Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আজ-রাইল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আজ-রাইল এর বাংলা অর্থ হলো -

(p. 85) āja-rāila বি. (ইসলামি শাস্ত্রে) যম; যমদূত।
[আ. ইজ্রাইল]।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আশক
(p. 108) āśaka বিণ. বি. প্রেমিক, প্রণয়ী। [আ. আশিক্]। 10)
আনা2
(p. 94) ānā2 ক্রি. নিয়ে আসা। বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ̃ .নো ক্রি. আনয়ন করানো। বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত। 16)
আদিত্য
আধিব্যাধি
(p. 89) ādhibyādhi দ্র আধি। 105)
আশু2
(p. 108) āśu2 অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। ̃ গ, ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। স্ত্রী. ̃ গামিনী। ̃ তোষ বি. 1 যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; 2 শিব। ̃ পাতী (-তিন্) বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন। 29)
আম-গন্ধি
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আনর্থ, আনর্থ্য, আনর্থক্য
(p. 94) ānartha, ānarthya, ānarthakya বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা। [সং. অনর্থ + অ, য; অনর্থক + য]। 12)
আদেশ
(p. 89) ādēśa বি. 1 আজ্ঞা, হুকুম; 2 অনুমতি; 3 অনুশাসন; উপদেশ; 4 নিয়োগ; 5 (ব্যাক.) এক শব্দাংশের স্হানে অন্য শব্দাংশের বিধান। [সং. আ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. বি. যে আদেশ দেয়। ̃ ন বি. আদেশ করা বা দেওয়া। ̃ .পত্র, ̃ .নামা বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়। 81)
আঁধলা
(p. 80) ān̐dhalā বি. অন্ধ লোক। [হি. অন্ধেলা]। 8)
আটকৌড়ে, আটখানা, আটঘাট, আটচল্লিশ, আটচালা, আটত্রিশ, আটপ্রহর, আটপিঠে, আটপৌরে
(p. 85) āṭakauḍ়ē, āṭakhānā, āṭaghāṭa, āṭacalliśa, āṭacālā, āṭatriśa, āṭaprahara, āṭapiṭhē, āṭapaurē দ্র আট। 66)
আরাধক
(p. 104) ārādhaka বিণ. উপাসক, যে পূজা বা উপাসনা করে, পূজক (শিবের আরাধক)। [সং. আ + √রাধ্ + ণিচ্ + অক]। 18)
আলেখা
(p. 106) ālēkhā বিণ. লেখা হয়নি এমন, অলিখিত (আলেখা চিঠি)। [বাং. আ3 + লেখা]। 53)
আলবাল
(p. 106) ālabāla বি. জল সেচনের জন্য গাছের গোড়ায় মাটির ঘের। [সং. আ + লব + আ + √লা + অ]। 5)
আইল2
(p. 77) āila2 বি. খেতের আল, আলবাল বা বাঁধ। [সং. আলি]। 16)
আমিন
আপক্ক
(p. 95) āpakka বিণ. 1 ঈষত্ পক্ক, আধসিদ্ধ; 2 ডাঁসা, আধপাকা। [সং. আ + পক্ক]। 36)
আলোচনা, আলোচন
(p. 106) ālōcanā, ālōcana বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত। 62)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আনা-গোনা, আনা-গনা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577941
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185734
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785828
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027083
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901176
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848155
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708635
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620330

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us