Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভি-গ্রহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অভি-গ্রহ এর বাংলা অর্থ হলো -

(p. 50) abhi-graha বি. 1 আক্রমণ; লুন্ঠন; 2 যুদ্ধের আহ্বান; 3 যুদ্ধের জন্য এগিয়ে যাওয়া।
[সং. অভি + √ গ্রহ্ + অ]।
ণ বি. আক্রমণ; লুন্ঠন।
77)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অস্হানিক
(p. 73) ashānika বিণ. স্হানীয় নয় এমন; বহিরাগত, adventitious (বি. প.)। [বাং. অ + স্হানিক]। ̃ মূল বি. যে মূল অন্য স্হান থেকে বেরোয়, adventitious root (বি. প.)। 21)
অসংশ্লিষ্ট
(p. 67) asaṃśliṣṭa বিণ. সংশ্লিষ্ট বা সম্পর্কিত নয় এমন। [সং. ন + সংশ্লিষ্ট]। 45)
অনাড়ম্বর
অব-রোধ
অনেকাংশ
(p. 32) anēkāṃśa বি. বেশির ভাগ। [সং. অনেক + অংশ]। অনেকাংশে ক্রি-বিণ. মূলত; পুরোপুরি না হলেও মোটামুটিভাবে (তাঁর কথা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে). 22)
অদ্রীশ
(p. 17) adrīśa বি. 1 শিব; 2 হিমালয়। [সং. অদ্রি+ঈশ]। 30)
অক্ষটি
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অনল
(p. 23) anala বি. আগুন। [সং. অন্+অল]। 29)
অনঙ্কুরিত
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অদ্রাব্য
(p. 17) adrābya বিণ. গলানো যায় না এমন, insoluble (বি.প.)। [সং. ন+√দ্রাবি+য]। 28)
অনধীত
(p. 21) anadhīta বিণ. অপঠিত, পাঠ করা হয়নি এমন (বইটি আমার অনধীত থেকে গেছে)। [সং. ন+অধীত]।
অনঘ
(p. 21) anagha বিণ. 1 পাপহীন, নিষ্পাপ; 2 বিপদ বা বিপদের আশঙ্কা নেই এমন; 3 দুঃখহীন। [সং. ন+অঘ]। 16)
অপ্রতর্ক্য
(p. 40) apratarkya বিণ. তর্কের দ্বারা মীমাংসা করা যায় না এমন, তর্কাতীত। [সং. ন + প্র + √ তর্ক্ + য]। 62)
অধশ্চৌর
(p. 17) adhaścaura বি. সিঁধেল চোর। [সং অধম্+চোর+অ]। 45)
অসুস্হ
অগণন, অগণনীয়, অগণিত, অগণ্য
(p. 6) agaṇana, agaṇanīẏa, agaṇita, agaṇya বিণ. গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সং. ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]। 11)
অণ্ড
(p. 14) aṇḍa বি. 1 ডিম; 2 অণ্ডকোষের বিচি, testes; 3 গোলাকার বস্তু। [সং. √ অম্+ড]। ̃ কোষ বি. মুষ্ক, হোল, scrotum. ̃ জ বিণ. ডিম্বজাত, ডিম থেকে উত্পন্ন। বি. পাখি, মাছ প্রভৃতি ডিম্বজাত প্রাণী। অণ্ডাকার, অণ্ডাকৃতি বিণ. ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval. 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2555277
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2162338
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1756774
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 978884
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 892168
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 843065
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 702214
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 606136

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us