Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৈশোর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৈশোর এর বাংলা অর্থ হলো -

(p. 207) kaiśōra বি. কিশোর কাল বা অবস্হা; (আল.) অপরিণত কাল।
[সং. কিশোর + অ]।
ক বিণ. কৈশোরসুলভ; কৈশোরসম্বন্ধীয়।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কানী
(p. 181) kānī দ্র কানা2। 35)
কর্তব্য
(p. 169) kartabya বিণ. 1 করণীয়; অনুষ্ঠেয়; 2 উচিত, বিধেয়। বি. করণীয় কর্ম ('একা আমি বসে আছি কর্তব্য সাধিতে': রবীন্দ্র)। [সং. √ কৃ + তব্য]। ̃ তা বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্হির করব)। 4)
কাবুলি, কাবলি
(p. 181) kābuli, kābali বিণ. কাবুলদেশীয়। বি. কাবুলের লোক। [ফা.কাবুল্ + বাং. ই]। ̃ ওয়ালা বি. কাবুলের লোক। 79)
কেতক, কেতকী
(p. 206) kētaka, kētakī বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিত্ + অক, ঈ]। 12)
কোঁতা, কোঁথা, কোঁতানো, কোঁথানো
(p. 209) kōn̐tā, kōn̐thā, kōn̐tānō, kōn̐thānō যথাক্রমে কুঁতা, কুঁথা, কুঁতানোকুঁথানো -র চলিত রূপ। 12)
কৃষী.বল
(p. 205) kṛṣī.bala বি. কৃষিজীবী. চাষি। [সং. কৃষি + (অস্ত্যর্থে দীর্ঘ ঈ) + বল]। 8)
কানড়2, কানড়া
কুটিল
(p. 194) kuṭila বিণ. 1 বাঁকা (কুটিল কটাক্ষ); অসরল (কুটিল রেখা); 2 খল, শঠ, কপট (কুটিল স্বভাব); 3 জটিল (কুটিল প্রশ্ন)। [সং. কুটি + ল]। কুটিলা1 বিণ. (স্ত্রী.) কুটিল -এর সব অর্থে। কুটিলা2 বি. 1 সরস্বতী নদী; 2 আয়ানের ভগিনীরাধিকার নন্দিনী। বি. ̃ তা। 46)
কম্প্র
কাঁসা
কোনাচ
(p. 210) kōnāca বি. 1 কোণের দিকের অংশ; 2 বাক্স সিন্ধুক ইত্যাদির কোণে যে ধাতুর পাত আঁটা হয়। [সং. কোণ + বাং. আচ]। কোনাচে বিণ. টেড়া, কোণাভিমুখী, কোনাকুনি। 18)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
কাঠিন্য
(p. 179) kāṭhinya বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]। 36)
ক্রান্তি
কৌপীন
(p. 210) kaupīna বি. ল্যাঙট, কপনি। [সং. কূপ + ঈন]। 81)
কুনো
(p. 196) kunō বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; 3 অমিশুক, লাজুক। [সং. কোণ + বাং. উয়া ও]। কুনো ব্যাং বি. 1 গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; 2 (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক। 24)
কপ
(p. 162) kapa অব্য. তাড়াতাড়ি মুখে পোরার বা গেলার ধ্বন্যাত্মক শব্দবিশেষ (কপ করে পোকাটা গিলে ফেলল)। [ধ্বন্যা.]। কপ কপ অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)। কপা-কপ ক্রি-বিণ. কপ কপ ক'রে (কপাকপ খেয়ে ফেলল)। 25)
কমলা1
(p. 164) kamalā1 বি. 1 লক্ষ্মীদেবী; 2 দশমহাবিদ্যার অন্যতমা। [সং. √ কম্ + অল্ + অ + স্ত্রী. আ]। ̃ পতি বি. বিষ্ণু। 47)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
ক্রমেলক
(p. 215) kramēlaka বি. উট। [√ ক্রম্ + এল + ক]। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084713
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772545
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722840
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700173
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595999
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550447
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543132

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন