Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাং)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজিহ্ব
(p. 8) ajihba বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]। 121)
কারেণ্ট2
(p. 186) kārēṇṭa2 বিণ. চলতি, চলছে বা ব্যবহৃত হচ্ছে এমন। [ইং. current]। কারেণ্ট আকাউণ্ট বি. ব্যাংকে চলতি আমানত বা জমা। 3)
কুনো
(p. 196) kunō বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; 3 অমিশুক, লাজুক। [সং. কোণ + বাং. উয়া ও]। কুনো ব্যাং বি. 1 গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; 2 (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক। 24)
কুয়া, কুয়ো
(p. 198) kuẏā, kuẏō বি. মাটির তলা থেকে জল তেল প্রভৃতি তোলবার জন্য যে গর্ত খোঁড়া হয়, কূপ; পাতকুয়ো। [সং. কূপ]। কুয়োর ব্যাং বি. কূপমণ্ডূক; যে ব্যক্তির অভিজ্ঞতা সংকীর্ণ; যে জ্ঞানলাভে অনিচ্ছুক, কুনো লোক। 23)
কূপ
(p. 202) kūpa বি. 1 কুয়ো, পাতকুয়ো, ইঁদারা (কূপখনন); 2 গর্ত, রন্ধ্র (লোমকূপ)। [সং. √ কু + উপ]। ̃ দণ্ড বি. মাস্তুল। ̃ মণ্ডূক বি. কুয়োর ব্যাং; কুয়োর ব্যাঙের মতো যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগত্ সম্পর্কে আগ্রহহীন; সংকীর্ণচেতা ব্যক্তি। 34)
কোলা
(p. 210) kōlā বি. বড় মোটা জালাবিশেষ। বিণ. বড় ও মোটা (কোলা ব্যাং)। [দেশি]। 55)
চেক2
(p. 294) cēka2 বি. ব্যাংককে টাকা দেবার আদেশপত্র বা হুণ্ডি়; ব্যাংক থেকে আমানতি টাকা তোলার জন্য নির্দেশপত্র। [ইং. cheque]। চেক কাটা ক্রি. বি. চেক দেওয়া, চেক দাখিল করা। ̃ দাখিলা বি. জমিদার প্রজাকে জমির বিবরণসংবলিত খাজনার যে-রসিদ দেন; খাজনার রসিদ। ̃ মুড়ি বি. দাখিলার অর্থাত্ রসিদের যে অংশ দাখিলাদাতা নিজের কাছে রাখে, counterfoil. 50)
দর্দুর
(p. 400) dardura বি. 1 ভেক, ব্যাং; 2 মেঘ; 3 দাক্ষিণাত্যের পর্বতবিশেষ। [সং. √ দৃ + উর]। 4)
দাদুর
(p. 402) dādura বি. (সচ. কাব্যে) ভেক, ব্যাং। [সং. দর্দরি]। দাদুরি, (বর্জি.) দাদুরী বি. (স্ত্রী.) স্ত্রী ব্যাং ('মত্ত দাদুরী, ডাকে ডাহুকী': বিদ্যা.)। 70)
প্লব
(p. 559) plaba বি. 1 লাফ; 2 সাঁতার; 3 জলে ভাসা; 4 ব্যাং; 5 ভেলা। [সং. √ প্লু + অ]। ̃ গ বি. 1 ব্যাং; 2 বানর। ̃ গতি বি. 1 লাফিয়ে চলা; 2 ব্যাং খরগোশ প্রভৃতি প্রাণী যারা লাফিয়ে চলে। ̃ ঙ্গ, ̃ ঙ্গম বি. 1 ব্যাং; 2 বানর; 3 মৃগ। ̃ চর বি. হংসাদি উভচর পাখি। ̃ তা বি. ভাসবার ক্ষমতা। ̃ ন বি. 1 ভাসা; 2 সাঁতার; 3 লাফিয়ে চলা। ̃ মান বিণ. ভাসছে এমন। 4)
ব্যঙ্গ1
(p. 648) byaṅga1 বিণ. 1 বিকলাঙ্গ; 2 অঙ্গহীন। বি. ভেক, ব্যাং। [সং. বি(=বিকৃত) + অঙ্গ] 7)
ব্যাং1
(p. 648) byā1 বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। 49)
ব্যাং2
(p. 648) byā2 বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ। [দেশি]। 50)
ব্যাংক
(p. 648) byāṅka বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]। 51)
ব্লাড ব্যাংক
(p. 654) blāḍa byāṅka বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে। [ইং. blood bank]। 7)
ভেক2
(p. 670) bhēka2 বি. ব্যাং। [সং. √ ভী + ক]। স্ত্রী. ভেকী। 18)
মণ্ডূক
(p. 676) maṇḍūka বি. ভেক, ব্যাং (কূপমণ্ডূক)। [সং √ মণ্ড্ + ঊক]। স্ত্রী. মণ্ডূকী। ̃ .বৃত্তি বি. ব্যাঙের মতো লাফিয়ে চলার প্রকৃতি বা স্বভাব। 58)
ম্যানেজার
(p. 721) myānējāra বি. পরিচালক, তত্বাবধানকারী কর্মচারী (সার্কাসের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার)। [ইং. manager]। ম্যানেজারি বি. ম্যানেজারের পদ বা কাজ। 24)
লকার2
(p. 753) lakāra2 বি. গহনাদি সুরক্ষিত রাখার জন্য ব্যাংকের প্রকোষ্ঠবিশেষ। [ইং locker]। 14)
শিলীন্ধ্র
(p. 779) śilīndhra বি. 1 কলাগাছ; 2 কলার মোচা; 3 ব্যাঙের ছাতা, ছত্রাক; 4 মাছবিশেষ। [সং. শিলী + √ ধৃ + অ]। শিলীন্ধ্রা বি. (স্ত্রী.) 1 কলা; 2 মাটি; 3 পক্ষিণীবিশেষ। শিলীন্ধ্রী বি. (স্ত্রী.) 1 কেঁচো; 2 মাটি; 3 স্ত্রী-ব্যাং, ভেকী; 4 পক্ষিণীবিশেষ। 26)
হাড়গিলা, (কথ্য) হাড়গিলে
(p. 862) hāḍ়gilā, (kathya) hāḍ়gilē বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা2 দ্র]। 80)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2109618
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1782965
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1380784
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 726777
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 705286
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 599213
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 562657
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 545062

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন