Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোয়2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তোয়2 এর বাংলা অর্থ হলো -

(p. 387) tōẏa2 সর্ব. (ব্রজ.) তোমাকে, তোমার প্রতি ('মাধব, বহুত মিনতি করি তোয়': বিদ্যা.)।
[বাং. তুঅ]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ত্রয়ী
(p. 387) traẏī বি. 1 ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তি; 2 ঋক্, সাম ও যজুঃ এই তিন বেদ (ত্রয়ীবিদ্যা)। বিণ. স্ত্রী. ত্রয় -এর অর্থে। ̃ ধর্ম বি. তিন বেদের বিহিত ধর্ম। 79)
তখরচ
(p. 364) takharaca বি. নির্দিষ্ট খরচের আনুষঙ্গিক বাজে খরচ। [আ. তয় (ফা. তহ্) + ফা. খর্চ]। 2)
তেরিজ
(p. 375) tērija বি. অঙ্কের সমষ্টি বা যোগ (তেরিজ কষা)। [আ. তেরীজ]। 305)
ত্রস্ত
তোতলা
(p. 387) tōtalā বিণ. (জিহ্বার স্হূলতা বা অন্য কারণে) কথা আটকে বা জড়িয়ে ফেলে এমন)। ক্রি. তোতলানো। [বাং. ধ্বন্যা. 'তো-তো' করা থেকে]। ̃ নো ক্রি. বি. জড়িয়ে বা অস্পষ্টভাবে বা তোতলার মতো কথা বলা। ̃ মি বি. তোতলার অবস্হা বা তোতলানো। 14)
তালা৩
(p. 375) tālā3 বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)। [দেশি]। 94)
তান-পুরা
ত্রিষ্টুভ, ত্রিষ্ঠুভ্
(p. 387) triṣṭubha, triṣṭhubh বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. ত্রি + স্তুভ্ + ক্বিপ্]। 96)
তোরঙ্গ, তোরঙ
(p. 387) tōraṅga, tōraṅa বি. লোহা বা ইস্পাতের তৈরি বড় বাক্স, পেটরা। [ইং. trunk]। 29)
তৈয়ার, তৈয়ারি, তৈরি
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তপন
তান
(p. 375) tāna বি. 1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান); 2 সুর (সেতারে তান ধরেছে); 3 সুরেলা ধ্বনি; 4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা। [সং. √ তন্ + অ]। তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া। তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা। তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা। 18)
তারণ
(p. 375) tāraṇa বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়। 64)
তত্তুল্য
(p. 365) tattulya বিণ. তার তুল্য, তার সদৃশ, তার মতো (তত্তুল্য সজ্জন); সেইরকম। [সং. তত্ + তুল্য]। 7)
তাড়স
(p. 373) tāḍ়sa বি. বেদনার প্রভাব (ফোড়ার তাড়সে জ্বর এসেছে)। [সং. তাড় (আঘাত, impact]। তাড়সে জ্বর বেদনাজনিত জ্বর। 44)
তদ্রূপ
ত্রৈগুণ্য
(p. 387) traiguṇya বি. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের সমষ্টি সমন্বয় বা ভাব। [সং. ত্রিগুণ + য]।
তা৬
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577867
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185649
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026885
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us