Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধন্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধন্য এর বাংলা অর্থ হলো -

(p. 430) dhanya বিণ. 1 সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); 2 কৃতার্থ (স্নেহধন্য); 3 প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য ('তুমি ধন্য ধন্য হে': রবীন্দ্র); 4 (বাংলায় বিরল) ধনলাভকারী।
বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)।
[সং. ধন + য]।
বিণ. স্ত্রী. ধন্যা।
বাদ বি. 1 প্রশংসাবাদ; 2 কৃতজ্ঞতা।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধোয়া, ধুয়া
(p. 441) dhōẏā, dhuẏā ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। 9)
ধাতব
(p. 433) dhātaba বিণ. 1 ধাতুসম্বন্ধীয় (ধাতব আওয়াজ); 2 ধাতুঘটিত (ধাতব পদার্থ)। [সং. ধাতু + অ]। 29)
ধোকড়, ধোকড়া
(p. 441) dhōkaḍ়, dhōkaḍ়ā বি. 1 ছেঁড়া কাঁথা; 2 মোটা কাপ়ড়; 3 মোটা সুতোয় তৈরি থলি। [হি. ধুকড়ী]। কথার ধোকড় বাক্যবাগীশ, কথা বলায় পটু। মাকড় মারলে ধোকড় হয় (অন্য লোকে মাকড়সা মারলে মহাপাপ হয় কিন্তু) নিজে পাপ করলে তাতে দোষ হয় না; নিজের অপরাধে লঘুদণ্ড; একপেশে বিচার। 5)
ধারয়িষ্ণু
(p. 433) dhāraẏiṣṇu বিণ. ধারণ করে আছে এমন, ধারণকারী, ধারণশীল। [সং. √ ধৃ + ণিচ্ + ইষ্ণু]। 73)
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
ধাষ্ট্য
(p. 433) dhāṣṭya বি. ধৃষ্টতা, ঔদ্ধত্য। [সং. ধৃষ্ট + য]। 90)
ধীরাধীরা
(p. 433) dhīrādhīrā বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ কিছুটা ব্যক্তকিছুটা অব্যক্ত থাকে। [সং. ধীরা + অধীরা]। 104)
ধরাট
(p. 432) dharāṭa বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]। 15)
ধবল
(p. 430) dhabala বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, 'অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া': রবীন্দ্র)। বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলা। ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী ('ধবলীরে আনো গোহালে': রবীন্দ্র)। ধবলী-কৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলী-ভূত বিণ. সাদা হয়েছে এমন। 34)
ধট, ধটক
(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]। 5)
ধৈবত
(p. 439) dhaibata বি. (সংগীতে) স্বরগ্রামের ষষ্ঠ স্বর, ধা। [সং. ধাবত্ + অ]। 57)
ধেড়ে2
(p. 439) dhēḍ়ē2 বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]। 49)
ধনি1
ধার্মিক
(p. 433) dhārmika বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ̃ তা। 87)
ধৌতি1
(p. 441) dhauti1 বি. ধুতি। [সং. ধৌত + বাং. ই]। 15)
ধুম2
(p. 439) dhuma2 বি. অব্য. ভারী বস্তু পতনের বা কিল মারার শব্দ, দুম। [ধ্বন্যা.]। 16)
ধর-পাকড়
ধানি
(p. 433) dhāni বিণ. 1 কাঁচা ধানের মতো সংযুক্ত (ধানি রঙের কাপড়); 2 ধান জন্মে এমন, ধানের চাষ হয় এমন (ধানিজমি); 3 খুব ছোট কিন্তু ঝালযুক্ত বা তেজযুক্ত (ধানিলংকা)। [বাং. ধান + ই]। 39)
ধরতি
(p. 432) dharati বি. 1 পাছে ওজন কম হয়, এই জন্য বিক্রেতা যে পরিমাণ অতিরিক্ত জিনিস ক্রেতাকে আন্দাজে ধরে দেয়; 2 যা আগে থেকেই বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতা। [ধরা2 দ্র]। 6)
ধমনি, ধমনী
(p. 430) dhamani, dhamanī বি. রক্তবাহী নাড়ি, শরীরের ভিতরের রক্তসঞ্চারক নাড়ি, artery ('বেগে বহে শিরা-ধমনী': রবীন্দ্র)। [সং. √ ধ্মা + অনি, কিংবা √ ধম্ + অনি]। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534746
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140273
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942612
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us