Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেলানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কেলানো এর বাংলা অর্থ হলো -

(p. 207) kēlānō ক্রি. 1 (অশা.) প্রকাশ করা, বার করা, আবরণমুক্ত করা (দাঁত কেলানো); 2 খোসা বা ছাল ছাড়ানো।
[বাং. √ কেলা + আনো]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ক৩
(p. 156) ka3 বিণ. কয়, কত (ক-রকম, কখানি)। [বাং. কয়]। 4)
কুশ
কায়
কবোষ্ণ
(p. 164) kabōṣṇa বিণ. ঈষত্ উষ্ণ, অল্প গরম, কুসুম কুসুম গরম। [সং. কু + উষ্ণ]। কদুষ্ণ দ্র। 33)
কল্পনা
(p. 172) kalpanā বি. 1 কল্পিত বা মনগড়া বিষয়; 2 উদ্ভাবনা; 3 উদ্ভাবনী শক্তি; 4 অনুমান। [সং. ক্9প্ + অন + আ]। ̃ প্রবণ বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক। ̃ বিলাসী (-সিন্) বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন। ̃ শক্তি বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা। 32)
কার্ড
(p. 186) kārḍa বি. মোটা কাগজখণ্ড, পুরু কাগজের ফলক। [ইং. card]। 7)
কান্তার
(p. 181) kāntāra বি. 1 নিবিড় অরণ্য, ঘন বন; 2 দুর্গম পথ। [সং. ক(জল) + অন্ত (নিকট) + √ ঋ + অ]। 46)
কোষী, কুষি, কুশি
(p. 210) kōṣī, kuṣi, kuśi বি. কোষা থেকে জল তোলবার পাত্রবিশেষ, ছোট কোষা। [সং. কোষ + ইন্]। 66)
কলি-চুন
(p. 172) kali-cuna বি. ঝিনুক শামুক ইত্যাদি পুড়িয়ে তৈরি চুন। [আ. কলি3 + বাং. চুন]। 14)
কওন, কওয়া
(p. 156) kōna, kōẏā যথাক্রমে কহন ও কহা -র রূপভেদ। 12)
কাট৩
(p. 179) kāṭa3 বি. কাঠ এর কথ্য রূপ। কাট কাট বিণ. কাঠ কাঠ। 11)
কালিক
(p. 188) kālika বিণ. 1 সময়সম্পর্কিত, সাময়িক; 2 কালে উত্পন্ন; 3 সময়োপযোগী। [সং. কাল2 + ইক]। 5)
কুম্ভ-কর্ণ
কূল
(p. 202) kūla বি. 1 তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); 2 (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); 3 অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূল-কিনারা বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া ক্রি. বি. সব আশ্রয় হারানো। 41)
কলশ
(p. 169) kalaśa দ্র কলস। 64)
কদাচার, কদাচরণ
ক্রমেলক
(p. 215) kramēlaka বি. উট। [√ ক্রম্ + এল + ক]। 6)
ক্রকচ
(p. 210) krakaca বি. করাত। [সং. ক্র + √ কচ্ ('কচ' শব্দ করা) + অ]। 138)
কিশলয়, কিসলয়
(p. 191) kiśalaẏa, kisalaẏa বি. 1 গাছের কচি পাতা, নবপল্লব; 2 নতুন পাতাযুক্ত শাখা। [সং. কিং (কিছু) + √ শল্ (√ সল্) + অয়]। 8)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614763
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839874
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098935
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719481
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us