Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৌকা, (কথ্য) চৌকো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চৌকা, (কথ্য) চৌকো এর বাংলা অর্থ হলো -

(p. 299) caukā, (kathya) caukō বিণ. চার কোণবিশিষ্ট।
বি. 1 চারফোঁটাযুক্ত তাস; 2 উনুন, চুল্লি।
[সং. চতুষ্ক]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত্রক2
(p. 288) citraka2 বি. 1 চিত্র; 2 তিলক। [সং. চিত্র + ক]। 44)
চাউর
(p. 281) cāura বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)। [তু. চালু]। 23)
চক্র-বত্
(p. 274) cakra-bat বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]। 19)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চুঁই-চুঁই
(p. 290) cum̐i-cum̐i অব্য. জল শোষণ, ক্ষুধা, আগুনে জ্বাল দেওয়া প্রভৃতির সূচক মৃদু অনুভূতি বা শব্দ (খিদেয় পেট চুঁইচুঁই করছে)। [ধ্বন্যা.]। 63)
চট2
(p. 275) caṭa2 অব্য. তাড়াতাড়ি, শীঘ্র, ঝট (চট করে নিয়ে এসো)। [তু. সং. ঝটিতি]। 17)
চড়ুকে
চালানি
(p. 281) cālāni বিণ. 1 চালানসম্বন্ধীয়; 2 রপ্তানি করা হয়েছে বা হবে এমন, অন্য স্হানে পাঠানো হয়েছে বা অন্য স্হান থেকে প্রেরিত হয়ে এসেছে এমন (চালানি ইলিশ); 3 রপ্তানির উপযোগী। [বাং. চালান + ই়]। 176)
চটা৩
(p. 275) caṭā3 ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। বি. বিণ. উক্ত অর্থে। 28)
চত্বাল
(p. 278) catbāla বি. 1 চাতাল; 2 উঠান। [সং. √চত্ + বাল]। 6)
চৌকি
চাঁচি, চাঁছি
(p. 281) cān̐ci, cān̐chi বি. জ্বাল-দেওয়া দুধের যে গাঢ় অংশ পাত্র থেকে চেঁচে তোলা হয়। [চাঁচা দ্র]। 35)
চন্দ্রাপীড়
চিমড়া, (কথ্য) চিমড়ে
চিত1
(p. 288) cita1 বি. পদ্যে চিত্ত -র কোমল রূপ ('হেন বুঝি চিতে', চিতচকোর)। 26)
চূত
(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম। [সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)। ̃ মঞ্জরি বি. আমের শিষ বা মুকুল। ̃ লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে। 37)
চতুর্নবতি
(p. 277) caturnabati বি. বিণ. 94, চুরানব্বই সংখ্যা; 94 সংখ্যক। [সং. চতুর্ + নবতি]। ̃ তম বিণ. 94 সংখ্যার পূরক। স্ত্রী. ̃ তমী। 17)
চন্দক
(p. 278) candaka বি. চাঁদা মাছ। [সং. √চন্দ্ + অক]। 11)
চক-চক2
(p. 274) caka-caka2 অব্য. বি. ঔজ্জ্বল্য বা দীপ্তি প্রকাশ (চোখ দুটো চকচক করছে)। [সং. চাকচক্য]। চকচক করা ক্রি. বি. দীপ্তি পাওয়া। চক-চকানি বি. অতিশয় উজ্জ্বলতা; দীপ্তি, উজ্জ্বলতা। চক-চকানো ক্রি. বি. চকচক করা। চক-চকে বিণ. উজ্জ্বল, চকচক করে এমন। 9)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140470
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us