Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কালান্তক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কালান্তক এর বাংলা অর্থ হলো -

(p. 186) kālāntaka বিণ. কালের বা যুগের লোপকারী; প্রলয়ংকর।
বি. যম।
[সং. কাল2 + অন্তক]।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ক্যারা
(p. 210) kyārā বি. 1 কেন্নো; 2 কীট, পোকা; 3 (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]। 130)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কমি
(p. 164) kami বি. কমতি, অল্পতা, হ্রাস। [ফা. কম্ + বাং. ই]। ̃ বেশি বি. হ্রাস-বৃদ্ধি, তারতম্য (বয়সের কমিবেশি)। 57)
কলাপ
(p. 172) kalāpa বি. 1 আভরণ, অলংকার; 2 ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); 3 সমূহ (কার্যকলাপ); 4 বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ। [সং. কল + √ আপ্ + অ]। 2)
কোকেন
(p. 209) kōkēna বি. কোকা গাছের পাতা থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ। [ইং. cocaine]। 18)
কোটা2
(p. 209) kōṭā2 বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) সং. কোষ্ট]।
কফিন
(p. 164) kaphina বি. সমাধিস্হ করার পূর্বে মৃতদেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত আধার বা বাক্স। [ইং. coffin]। 3)
কলমা2
কালোয়াত
কর্কটি, কর্কটিকা
(p. 167) karkaṭi, karkaṭikā বি. কাঁকুড়; কাঁকুড়গাছ। [সং. √ কর্ক্ + অট্ + ই, + ক + আ (স্ত্রী.)]। 48)
কষা2
(p. 172) kaṣā2 বিণ. কষায় রসযুক্ত, ঈষত্ তিক্ত কষায় রসযুক্ত। [সং. কষায়]। 61)
কৌপ
(p. 210) kaupa বিণ. কূপসম্বন্ধীয়; কূপ থেকে উত্পন্ন। বি. কুয়োর জল। [সং. কূপ + অ]। 80)
কৃন্তন
কোরক
(p. 210) kōraka বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]। 36)
কিবা
(p. 190) kibā অব্য. 1। হোক না কেন, কি, অথবা (অন্ধের কিবা দিন কিবা রাত); 2 (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন, কী সুন্দর (কিবা মনোহর, আহা কিবা ভঙ্গি); 3 কী আর (তুমি কিবা বলবে)। [বাং. কি + বা]। 17)
কব্য
(p. 164) kabya বি. পরলোকগত পিতৃপুরুষকে নিবেদিত ভোজ্যদ্রব্যাদি। [সং. √ কব্ + য]। ̃ বাহ, ̃ বাহন বি. কব্য যে বহন করে, কব্যের বাহন, অগ্নি। 35)
কিশ-মিশ
(p. 191) kiśa-miśa বি. বীজহীন শুকনো ছোট আঙুর। [ফা. কিশ্মিশ]। 7)
কেমন
(p. 207) kēmana ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ̃ তর, ̃ তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)। 2)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
কঞ্চুল
(p. 156) kañcula বি. স্ত্রীলোকের অলংকারবিশেষ। [সং. √ কচ্ + উল]। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185638
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785725
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026836
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620273

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us