকুট। ̃ রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ̃ রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ̃ সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান। 41)
কবজা, কব্জা
(p. 164) kabajā, kabjā বি. 1 কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; 2 (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক'ব্জ্]। কবজা করা ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)। 9)
কল্য
(p. 172) kalya বি. 1 কাল, আগামী কাল, আগামী দিন; 2 গতকাল, পূর্বদিন; 3 প্রভাতকাল। [সং. (1) কলা + য; (2) কল + য]। ̃ কার বিণ. গত বা আগামী দিনের (কল্যকার ঘটনা)। 42)
কৈবল্য
(p. 207) kaibalya বি. 1 কাবলের ভাব [কেবল দ্র]; 2 মোক্ষ; 3 (যোগদর্শনে) চিত্তের ধর্ম-অধর্ম সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রাকৃতির প্রভাব বা সংসার থেকে মুক্তি। [সং. কেবল + য]। ̃. দায়িণী বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী। ̃. ধাম বি. মোক্ষধাম অর্থাত্ স্বর্গ। 47)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086944
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773594
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371181
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723211
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700615
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551567
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন