Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আসা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আসা1 এর বাংলা অর্থ হলো -

(p. 110) āsā1 বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড।
[আ. আসা]।
নাড়ি
বি. লাঠি।
বরদার
বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী।
সোঁটা
বি. রাজদণ্ড।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আছাড়ি-পিছাড়ি
(p. 85) āchāḍ়i-pichāḍ়i বি. মাটিতে গড়াগ়ড়ি। [দেশি- তু. বাং. আছড়] 24)
আবিষ্ট
আত্মীয়
আদেখলে, আদেখলা
(p. 89) ādēkhalē, ādēkhalā বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। 80)
আল2
(p. 104) āla2 বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ̃ কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা। 50)
আচা. ভুয়া, আচা.ভুয়ো
আকাঠ, আকাঠা
(p. 81) ākāṭha, ākāṭhā বি. বাজে কাঠ। [বাং. আ (মন্দ অর্থে) + কাঠ]। 13)
আখাম্বা
(p. 82) ākhāmbā বিণ. থামের মতো আকৃতিবিশিষ্ট, খুব মোটা ও লম্বা (আখাম্বা বাঁশ)। [বাং. আ + হি. খম্বা]। 26)
আবোল-তাবোল
(p. 99) ābōla-tābōla বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] 33)
আমানত
(p. 101) āmānata বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)। বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)। [আ. আমানত্]. আমানত রাখা, আমানত করা ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা। আমানতি বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)। 36)
আবলুস
(p. 98) ābalusa বি. কঠিন কালো কাঠবিশেষ, ebony [আ. আবলুস]। 26)
আলোহিত
(p. 108) ālōhita বিণ. ঈষত্ লাল, রক্তাভ। [সং. আ + লোহিত]। 5)
আর্ট
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আশয়
(p. 108) āśaẏa বি. 1 মন, অন্তঃকরণ (নীচাশয়, মহাশয়); 2 আধার (জলাশয়); 3 অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ। [সং. আ + √ শী + অ]। 17)
আখুঞ্জ, আখুনজি, আখনজি
(p. 82) ākhuñja, ākhunaji, ākhanaji বি. ফারসি-শিক্ষক। [ফা. আখুন্ + হি.জি]। 28)
আমগ্ন
(p. 101) āmagna বিণ. আংশিক মগ্ন, প্রায় ডুবে আছে এমন ('আমগ্ন কি স্বপ্নাবিষ্ট ঘুমে': সু.দ.)। [সং. আ + মগ্ন]। 4)
আক্রীড়
(p. 82) ākrīḍ় বি. 1 প্রমোদবন; 2 ক্রীড়াভূমি; 3 আখড়া। [সং. আ + √ ক্রীড়্ + অ]। 10)
আওতা
(p. 77) āōtā বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785547
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026481
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708585
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620135

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us