Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঠা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঠা1 এর বাংলা অর্থ হলো -

(p. 179) kāṭhā1 বি. 1 জমির পরিমাণবিশেষ, 72 বর্গফুট পরিমাণ; 2 ধান বা ওইজাতীয় শস্যের পরিমাপ করার পাত্র, রেক।
[সং. কাষ্ঠা]।
কালি
বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব।
কিয়া
বি. একশত পর্যন্ত কাঠা গণনা।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কালি2
(p. 188) kāli2 বি. 1 লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি); 2 অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না); 3 কলঙ্ক (কুলে কালি দেওয়া); 4 ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)। [সং. কালী]। ̃ ঝুলি বি. মসি ও ঝুল। 4)
কুখ্যাত
ক্যাটালগ
(p. 210) kyāṭālaga বি. সুবিন্যস্ত তালিকা বা সূচি (বইয়ের ক্যাটালগ)। [ইং. catalogue]। 113)
কীট
(p. 191) kīṭa বি. 1 পোকা; 2 কৃমি। [অর্বাচীন সং. √ কীট্ + অ]। ̃ ঘ্ন বিণ. কীটনাশক। ̃ জ বিণ. কীট থেকে উত্পন্ন। ̃ দষ্ট বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)। ̃ পতঙ্গ বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি। কীটাণু বি. অতি ক্ষুদ্র পোকা। কীটাণু-কীট বি. 1 ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট; 2 (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি। 22)
কর-পাল, কর-বাল
(p. 167) kara-pāla, kara-bāla বি. তরবারি, অসি; খড়্গ। [সং. কর + √ পালি + অ; কর + √ বালি + অ]। 16)
কবোষ্ণ
(p. 164) kabōṣṇa বিণ. ঈষত্ উষ্ণ, অল্প গরম, কুসুম কুসুম গরম। [সং. কু + উষ্ণ]। কদুষ্ণ দ্র। 33)
কশা1, কষা
(p. 172) kaśā1, kaṣā বি. চাবুক। [সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]। ̃ ঘাত বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা। ̃ হত বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন। 48)
কত্থক
কাঁটালি কলা, কাঁঠালি কলা
(p. 174) kān̐ṭāli kalā, kān̐ṭhāli kalā বি. বিশেষ একজাতীয় কলা। [বাং. কাঁটাল + ই + কলা]। 67)
কোচ-দাদ
(p. 209) kōca-dāda বি. কুঁচকি বা তার কাছাকাছি স্হানের দাদ। [বাং. কুঁচকি + দাদ]। 25)
কাসীস
(p. 188) kāsīsa বি, হিরাকস; iron sulphate. [সং. কাসী + √ সো + ক]। 42)
কর্তৃক
(p. 169) kartṛka অব্য. কর্তৃত্বে, দ্বারা (লেখক কর্তৃক স্বীকৃত)। [সং. কর্তৃ + ক]। 9)
কসরত, (বর্জি.) কসরত্
(p. 174) kasarata, (barji.) kasarat বি. 1 ব্যায়ামের কৌশল; 2 কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]। 11)
কব2
(p. 164) kaba2 অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখন, কবে। [সং. কদা- তু. হি. কব]। 5)
ক্রোটন
(p. 215) krōṭana বি. জয়পাল গাছ; পাতাবাহার। [ইং. croton]। 28)
কাছট, কাছটি, কাছুটি
(p. 178) kāchaṭa, kāchaṭi, kāchuṭi বি. 1 মালকোঁচা; 2 কৌপীন। [সং. কচ্ছোটিকা]। 11)
কট্টর
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কর্জ
(p. 167) karja বি. ঋণ, ধার, দেনা (কর্জ করে সংসার চালানো)। [আ. কর্জ্]। 51)
কৌমার
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us