Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আসামি2-অসমিয়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আসামি2-অসমিয়া এর বাংলা অর্থ হলো -

(p. 110) āsāmi2-asamiẏāরূপভেদ।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আঁচানো
(p. 79) ān̐cānō ক্রি. বি. কিছু খাওয়ার পর এঁটো মুখ ধোঁয়া; আচমন করা। বি. মুখ ধোয়া, আচমন বিণ. মুখ ধোয়া হয়েছে এমন। [বাং. আঁচা + আনো]। না আঁচালে বিশ্বাস নেই কার্যসিদ্ধির আগে সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়া। 9)
আঁটুনি
(p. 79) ān̐ṭuni বি. 1 শক্ত বাঁধন, টান; 2 (কথার) বাঁধুনি বা বিন্যাস (ওইটুকু ছেলের কথার আঁটুনি দেখেছ?)। [বাং. আঁট + উনি]। বজ্র আঁটুনি ফস্কা গেরো বাঁধন বা নিয়মের যতই কড়াকড়ি থাকুক, এড়ানোর পথ বা ফাঁকফোকরও ততই সহজ হয়ে আসে। 21)
আঘাত
(p. 82) āghāta বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার। [সং. আ + √ হন্ + অ]। ̃ ক বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)। ̃ ন বি. আঘাত দেওয়া। ̃ .সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন। 73)
আগু
(p. 82) āgu বি. 1 প্রথম; পূর্ব (আগু থেকে); 2 গোড়া, সামনের দিক (আগুপিছু)। বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন। ক্রি-বিণ. আগে, প্রথমে ('আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস': কৃত্তি)। [সং. অগ্র]। ̃ তে ক্রি-বিণ. প্রথমে, আগে। ̃ .পাছ, ̃ .পিছু ক্রি-বিণ. 1 অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা); 2 ইতস্তত (আগুপিছু করা)। আগু বাড়া-আগ দ্র। ̃ .য়ান, ̃ .সার বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী। 63)
আটা2
(p. 85) āṭā2 বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]। 67)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
আসত্তি
(p. 108) āsatti বি. 1 মিলন; 2 নৈকট্য; 3 লাভ; 4 (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]। 50)
আরক্ত
(p. 103) ārakta বিণ. 1 ঈষত্ রক্তবর্ণ, রক্তাভ (বিকেলের আরক্ত আকাশ); 2 গাঢ় লাল (আরক্ত চক্ষু)। [সং. আ + রক্ত]। ̃ চক্ষু, ̃ নয়ন, ̃ লোচন বিণ. 1 রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; 2 ক্রুদ্ধ। ̃ মুখ বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন। 32)
আভীর
(p. 99) ābhīra বি. আহির, গোয়ালাজাতিবিশেষ। [সং. আ + ভী + √রা + অ; তু. হি. অহীর]। বি. (স্ত্রী.) আভীরী, আভীরা, আভীরিণী। ̃পল্লি বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া। 48)
আকর্ষা
(p. 81) ākarṣā ক্রি. আকর্ষণ করা টানা। [সং. আ + √ কৃষ্ + বাং. আ]। 4)
আত্মিক
(p. 89) ātmika বিণ. হৃদয়ঘটিত, হার্দ্য (আত্মিক সম্পর্ক)। [সং আত্ম + ইক]। 33)
আর্দ্রক
(p. 104) ārdraka বি. আদা। [সং. আর্দ্র + ক]। 44)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আমদরবার
(p. 101) āmadarabāra দ্র আম2। 9)
আল-কাপ
আণ্ডীর
(p. 85) āṇḍīra বিণ. ডিম্ববহুল; অনেক অণ্ডযুক্ত। [সং. অণ্ড + অ + ঈর। তু. হি. অণ্ডৈল]। 108)
আঁচিল
(p. 79) ān̐cila বি. মানুষের চামড়ার উপর ব্রণের মতো ছোট মাংসপিণ্ড; উপমাংস, wart. [দেশি] 10)
আলস্য
(p. 106) ālasya বি. 1 অলসতা, কুঁড়েমি; 2 জড়তা; 3 পরিশ্রমে অনিচ্ছা। [সং. অলস + য]। ̃ ত্যাগ বি. কুঁড়েমি বা জড়তা দূর করা, দেহের জড়তা দূর করা। 14)
আবাপন
(p. 99) ābāpana বি. কাপড় বোনার তাঁত। [সং. আ + ̃ বাপি + অন]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577860
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185640
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785729
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026846
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620274

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us