Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উষ্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উষ্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 139) uṣṇa বি. 1 তাপ; 2 রৌদ্র; 3 গ্রীষ্মকাল, (উষ্ণপ্রধান অঞ্চল, উষ্ণাগম)।
বিণ. 1 তপ্ত, গরম; 2 প্রখর; 3 ক্রুদ্ধ।
[সং. √ উষ্ + ণ]।
তা,ত্ব বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. প.)।
প্রস্রবণ বি. গরম জলের ঝরনা।
বীর্য বিণ. তেজস্কর; উত্তেজক।
বি. সূর্য।
মণ্ডল বি. গ্রীষ্মপ্রধান অঞ্চল।
উষ্ণাগম বি. 1 গ্রীষ্মের আবির্ভাব; 2 গ্রীষ্মকাল।
13)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্-ক্রোশ
(p. 123) ut-krōśa বি. 1 ইগলজাতীয় বড় শিকারিপাখি; 2 কুরর বা কুরল পাখি; 3 চিত্কার। [সং. উত্ + √ ক্রুশ্ + অ]। 13)
উপ-বাস
(p. 133) upa-bāsa বি. অনশন, আহারে বিরতি, উপোস। [সং. উপ + √ বস্ + অ]। ̃ ক, উপ-বাসী (-সিন্) বিণ. উপবাসকারী। 12)
উপম
(p. 133) upama বিণ. (সমাসে পরপদরূপে ব্যবহৃত) সদৃশ, তুল্য (দেবোপম, নিরুপম)। [সং. উপ + √ মা + অ]। 23)
উপ-কূল
(p. 131) upa-kūla বি. নদী সমুদ্র প্রভৃতির তীরের নিকটবর্তী স্হান, বেলাভূমি। [সং. উপ + কূল]। 2)
উল্লুক
(p. 139) ulluka বি. 1 সর্বাঙ্গে কালো লোমযুক্ত লেজহীন বনমানুষজাতীয় বানর, gibbon; 2 গালিবিশেষ, নির্বোধ বা অভদ্র লোক, বেকুব। [ধ্বন্যা.]। 2)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
উপ-নেতা
(p. 132) upa-nētā (-তৃ) বিণ. 1 উপনয়নদাতা; 2 উপনায়ক, সহনায়ক; 3 যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]। 30)
উত্-পাদ2
(p. 123) ut-pāda2 বি. উত্পাদিত বস্তু বা উত্পাদনের মোট পরিমাণ, output. [সং. উত্ + √ পদ্ + অ]। 28)
উধাত্ত
(p. 128) udhātta বিণ. অদৃশ্য, নিরুদ্দেশ; চোখের আড়ালে চলে গেছে এমন (লোকটা টাকাটা নিয়ে উধাত্ত হয়ে গেছে)। বি. ঊর্ধ্বে ধাবন, ('উধাত্ত করিয়া আইল পাঢীনগর': গো. গী.)। [ সং. উদ্ধাবন]। 50)
উন্মুদ্র
(p. 130) unmudra বিণ. 1 মুদ্রা বা শিলমোহরের চিহ্ন নেই এমন, মুদ্রাচিহ্নহীন; 2 বিকশিত, প্রস্ফুটিত ('উন্মুদ্র উষার লগ্নে': সু. দ.)। [সং. উদ্ + মুদ্রা]। 23)
উপ-জাতি
(p. 131) upa-jāti বি. 1 সংস্কৃত ছন্দোবিশেষ; 2 প্রধান জাতির অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম, এবং বহু ক্ষেত্রে অপেক্ষাকৃত অনগ্রসর, জাতি বা সম্প্রদায়। [সং. উপ (অপ্রধান) + জাতি]। 30)
উপর্যুপরি
(p. 133) uparyupari অব্য. ক্রি-বিণ. একটির উপর আরা একটি; পরপর; ক্রমান্বয়ে; ক্রমাগত (এই নিয়ে উপর্যুপরি তিনবার তারা জিতল)। [সং. উপরি + উপরি]। 48)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
উপ-লম্ভ
(p. 133) upa-lambha বি. 1 লাভ, প্রাপ্তি; 2 অনুভব, বোধ। [সং. উপ + √ লভ্ + অ, ম্ আগম]। 56)
উচ্চ-রোল
(p. 119) ucca-rōla বি. 1 জোর কণ্ঠ; 2 চড়া আওয়াজ। [সং. উচ্চ + রোল]। 34)
উপ-স্হিত
(p. 133) upa-shita বিণ. 1 আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); 2 বর্তমান (উপস্হিত কাল); 3 আসন্ন (উপস্হিত বিপদ); 4 বিদ্যমান (উপস্হিত থাকা)। [সং. উপ + √ স্হা + ত]। ̃ বক্তা (-ক্তৃ) বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। ̃ বুদ্ধি বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। ̃ মতো বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)। উপ-স্হিত বি. 1 সমাগম; হাজিরা; 2 বিদ্যমানতা। 77)
উপ-শাখা
(p. 133) upa-śākhā বি. শাখা থেকে উদ্গত শাখা। [সং. উপ + শাখা]। 61)
উচ্ছল
(p. 119) ucchala বিণ. 1 দোলায়িত; 2 প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); 3 চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন ('উচ্ছল নদীজল'); 4 ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। ̃ তা বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত। 49)
উপ-রোধ
(p. 133) upa-rōdha বি. 1 সনির্বন্ধ অনুরোধ; 2 সুপারিশ; খাতির ( 'কোন্ উপরোধ গুরু করিল তোমারে': কাশী.); 3 নিমিত্ত (কার্যের উপরোধে)। [সং. উপ + √ রুধ্ + অ]। ̃ ক বিণ. অনুরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কঠিন কাজ করতে রাজি হওয়া। 46)
উদ্বোধ
(p. 128) udbōdha বি. 1 বোধের উদয়, বোধোদয়, জ্ঞানের উন্মেষ; 2 বিস্মৃত বিষয় মনে পড়া। [সং. উত্ + বোধ]। উদ্বোধক বিণ. বি. 1 বোধ উদ্রেককারী; 2 চেতনা সঞ্চারকারী; 3 উদ্দীপক; 4 স্মারক। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 869210
Kalpana Bangla Font
Kalpana
Download
View Count : 610914
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 406289
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 405767
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 387857
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 362948
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 348823
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 341944

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন