Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আনু-গত্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আনু-গত্য এর বাংলা অর্থ হলো -

(p. 94) ānu-gatya বি. 1 বশ্যতা, বাধ্যতা; 2 অনুসরণ; অনুবর্তন।
[সং. অনুগত + য]।
বিণ. অনুগত।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আতান্তর
আঙ্কিক
(p. 82) āṅkika বিণ. অঙ্কসম্বন্ধীয়। বি. অঙ্কে পারদর্শী এমন ব্যক্তি। [সং. অঙ্ক + ইক]। 79)
আয়াসী
(p. 103) āẏāsī (-সীন্) বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]। 12)
আসা1
(p. 110) āsā1 বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড। [আ. আসা]। ̃ নাড়ি বি. লাঠি। ̃ বরদার বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী। ̃ সোঁটা বি. রাজদণ্ড। 2)
আলাম
(p. 106) ālāma বি. দণ্ড, ধ্বজ, flagstaff. [ সং. আলম্ব]। 26)
আঃ
আনহি
আওতা
(p. 77) āōtā বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া। 31)
আড়৩
(p. 85) āḍ়3 বিণ. অপর; বিপরীত (আড়পার)। [সং. তু. হি. আর]। 78)
আইয়ো-ডিন
আজ
(p. 85) āja অব্য. ক্রি-বিণ. এই দিনে, অদ্য (আজ সেখানে যাব)। বি. 1 এই দিন, অদ্যকার দিন (আজ শুভ দিন); 2 বর্তমান কাল। [প্রাকৃ. অজ্জ]। ̃ .কার, ̃ .কের বিণ. এই দিনের, বর্তমান দিনের, অদ্যকার। ̃ .কাল অব্য. ক্রি-বিণ. বর্তমানে, এখন, অধুনা। ̃ .কে অব্য. ক্রি-বিণ. আজ, বর্তমান দিনে, এই দিনে (আজকে আমি যাব না)। আজ-কাল করা ক্রি. অযথা দেরি বা গড়িমসি করা। আজ নয় কাল বি. অযথা দেরি, অযথা গড়িমসি, দীর্ঘসূত্রতা। আজ বাদে কাল বি. ক্রি. বিণ. শীঘ্রই (আজ বাদে কাল পরীক্ষা, এখনও সময় নষ্ট করছ?)। 26)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আনু-মানিক
আহব1
(p. 111) āhaba1 বি. যুদ্ধ, সংগ্রাম। [সং. আ + √ হ্বে +অ]। 13)
আসার
(p. 110) āsāra বি. 1 বৃষ্টিপাত; 2 প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। [সং. আ + √ সৃ + অ]। 9)
আবহাওয়া
(p. 98) ābahāōẏā বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]। 31)
আহুত
(p. 111) āhuta বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি বি. হোম; হোমের সামগ্রী। 28)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আণব, আণবিক
(p. 85) āṇaba, āṇabika বিণ. অণুসম্বন্ধীয়, molecular. [সং. অণু + অ, ইক]। আণবিক আকর্ষণ অণুর আকর্ষণ, molecular attraction. 107)
আয়ব্যয়
(p. 103) āẏabyaẏa দ্র আয়। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535228
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us