Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিনতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-নয়
(p. 28) anu-naẏa বি. মিনতি, বিনীত অনুরোধ। [সং. অনু + √ নী + অ]। ̃ বিনয় বি. সাধ্যসাধনা; কাতর প্রার্থনা। অনু-নয়ী (-য়িন্) বিণ. অনুনয় করে এমন। 21)
অনুরোধ
(p. 31) anurōdha বি. 1 উপরোধ, মিনতিপূর্ণ যাচ্ঞা; 2 প্রার্থনা; মিনতি; 3 হেতু, নিমিত্ত (সত্যের অনুরোধে, কর্তব্যের অনুরোধে)। [সং. অনু + √ রুধ্ + অ]। বিণ. অনু-রুদ্ধ। 7)
অশ্ব-শক্তি
(p. 66) aśba-śakti বি. বিদ্যুত্ বা বাষ্পের সাহায্যে চালিত যন্ত্রের শক্তিনির্ণয়ের মাপকাঠি; এক অশ্বের শক্তির স্বীকৃত পরিমাণ (অর্থাত্ 1 মিনিটে প্রায় 4 মন ওজন 1 ফুট উঁচু করার জন্য প্রয়োজনীয় শক্তি), horsepower. [সং. অশ্ব + শক্তি]। 21)
আমিন
(p. 101) āmina বি. 1 তত্ত্বাবধানকারী কর্মচারী; 2 জমি জরিপকারী কর্মচারী। [আ. আমীন]। আমিনি বি. আমিনের কাজ। বিণ. আমিনসংক্রান্ত (আমিনি কমিশন, আমিনি দায়িত্ব)। 43)
আর-মানি
(p. 104) āra-māni বি. আরমিনিয়ার অধিবাসী। বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia আরমান + ই]। 12)
কলাই2
(p. 169) kalāi2 বি. রাং ইত্যাদি ধাতুর প্রলেপ; ইনামেল, মিনা (কলাই-করা থালা)। [আ. ক'লা']। 70)
কাকু2
(p. 177) kāku2 বি. 1 শোক ভয় ইত্যাদির আবেগে বিকৃত কণ্ঠস্বর; 2 স্বরবিকৃতি ও তার ফলে বিপরীত অর্থের সূচনা; 3 বক্রোক্তি; 4 কাকুতি। [সং. √ কক্ + উ]। ̃ বাদ বি. কাকুতি, মিনতি। কাকূক্তি বি. 1 কাতরোক্তি; 2 বক্রোক্তি। 18)
কাকুতি, কাকূতি
(p. 177) kākuti, kākūti বি. কাতরোক্তি, খেদোক্তি; অনুনয়, মিনতি। [সাং. কাকূক্তি]। কাকুতি-মিনতি বি. অনুনয়বিনয়। 19)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
ক৪, কো
(p. 156) ka4, kō (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। 5)
খানেক
(p. 226) khānēka বিণ. প্রায় এক, একের কাছাকাছি (মিনিটখানেক, সেরখানেক)। [বাং. খান + এক]। 52)
গম্বুজ
(p. 241) gambuja বি. মন্দির মিনার বা অন্য ইমারতের গোলাকার শীর্ষদেশ, গুম্বজ। [গুম্বজ দ্র]। 25)
গুম্বজ, গম্বুজ
(p. 253) gumbaja, gambuja বি. মন্দির, মিনার, প্রাসাদ প্রভৃতির শীর্ষদেশে গোলাকার ছাদ। [ফা. গুম্বদ]। 26)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ছিনি-মিনি
(p. 304) chini-mini বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]। 73)
জমানত
(p. 312) jamānata বি. জামিনস্বরূপ প্রদত্ত টাকা, জামিনের টাকা; জামিন। [আ. জমানত্]। 109)
জৈমিনি
(p. 327) jaimini বি. মীমাংসাদর্শনপ্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় এই বিশ্বাসে বজ্রবিদ্যুত্পাতের সময় লোকে এর নাম কীর্তন করে। 91)
তোয়2
(p. 387) tōẏa2 সর্ব. (ব্রজ.) তোমাকে, তোমার প্রতি ('মাধব, বহুত মিনতি করি তোয়': বিদ্যা.)। [বাং. তুঅ]। 23)
দণ্ড2
(p. 396) daṇḍa2 বি. সময়ের পরিমাপবিশেষ (=6 পল = এক প্রহরের সাড়ে সাত ভাগের এক ভাগ=24 মিনিট)। [সং. √ দণ্ড্ + অ]। দণ্ডে দণ্ডে ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, ক্ষণে ক্ষণে; বারংবার। 24)
দোহাই
(p. 425) dōhāi বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্হতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]। 20)
নাক্ষত্র, নাক্ষত্রিক
(p. 452) nākṣatra, nākṣatrika বিণ. 1 নক্ষত্রসম্পর্কিত; 2 তিথির হিসাবে, নক্ষত্রের দ্বারা নির্ধারিত (নাক্ষত্র দিন, নাক্ষত্রিক মাস)। [সং. নক্ষত্র + অ, ইক]। নাক্ষত্র বত্সর বি. সূর্যের নক্ষত্রপরিক্রমা অনুসারে গণনা করা বত্সর (এই বত্সর 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 9.6 সেকেণ্ড হয়), sidereal year. নাক্ষত্রিকী বিণ. (স্ত্রী.) নক্ষত্রসম্পর্কিত; নক্ষত্রের হিসাব অনুযায়ী। 13)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
বন্ধক
(p. 575) bandhaka বি. 1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা; 2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য। [সং. √ বন্ধ্ + অক]। ̃ নামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি। বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]। 99)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073829
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768599
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365984
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594608
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545098
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542281

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন