Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুর্বী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুর্বী এর বাংলা অর্থ হলো -

(p. 253) gurbī বি. (স্ত্রী.) গুরুপত্নী।
বিণ. (স্ত্রী.) 1 গর্ভিণী; 2 মহতী ; 3 গৌরবময়ী।
[সং. গুরু + ঈ]।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গর-হাজির
(p. 242) gara-hājira বিণ. অনুপস্হিত। [বাং. গর + আ. হাজির]। 27)
গৌড়
গয়রহ, গয়লা, গয়লানি
(p. 242) gaẏaraha, gaẏalā, gaẏalāni যথাক্রমে বগয়রহ গোয়ালাগোয়ালিনীর চলতি রূপ। 3)
গোহারি
(p. 261) gōhāri বি. (প্রা. ম. বাং.) সবিনয়ে দুঃখনিবেদনপ্রতিকারপ্রার্থনা ('ব্রহ্মার সদনে গিয়া করিল গোহারি: কাশী.)। [হি. গোহারী]। 25)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিকবংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্বলঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
গরজ
(p. 242) garaja বি. 1 স্বার্থ, প্রয়োজন (গরজ থাকলে সে নিজেই তোমার কাছে আসবে); 2 যত্ন (পড়াশুনায় গরজ নেই)। [আ. গর্জ্]। গরজি বিণ. গরজবিশিষ্ট (আপ্তগরজি)। গরজ বড় বালাই প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন করেই হোক মেটাতে হয়। গরজে গঙ্গাস্নান বি. দায়ে পড়ে পুণ্যকর্ম করা। 11)
গুলা2, গোলা
(p. 253) gulā2, gōlā ক্রি. 1 তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); 2 গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); 3 বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; 4 ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; 5 ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)। [দেশি]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা তরল বস্তুতে অতরল বস্তু সম্পূর্ণভাবে মেশানো; গোলমাল করে ফেলা; বিশৃঙ্খল করা; বিশৃঙ্খল হওয়া; আলোড়িত করা; আলোড়িত হওয়া বা ঘুলিয়ে ওঠা। 48)
গজাল
(p. 236) gajāla বি. 1 বড় পেরেক; 2 শোলজাতীয় মাছবিশেষ। [ফা. গজ + বাং. আল]। 22)
গৃধ্র
(p. 253) gṛdhra বি. শকুন পাখি। [সং. √গৃধ্ + র]। ̃ রাজ বি. 1 গরুড় ; 2 জটায়ু; 3 সম্পাতি। বি. (স্ত্রী.) গৃধিনী। 62)
গোয়াল2, গোয়ালা, গয়লা
(p. 256) gōẏāla2, gōẏālā, gaẏalā বি. 1 গোপ, গোপালক; 2 দুগ্ধ ব্যবসায়ী। [সং. গোপাল]। স্ত্রী. গোয়ালিনি, গয়লানি। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ নিজে গোয়ালা হয়েও দুধ খেতে পায় না-খায় আমানি; (আল) নামমাত্র সার, কাজে কিছু নয়। 128)
গত্
(p. 239) gat বি. 1 যন্ত্রসংগীতের বোল (গত্ বাজাচ্ছে); 2 গানের সুর ; 3 গতি, ধারা, নিয়ম (বাঁধা গত্)। [সং. গতি? হি. গত্]। বাঁধা গত্ বি. গতানুগতিক ধারা। 5)
গোডিম
গোধূলি
গুড়ুচী, গুড়ূচী
(p. 250) guḍ়ucī, guḍ়ūcī বি. গুলঞ্চ লতা। [সং.]। 65)
গুণানু-রাগ
গর-ঠিকানা
(p. 242) gara-ṭhikānā বি. ভুল ঠিকানা। [আ. গয়র্ + হি. ঠিকানা]। 13)
গোপিনী
(p. 256) gōpinī দ্র গোপিকা। 99)
গিরি2
(p. 246) giri2 বি. 1 পর্বত, পাহাড়; 2 দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। ̃ কন্দর, ̃ গহ্বর, ̃ গুহা বি. পর্বতের গুহা। ̃ কুমারী, ̃ জা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। ̃ জায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। ̃ তল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। ̃ দরী বি. পর্বতগুহা। ̃ দুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। ̃ নন্দিনী - গিরিকুমারী -র অনুরূপ। ̃ পথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। ̃ বর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। ̃ বর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। ̃ মল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। ̃ মাটি বি. গৈরিক বা গেরি মাটি। ̃ রাজ বি. হিমালয়। ̃ রানি বি. গিরিজায়া -র অনুরূপ। ̃ শ়ৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর। ̃ সংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। 119)
গেঁটে2
(p. 256) gēn̐ṭē2 বিণ. 1 গ্রন্হি বা গাঁটযুক্ত, গ্রন্হিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি); 2 গ্রন্হিজাত বা গ্রন্হিতে জন্মে এমন (গেঁটে বাত); 3 গ্রন্হিসম্বন্ধীয়। [বাং. গাঁট + ইয়া এ]। 10)
গচ্ছিত
(p. 236) gacchita বিণ. রক্ষিত, ন্যস্ত; জমা রাখা হয়েছে এমন (ওর জিনিসগুলো আমার কাছে গচ্ছিত রেখে গেছে, অপরের গচ্ছিত ধন)। [দেশি]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535118
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140619
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730927
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943118
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us