Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্তন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অধ্রুব
(p. 21) adhruba বিণ. 1 যা ধ্রুব নয় অর্থাত্ চিরস্হায়ী নয়, অনিত্য; 2 অস্হির; 3 পরিবর্তনশীল; 4 অনিশ্চিত। [সং. ন+ধ্রুব]। 11)
অনড়
(p. 21) anaḍ় বিণ. 1 যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; 2 অপরিবর্তনীয়; 3 অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]। 21)
অনি-বর্তন
(p. 25) ani-bartana বি. বিরতির অভাব; নিবৃত্তিহীনতা। [সং. ন + নিবর্তন]। অনি-বর্তিত বিণ. বিরতিহীন। 34)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অনু-বৃত্তি
(p. 29) anu-bṛtti বি. 1 অনুসরণ, অনুবর্তন; আনুগত্য (অন্ধ অনুবৃত্তি); 2 পূর্বপ্রসঙ্গের জের (পূর্বানুবৃত্তি)। [সং. অনু + √ বৃত্ + তি]। 26)
অনু-সরণ
(p. 32) anu-saraṇa বি. 1 পিছন পিছন যাওয়া, অনুগমন; অনুবর্তন; 2 অনুরূপ আচরণ; অনুকরণ (পিতার পন্হানুসরণ)। [সং. অনু + √ সৃ + অন]। 3)
অপ-শ্রুতি
(p. 39) apa-śruti বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা - √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি়]। 22)
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অবিকার
(p. 48) abikāra বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 হিংসা রাগ ইত্যাদি নেই এমন। বি. বিকারহীনতা। [সং. ন + বিকার]। অবিকারী (-রিন্) বিণ. বিকারহীন, পরিবর্তনহীন; রাগদ্বেষহীন। 10)
অব্যবস্হিত
(p. 50) abyabashita বিণ. অস্হির; সদা পরিবর্তনশীল (অব্যবস্হিতচিত্ত)। [সং. ন + ব্যবস্হিত]। ̃ চিত্ত বিণ. মতি স্হির নেই এমন। 28)
অব্যয়
(p. 50) abyaẏa বিণ. ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। বি. 1 ব্রহ্ম; 2 (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে শব্দের কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না। [সং, ন+ব্যয়]। 33)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আউটানো
(p. 77) āuṭānō ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাং. √ আউটা (সং. আবর্তন )]। 22)
আনু-গত্য
(p. 94) ānu-gatya বি. 1 বশ্যতা, বাধ্যতা; 2 অনুসরণ; অনুবর্তন। [সং. অনুগত + য]। বিণ. অনুগত। 29)
আবর্ত
(p. 98) ābarta বি. 1 ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); 2 পরিক্রমণ; 3 ঘূর্ণিজল; 4 ঘূর্ণিপাক; 5 আবর্তন। বিণ. ঘূর্ণায়মান ('কে রোধিবে সেই আবর্ত গতিকে')। [সং. আ + √বৃত + অ]। 23)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
আবৃত্ত
(p. 99) ābṛtta বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)। 25)
আমূল
(p. 101) āmūla বিণ. মূল পর্যন্ত বিস্তৃত; সম্পূর্ণ (আমূল পরিবর্তন)। ক্রি-বিণ. 1 মূল পর্যন্ত বা মূল থেকে; 2 আগাগোড়া, পুরোপুরি (আমূল বদলে গেছে)। [সং. আ + মূল]। 48)
আলোড়ন
(p. 106) ālōḍ়na বি. 1 আন্দোলন; প্রবল নাড়াচাড়া; 2 আবর্তন, মন্হন, ঘোটন। [সং. আ + √ লুড্ + অন]। আলোড়ক বি. 1 যে আলোড়ন করে; 2 আলোড়নদণ্ড। আলোড়িত বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।
ইনকিলাব
(p. 114) inakilāba বি. বিপ্লব; আমূল পরিবর্তন। [ফা. ইন্কিলাব্]। ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক। 27)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উদ্বর্তন1
(p. 128) udbartana1 বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076363
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769599
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721393
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698450
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594942
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546317
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542457

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন