Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভেক2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভেক2 এর বাংলা অর্থ হলো -

(p. 670) bhēka2 বি. ব্যাং।
[সং. √ ভী + ক]।
স্ত্রী. ভেকী।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভৌমী
(p. 670) bhaumī বি. (স্ত্রী.) (ভূমি থেকে উদ্ভূত বলে) সীতা। বিণ. (স্ত্রী.) ভূমিসম্বন্ধীয়; ভূমিজাত। [সং. ভৌম + ঈ]। 101)
ভরণ
(p. 658) bharaṇa বি. 1 ভরা, পূর্ণ বা ভরতি করা; 2 পালন করা, প্রতিপালন (ভরণ পোষণ); 3 বেতন। [সং. √ ভৃ + অন]। ̃ .পোষণ বি. অন্নবস্ত্রাদি জুগিয়ে প্রতিপালন। 10)
ভসকা
(p. 659) bhasakā বিণ. 1 জলবত্, পানসে (ভসকা জামরুল); 2 জমাট নয় এমন, আলগা (ভসকা মাটি)। [দেশি]। 9)
ভাবী
(p. 663) bhābī (-বিন্) বিণ. ভবিষ্যত্, আগামী (ভাবী জামাই, ভাবী জীবন, ভাবী কাল, ভাবী বংশধর)। [সং. √ ভূ + ইন্]। স্ত্রী. ভাবিনী। 14)
-ভাক
(p. 660) -bhāka (-ভাজ্), (বর্জি.) -ভাক্ বিণ. ভাগী, অংশী (অংশভাক)। [সং. √ ভজ্ + ক্বিপ্]। 5)
ভন-ভনিয়ে
ভোলা
(p. 670) bhōlā ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। বি. উক্ত অর্থে। বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ̃ .নাথ বি. শিব। ̃ .নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 92)
ভবন-শিখী
(p. 655) bhabana-śikhī বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]। 57)
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিকজাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভজ্য-মান
(p. 655) bhajya-māna বিণ. 1 উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; 2 বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]। 28)
ভাঁড়2
ভাঙা-ভাঙা
(p. 661) bhāṅā-bhāṅā দ্র ভাঙা। 6)
ভিড়
ভাগা-ভাগি
(p. 660) bhāgā-bhāgi বি. বন্টন, ভাগবাটোয়ারা (আমগুলো নিজেদের মধ্য ভাগাভাগি করে নিল)। [বাং. ভাগ + আ + ভাগ + ই]। 17)
ভেঁপু
(p. 670) bhēm̐pu বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]। 16)
ভি আই পি
(p. 664) bhi āi pi বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [ ইং. VIP Very Important Persons]। 40)
ভ্যাবা
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবীভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হবিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভৈরোঁ
ভীত
(p. 667) bhīta বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577963
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185771
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785880
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901185
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848159
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708644
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620361

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us