Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লাভসহ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অলাভ
(p. 64) alābha বি. লাভের অভাব, লাভহীনতা; লোকসান; ক্ষতি (লাভ-অলাভ ভেবে কী লাভ)। [সং. ন + লাভ]। 22)
আয়
(p. 101) āẏa বি. 1 রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; 2 উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। ̃ কর বি. আয়ের উপর ধার্য কর, income tax. বিণ. আয়জনক; লাভজনক। ̃ ব্যয় বি. রোজগার ও খরচ; জমাখরচ। 60)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কুলাভি-মান
(p. 199) kulābhi-māna বি. আভিজাত্যের গর্ব (তার অবস্হা এখন পড়তি, কিন্তু তবু কুলাভিমান ছাড়ে না)। [সং. কুল3 + অভিমান]। কুলাভি-মানী (-নিন্) বিণ. আভিজাত্যগর্বী। 47)
জলাভাব
(p. 312) jalābhāba বি. 1 জলের অভাব; 2 জলের অভাবহেতু কষ্ট। [সং. জল + অভাব]। 167)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
জ্বালা-মুখ
(p. 331) jbālā-mukha বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]। 44)
জয়ী
(p. 312) jaẏī (-য়িন্) বিণ. জয়লাভকারী, জয়যুক্ত, জয়শীল। [সং. √ জি + ইন্]। 127)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তলাভি-ঘাত
(p. 371) talābhi-ghāta বি. চপেটাঘাত, চড়, তল বা করতলের আঘাত। [সং. তল + অভিঘাত]। 26)
দোকান
(p. 421) dōkāna বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজার ও দোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকান ও বাজার থেকে জিনিসপত্র কেনা। 73)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধন্য
(p. 430) dhanya বিণ. 1 সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); 2 কৃতার্থ (স্নেহধন্য); 3 প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য ('তুমি ধন্য ধন্য হে': রবীন্দ্র); 4 (বাংলায় বিরল) ধনলাভকারী। বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)। [সং. ধন + য]। বিণ. স্ত্রী. ধন্যা। ̃ বাদ বি. 1 প্রশংসাবাদ; 2 কৃতজ্ঞতা। 29)
পরি-পোষক
(p. 499) pari-pōṣaka বিণ. 1 ন্যায্য লাভসহ নির্মাণ করা যায় এমন বা উত্পাদনের ব্যয় সংকুলান হয় এমন (পরিপোষক মূল্য); 2 প্রতিপালন করে এমন। [সং. পরি + √ পুষ্ + অক]। 7)
বাঙালি
(p. 591) bāṅāli বি. বঙ্গদেশের বাংলাভাষী অধিভাষী। বিণ. বঙ্গ দেশীয় (বাঙালি প্রথা)। [বাং. বাঙ্গালা + ই বাঙালি]। স্ত্রী. বাঙালিনি। 83)
বানিয়া, বেনে
(p. 599) bāniẏā, bēnē বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভলোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]। 21)
বিজয়
(p. 611) bijaẏa বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ̃ কেতন বি. জয়পতাকা। ̃ গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ̃ দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ̃ লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ̃ স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োত্-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা। বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। 31)
বিলসন
(p. 625) bilasana বি. 1 বিলাস, লীলা; 2 ক্রীড়া; 3 হাবভাবপ্রদর্শন; 4 শোভা; 5 স্ফুরণ, প্রকাশ, বিকাশ। [সং. বি + √ লস্ + অন]। বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা ('দ্যুলোকে ভূলোকে বিলসিছ': রবীন্দ্র)। বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত। বি. বিলসন। 21)
বুলা2
(p. 633) bulā2 ক্রি. বুলানো। [বুলা1 দ্র]। ̃ নো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। বিণ. উক্ত অর্থে। 47)
লভ্য
(p. 756) labhya বিণ. 1 লাভের যোগ্য; 2 লাভস্বরূপ প্রাপ্তির সম্ভাবনাযুক্ত; 3 প্রাপ্য (লভ্যাংশ)। বিণ. (বাং.) লাভ, প্রাপ্তি। [সং. √ লভ্ + য]। স্ত্রী. লভ্যা। লভ্যাংশ বি. লাভের ভাগ বা অংশ; প্রাপ্য অংশ। 13)
লাভ
(p. 760) lābha বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। 2)
লাভা
(p. 760) lābhā বি. আগ্নেয়গিরির অগ্নুত্পাতে নির্গত গলিত ও অতিতপ্ত ধাতব পদার্থ। [ইং. lava]। 3)
লাভালাভ
(p. 760) lābhālābha দ্র লাভ। 4)
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086785
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773522
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371105
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700576
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596343
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551471
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543303

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন