Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ্রাস; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখণ্ড
(p. 4) akhaṇḍa বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ̃ তা (আঞ্চলিক অখণ্ডতা)। ̃ ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ̃ মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ̃ মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ। 43)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধো-গতি, অধো-গমন
(p. 20) adhō-gati, adhō-gamana বি. 1 নিম্নগতি, নীচের দিকে গতি; 2 হ্রাস; 3 অবনতি, অধঃপতন; 4 দুর্দশা; 5 নরকে যাওয়া; 6 (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। [সং. অধঃ+গতি, গমন]। অধো-গত বিণ. যার অবনতি হয়েছে; দুর্দশাগ্রস্ত; নীচে পতিত। অধো-গামী (-মিন্) বিণ. নীচে নামছে এমন; যার অধঃপতন ঘটছে; কমছে এমন। 14)
অনু-পাত
(p. 28) anu-pāta বি. 1 (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.); 2 এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.); 3 হিসাব; 4 হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সং. অনু + √ পত্ + অ]।
অপ-চয়
(p. 34) apa-caẏa বি. 1 ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); 2 ক্ষয়; হ্রাস। [সং. অপ + √ চি + অ]। ̃ চয়ী বিণ. অপচয় করে এমন। অপ-চিত বিণ. ক্ষয়প্রাপ্ত; অপব্যয়িত, অযথা খরচ বা ব্যয়িত হয়েছে এমন; হ্রাসপ্রাপ্ত। অপ-চিতি বি. 1 অপব্যয়, অযথা ব্যয়; 2 দেহকোষের ক্ষয়., katabolism (বি. প.)। অপ-চীয়-মান বিণ. ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ। 77)
অব-চয়
(p. 43) aba-caẏa বি. 1 অপচয়, বাজে খরচ; 2 সম্পত্তি, জমি বা দ্রব্যাদির দাম কমা, মূল্যহ্রাস, depreciation (বি. প.); 3 ফুল চয়ন করা, পুষ্পচয়ন। [সং. অব + √ চি + অ]।
অব-মূল্যায়ন
(p. 45) aba-mūlyāẏana বি. 1 নির্দিষ্ট দামের চেয়ে কম দামে বিক্রয়, মূল্যহ্রাস; 2 ছাড়, discount. [সং. অব + মূল্যায়ন]। 23)
উঠতি
(p. 119) uṭhati বিণ. 1 বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); 2 বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); 3 উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠতি-পড়তি বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ বি. উন্নতির আরম্ভ। 80)
উত্থান
(p. 126) utthāna বি. 1 ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); 2 উন্নতি; 3 অভুদ্যয়, আবির্ভাব; 4 বিদ্রোহ। [সং. উত্ + √ স্হা + অন]। ̃ পতন বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি। ̃ শক্তি-রহিত বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)। 4)
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কমা2
(p. 164) kamā2 ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ̃ নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। বিণ. হ্রস্বীকৃত। বি. হ্রস্বীকরণ। 55)
কমি
(p. 164) kami বি. কমতি, অল্পতা, হ্রাস। [ফা. কম্ + বাং. ই]। ̃ বেশি বি. হ্রাস-বৃদ্ধি, তারতম্য (বয়সের কমিবেশি)। 57)
কিফায়ত, কিফায়েত, কিফাইত
(p. 190) kiphāẏata, kiphāẏēta, kiphāita বি. 1 কম খরচ; ব্যয়হ্রাস; 2 সস্তা দর; 3 লাভ। [আ. কিফায়ত্]। 16)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
ক্ষুধা
(p. 217) kṣudhā বি. 1 খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা; 2 ইচ্ছা, বাসনা ('জাগো নূতনের ক্ষুধা': স. দ.)। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ̃ তুর, ক্ষুধার্ত বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ̃ তুরা। ̃ নিবৃত্তি, ̃ শাস্তি বি. আহার করে ক্ষুধা দূর করা। ̃ ন্বিত বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ̃ মান্দ্য বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ̃ সঞ্চার বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতা। দুষ্ট-ক্ষুধা বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা। 47)
ক্ষয়
(p. 217) kṣaẏa বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ̃ কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ̃ ক্ষতি বি. লোকসানাদি। ̃ প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ̃ শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ̃ তা। ক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর। 23)
গুণাপ-কর্ষ
(p. 250) guṇāpa-karṣa বি. গুণের হ্রাস, গুণের ক্ষয়। [সং. গুণ + অপকর্ষ]। 77)
গ্লানি
(p. 264) glāni বি. 1 ক্লান্তি, অবসাদ; 2 ক্ষয়, হ্রাস (ধর্মের গ্লানি); 3 মল (মনের গ্লানি) ; 4 কলঙ্কস্বরূপ ব্যক্তি বা বস্তু (বীরকুল-গ্লানি); 5 নিন্দা; কল্পিত দোষারোপ (আত্মগ্লানি)। [সং. √গ্লৈ + তি]। গ্লান বিণ. 1 ক্লান্ত, অবসন্ন ; 2 নোংরা; 3 কলঙ্কস্বরূপ; 4 নিন্দিত।
চটা৩
(p. 275) caṭā3 ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। বি. বিণ. উক্ত অর্থে। 28)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
টুটা
(p. 346) ṭuṭā ক্রি. বি. 1 ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; 2 দূর হওয়া; 3 দূর করা; 4 চূর্ণ করা বা হওয়া ('টুটিল মোহ-কারা': রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) 1 ভগ্ন হয় বা করে; 2 দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে ('টুটব বিরহক ওর': বিদ্যা.)। ̃ নো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে। 19)
তিথি
(p. 375) tithi বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিত ও সীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)। [সং. তত্ + ইথি]। ̃ কৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য। ̃ ক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা। ̃ পালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা। 125)
তেজি1
(p. 375) tēji1 বিণ. চড়া (মাছের বাজার এখন খুব তেজি)। [বাং. তেজ ( সং. তেজস্) + ই]। ̃ মন্দি বি. চাহিদার অনুপাতে বাজারদরের হ্রাস-বৃদ্ধি। 279)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074756
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768936
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366327
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721130
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698186
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594760
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545436
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542334

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন