Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কালোয়াত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কালোয়াত এর বাংলা অর্থ হলো -

(p. 188) kālōẏāta বি. উচ্চাঙ্গসংগীতে পারদর্শী ব্যক্তি।
কালোয়াতি বি. 1 উচ্চাঙ্গ বা মার্গ সংগীতে দক্ষতা বা পারদর্শিতা; 2 কালোয়াতের পেশা; 3 (ব্যঙ্গে) ওস্তাদি।
বিণ. 1 কালোয়াতসম্বন্ধীয়; 2 উচ্চাঙ্গসংগীতসম্বন্ধীয়।
[সং. কলাবত্]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুজ
(p. 194) kuja বি. মঙ্গলগ্রহ। [সং. কু (পৃথিবী) + √জন্ + অ]। ̃ গ্রহ বি. মঙ্গলগ্রহ। 23)
কল্প-লোক
(p. 172) kalpa-lōka বি. কল্পনার রাজা, মানসলোক, মনোরাজ্য। [সং. কল্প (কল্পনা) + লোক]। 34)
কূল
(p. 202) kūla বি. 1 তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); 2 (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); 3 অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূল-কিনারা বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া ক্রি. বি. সব আশ্রয় হারানো। 41)
কুবোধ
(p. 197) kubōdha বি. কুবুদ্ধি, দুর্মতি। [সং. কু + বোধ -তু. সুবোধ]। 32)
কাঁড়ার, কাঁঢার
কদুত্তর
(p. 160) kaduttara বি. খারাপ বা অসংগত জবাব; মুখে মুখে জবাব। [সং. কু + উত্তর]। 37)
কুলি2
(p. 199) kuli2 বি. 1 মুটে, বোঝাবাহক; 2 মজুর। [তুর. কুলী]। ̃ কামিন বি. কুলি ও কুলি রমণী। ̃ ধাওড়া বি. কুলি বা মজুরদের বাসস্হান। 51)
কই-সর
(p. 156) ki-sara বি. সম্রাট, বাদশাহ্। [আ. কয়্সর্ তু. লা. caesar কাঈজার]। 11)
কোষিকী, কৌষেয়, কৌসল্যা
কাছ
(p. 178) kācha বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। 10)
কমলে-কামিনী
কিংখাপ, কিংখাব
কুঠিয়া (কথ্য) কুঠে
(p. 194) kuṭhiẏā (kathya) kuṭhē বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]। 58)
কুপথ
(p. 196) kupatha বি. 1 অসত্ পথ; অন্যায় বা পাপের পথ; 2 দুর্গম পথ। [সং. কু + পথ]। ̃ গামী (-মিন্) বিণ. অসত্ বা অন্যায় পথে গেছে এমন; সত্ পথ থেকে বিচ্যুত। 34)
কোথা
(p. 210) kōthā বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ̃ ও ক্রি-বিণ. 1 কোনো স্হানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্হানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ̃ কার বিণ. 1 কোন স্হানের (কোথাকার জিনিস?); 2 অস্হানের (কোথাকার কে); 3 (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। ̃ য় অব্য. ক্রি-বিণ. কোন স্হানে। 11)
কৈ-কই
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কিম্ভূত
(p. 190) kimbhūta বিণ. 1 কীরূপ, কেমন; 2 অদ্ভুত। [সং. কিম্ + ভূত]। ̃ কিমাকার বিণ. অদ্ভুত; কুত্সিত আকারবিশিষ্ট, বিকট। 24)
কুলপি, কুলফি
কোরা1
(p. 210) kōrā1 বিণ. 1 সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; 2 (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; 3 মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন বি. আধোয়ামাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। আন-কোরা দ্র আনকোরা। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785272
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us