Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৈবল্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৈবল্য এর বাংলা অর্থ হলো -

(p. 207) kaibalya বি. 1 কাবলের ভাব [কেবল দ্র]; 2 মোক্ষ; 3 (যোগদর্শনে) চিত্তের ধর্ম-অধর্ম সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রাকৃতির প্রভাব বা সংসার থেকে মুক্তি।
[সং. কেবল + য]।
̃. দায়িণী বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী।
̃. ধাম বি. মোক্ষধাম অর্থাত্ স্বর্গ।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কপাটি লাগা, দাঁত কপাটি লাগা
(p. 163) kapāṭi lāgā, dān̐ta kapāṭi lāgā ক্রি. দাঁতে দাঁতে খিল ধরা; চোয়াল আটকে যাওয়া। 7)
কলায়
(p. 172) kalāẏa বি. ডালজাতীয় শস্য; মাষকলাই, কলাই, মটর। [সং. কল + √ অয়্ + অ]। 5)
কৌল
কুঁদা2, কোঁদা
কাঠরা, কাঠরিয়া
কেতা
কাঁটাচুয়া
কুঁড়ে1, (বর্জি.) কুঁড়িয়া1
কৌতূহল
কুনো
(p. 196) kunō বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; 3 অমিশুক, লাজুক। [সং. কোণ + বাং. উয়া ও]। কুনো ব্যাং বি. 1 গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; 2 (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক। 24)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কুনিকা
কঞ্জুস
(p. 156) kañjusa বিণ. কৃপণ, পয়সা খরচ করতে চায় না এমন। [প্রাকৃ. কঞ্জুষ; হি. কন্জুস]। 60)
কুচ-কুচ2
(p. 192) kuca-kuca2 অব্য. উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক (চুলগুলো কালো কুচকুচ করছে)। [বাং. চুকচুক চক্চক্ (ধ্বনিবিপর্যয়ের ফলে)]। কুচ-কুচে বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।
কুশে-শয়
(p. 201) kuśē-śaẏa বি. পদ্ম। [সং. কুশে (=জলে) + √ শী + অ]। 27)
কৈতব
(p. 207) kaitaba বি. 1 কপটতা, ছল; 2 জুয়া খেলা। [সং. কিতব + অ]। ̃. বাদ বি. 1 মিথ্যা কথা, অমৃতবাদ; 2 চাটুবাদ, তোষামোদ ('কৈতববাদের এমনি মহিমা': শরত্)। ̃. বাদী (-দিন্) বিণ. মিথ্যাবাদী; চাটুকার। 43)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কার্বা, কারবা
কুঠিয়া (কথ্য) কুঠে
(p. 194) kuṭhiẏā (kathya) kuṭhē বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]। 58)
কড়1
(p. 158) kaḍ়1 বি. 1 বালা; 2 বিবাহের সময় কন্যার হাতে ধারণীয় বালাবিশেষ। [সং. কটক]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534669
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140181
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730331
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942509
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838425
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696593
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us