Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোদাবরী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গোদাবরী এর বাংলা অর্থ হলো -

(p. 256) gōdābarī বি. দক্ষিণ ভারতের নদীবিশেষ।
[সং. গো (জল) + দা (দান করে) = গোদা (নদী) + বর (শ্রেষ্ঠ) + ঈ (স্ত্রী.)]।
81)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গাব-গুবা-গুব
গীর্দেবী
(p. 250) gīrdēbī বি. সরস্বতী। [সং. গির্ + দেবী]। 20)
গোটা1
(p. 256) gōṭā1 বিণ. 1 আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); 2 বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; 3 বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)। বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)। [দেশি]। ̃ কতক, ̃ কয়েক বিণ. অল্প কয়েকটি। গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)। [গুটি1 দ্র]। 68)
গাড়ল, গাড়র
(p. 246) gāḍ়la, gāḍ়ra বি. 1 মেষ, ভেড়া; 2 (আল.) মূর্খের মতো অন্যের বুদ্ধিতে চলে এমন ব্যক্তি। [সং. গড্ডল, গড্ডর]। 31)
গুটি2, গুটিকা
(p. 250) guṭi2, guṭikā বি. 1 বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); 2 গুলি, ছোট ডেলা; 3 ঘুঁটি (দাবার গুটি); 4 নবজাত ফল, কুশি (আমের গুটি) ; 5 ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; 6 বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); 7 রেশমের কোষ (রেশমের গুটি); 8 কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্ (=গুট্) + ই (স্বার্থে) + আ]। ̃ পোকা বি. রেশমকীট, তুঁতপোকা। 55)
গণক
(p. 236) gaṇaka বি. দৈবজ্ঞ, গণত্কার, জ্যোতিষী। বিণ. যে গণনা করে, গণনাকারী। [সং. √গণ্ + অক]। গণক-যন্ত্র বি. নির্ভুল হিসাব বা গণনা করে দেয় এমন স্বয়ংক্রিয় যন্ত্র, computer. 45)
গলি
(p. 244) gali বি. সংকীর্ণ রাস্তা। [হি. গলী]। ̃ ঘুঁজি বি. খুব সরু রাস্তা; সরু ও দুর্গম রাস্তা; অলিগলি (সেই গলিঘুঁজির মধ্যে বাড়িটা খুঁজে বার করতে খুবই বেগ পেতে হয়েছে)। 11)
গোধূম, গোধুম
(p. 256) gōdhūma, gōdhuma বি. গম। [সং. √গুধ্ + উম-তু. ফা. গনদুম্]। ̃ চূর্ণ বি. 1 আটা; 2 ময়দা। 86)
গিট-কিরি
গ্রেন
(p. 261) grēna বি. এক যবোদর বা অর্ধরতি পরিমিত ওজনবিশেষ; এক ভরির একশো আশি ভাগের এক ভাগ। [ইং. grain]। 74)
গত্যন্তর
(p. 239) gatyantara বি. অন্য গতি বা উপায় (গত্যন্তর না দেখে লোকটা পালাল)। [সং. গতি + অন্তর]। 19)
গলন
(p. 244) galana বি. 1 দ্রবীভবন, গলে যাওয়া; 2 নির্গমন, বেরিয়ে যাওয়া। [সং. √গল্ + অন]। 6)
গুড়
(p. 250) guḍ় বি. আখ, তাল, খেজুর ইত্যাদির রস থেকে প্রস্তুত সুমিষ্ট খাদ্যবিশেষ। [সং. √গুড়্ + অ]। ̃ কুমড়া - কুমড়া দ্র। গুড়ে বালি (আল.) আশা বিফল। 58)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিতঅবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গজরগজর
(p. 236) gajaragajara দ্র গজগজ। 17)
গণতি, গণত্কার
(p. 236) gaṇati, gaṇatkāra যথাক্রমে গনতি ও গনতকার -এর বর্জি. বানান। 46)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গুটলি, গুটলে
(p. 250) guṭali, guṭalē বি. 1 গুটি, ছোট ডেলা (গুটলি পাকানো); 2 ছোট ও কঠিন ডেলার মতো মল। [ গুটি2]। 52)
গুহ্যক
গাঁজা2
(p. 246) gān̐jā2 ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √গাঁজ + আ]। ̃ নো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো। বি. বিণ. উক্ত অর্থে। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578350
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186126
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786405
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027584
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620535

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us