Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোরা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চোরা2 এর বাংলা অর্থ হলো -

(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)।
[বাং. চুরি + আ]।
কারবার
বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা।
গর্ত
বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত।
গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি।
গোপ্তা
বিণ. যে কাজের কর্তা অদৃশ্যঅজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)।
চালান
বি. অবৈধভাবেগোপনে মাল চালান, smuggling.পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ।
বালি
বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চরিষ্ণু
(p. 279) cariṣṇu বিণ. বিচরণশীল, গমনশীল, চলন্ত, জঙ্গম। [সং. √চর্ + ইষ্ণু]। 36)
চতুর্বিংশ
চুমকি1
(p. 294) cumaki1 বি. সোনা, রুপো বা রাঙের চমমকে ছোট ছোট পাত বা বুটি (চুমকি বসানো জামা)। [হি. চম্কি]। 2)
চাইনিজ
(p. 281) cāinija বিণ. চীনা, চৈনিক, চীন বা চীনাসম্বন্ধীয়। বি. চীনা খাবার (সপ্তাহে অন্তত একবার চাইনিজ খাই)। [ইং. Chinese]। 22)
চাক
(p. 281) cāka বি. 1 চক্র, চাকা, চক্রাকার বস্তু (কুমোরের চাক, ছোলার চাক); 2 মৌচাক (চাক-ভাঙা মধু)। [সং. চক্র]। 56)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চাঁদা৪
চষক
(p. 281) caṣaka বি. 1 পানপাত্র, সুরাপানপাত্র; 2 সুরা; 3 মধু। [সং. √চষ্ + অক]। 18)
চোস্ত
(p. 299) cōsta বিণ. 1 সমতল; 2 মসৃণ; 3 নির্দোষ; 4 চটপটে, চৌকস (চোস্ত বাংলা বলে); 5 আঁটসাট। বি. খুব আঁটসাট পায়জামাবিশেষ। [ফা. চুস্ত্]। 4)
চণ্ডাল
চেত, চেতঃ
(p. 294) cēta, cētḥ (-তস্) বি. 1 হৃদয়, মন; 2 চিত্তবৃত্তি (উদারচেতা)। [সং. চিত্ + অস্]। 60)
চতুস্তল
চীর্ণ
(p. 290) cīrṇa বিণ. 1 ছিন্ন, খণ্ডিত; 2 বিদীর্ণ ('সংসারের নির্বোধ আঘাতে চীর্ণ, দীর্ণ হৃদয় আমার': সু. দ.)। [সং. √চর্ + ন]। 62)
চালশে
চেলা1, চ্যালা
(p. 294) cēlā1, cyālā বি. আঁশযুক্ত ছোট মাছবিশেষ। [দেশি]। 77)
চণ্ডু
(p. 278) caṇḍu বি. আফিং থেকে প্রস্তুত মাদকবিশেষ। [হি. চণ্ডু]। ̃ খোর বি. চণ্ডু খেয়ে যে ব্যক্তি নেশা করে। 9)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
চরকি
চাড়, চাড়া1
(p. 281) cāḍ়, cāḍ়ā1 বি. 1 কোনো ভারী বস্তু তোলবার জন্য প্রযুক্ত বল বা জোর (চাড় দেওয়া); 2 চেষ্টা, উত্সাহ, উদ্যম (লেখাপড়ায় চাড় নেই); 3 চাপ, বোঝা (কাজের চাড়)। [দেশি]। 91)
চপেট, চপেটা, চপেটিকা
(p. 279) capēṭa, capēṭā, capēṭikā বি. চড়, থাপ্পড়। [সং. √চপ্ + অ = চপ + √ইট্ + অ, ক + আ]। চপেটাঘাত বি. চড়, করতলের আঘাত, করতলের প্রহার। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534704
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140234
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730393
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942565
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883499
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838441
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696603
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us