Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রসঙ্গে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বৃত্তি
(p. 29) anu-bṛtti বি. 1 অনুসরণ, অনুবর্তন; আনুগত্য (অন্ধ অনুবৃত্তি); 2 পূর্বপ্রসঙ্গের জের (পূর্বানুবৃত্তি)। [সং. অনু + √ বৃত্ + তি]। 26)
অনু-ষঙ্গ
(p. 31) anu-ṣaṅga বি. 1 প্রণয়; স্নেহ; 2 দয়া; 3 প্রসঙ্গ; সম্বন্ধ, association (বি. প.); 4 আসক্তি, টান, adherence (স. প.); 5 সাহচর্য; 6 সহচর। [সং. অনু + √ সন্জ্ + অ]। অনু-ষঙ্গী (-ঙ্গিন্) বিণ. অনুষঙ্গবিশিষ্ট; অনুষঙ্গস্বরূপ; সহচর। বিণ. আনুষঙ্গিক। 24)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অপ্রাসঙ্গিক
(p. 43) aprāsaṅgika বিণ. প্রসঙ্গবহির্ভূত, প্রসঙ্গের সম্পর্ক নেই এমন, অবান্তর; irrelevant; অসম্বন্ধ। [সং. ন + প্রাসঙ্গিক]। বি. ̃ তা। 10)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অবান্তর
(p. 46) abāntara বিণ. 1 অপ্রাসঙ্গিক, মূল প্রসঙ্গের বাইরে (অবান্তর প্রশ্ন), irrelevant; 2 গৌণ, অপ্রধান; 3 অন্তঃপাতী, প্রধানের অন্তর্গত। [সং. অব + অন্তর]।
উত্থাপন
(p. 126) utthāpana বি. 1 কথা তোলা, প্রস্তাব করা, প্রসঙ্গ তোলা (প্রস্তাব উত্থাপন করা); 2 উল্লেখ। [সং. উত্ + √ স্হা + ণিচ্ + অন]। উত্থাপক বিণ. বি. উত্থাপনকারী, প্রস্তাবক; উত্তোলক। উত্থাপিত বিণ. উত্থাপন করা হয়েছে এমন (প্রসঙ্গ উত্থাপিত হয়নি)। 5)
উল্লেখ
(p. 139) ullēkha বি. 1 প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; 2 অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। ̃ ন বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। ̃ যোগ্য বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত। 3)
এ2
(p. 142) ē2 অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। 3)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কেলি
(p. 207) kēli বি. 1 প্রমোদ, বিহার (কেলিকুঞ্জ); 2 ক্রীড়া, কৌতুক (জলকেলি)। [সং. √ কিল্ + ই]। ̃ কদম্ব বি. 1 শ্রীকৃষ্ণলীলার প্রসঙ্গে স্মরণীয় কদম্ব গাছ; 2 একরকম কদমফুল। ̃ কুঞ্জ বি. প্রমোদকানন। ̃ গৃহ বি. প্রমোদভবন। 20)
খেই
(p. 231) khēi বি. 1 সুতোর প্রান্ত; 2 সুতোর সংখ্যা (পাঁচ খেই); 3 সূত্র, প্রসঙ্গ (কথার খেই হারানো)। [সং. ক্ষেপ]।
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
প্রকরণ
(p. 534) prakaraṇa বি. 1 গ্রন্হাদির অধ্যায়; 2 শাস্ত্রের; 3 প্রক্রিয়া, পদ্ধতি; 4 প্রস্তাব, প্রসঙ্গ, আলোচ্য বিষয়। [সং. প্র + √ কৃ + অন]। ̃ গত বিণ. প্রকরণবিষয়ক। 95)
প্রসঙ্গ
(p. 551) prasaṅga বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। ̃ ত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)। 22)
প্রস্তাব
(p. 552) prastāba বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ̃ ক বিণ. প্রস্তাবকারী। ̃ না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত। 23)
প্রাসঙ্গিক
(p. 554) prāsaṅgika বিণ. 1 প্রসঙ্গক্রমে উপস্হিত বা উত্থাপিত (প্রাসঙ্গিক উল্লেখ); 2 প্রসঙ্গের সঙ্গে সংগতিপূর্ণ, relevant. [সং. প্রসঙ্গ + ইক]। বি. ̃ তা। 86)
বিভিন্ন
(p. 621) bibhinna বিণ. 1 নানারকম, বিবিধ (বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম); 2 অন্য, অন্যরকম (বিভিন্ন কথা, বিভিন্ন প্রসঙ্গ); 3 বিভক্ত, বিদীর্ণ (বিভিন্নবক্ষ)। [সং. বি + √ ভিদ্ + ত]। ̃ তা বি. পার্থক্য; বৈচিত্র্য। বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত। 42)
রস
(p. 736) rasa বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাককরা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। 30)
সাময়িক
(p. 828) sāmaẏika বিণ. 1 সময়বিশেষে ঘটে এমন (সাময়িক ঘটনাবলি); 2 অল্পকালস্হায়ী (সাময়িক ক্রোধ বা উত্তেজনা); 3 সময়োচিত (সাময়িক বন্দোবস্ত); 4 বর্তমান ঘটনাবলি সংক্রান্ত বা নির্দিষ্ট সময়ান্তরে প্রকাশ্য (সাময়িক পত্র)। [সং. সময় + ইক]। সাময়িকি বি. বর্তমান বা চলতি সময়ের প্রসঙ্গ। [সাময়িক + বাং. ই]। সাময়িকী বিণ. সাময়িক -এর স্ত্রীলিঙ্গে। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074821
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366346
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698193
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545453
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542338

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন